ষষ্ঠ শ্রেণি বিজ্ঞান মডেল প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম সাময়িক পরীক্ষায় ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে এবং তার উত্তর কেমন ভাবে লিখতে হবে তা এই পর্বে আলোচনা করা হচ্ছে। পরবর্তীতে অনুরূপ মডেল প্রশ্নপত্র উত্তরসহ আমরা আনবো। চলো শুরু করা যাক।
ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান মডেল প্রশ্ন উত্তর । Class 6 science question answer
1. সঠিক উত্তর নির্বাচন করাে : ( প্রশ্ন মান 1 )
(i)
নাইট্রিক অ্যাসিড যে যে মৌল নিয়ে গঠিত তা হল –
(a) হাইড্রোজেন, সালফার,
ক্যালশিয়াম
(b) সালফার, নাইট্রোজেন, হাইড্রোজেন
(c) অক্সিজেন,
ক্যালশিয়াম, হাইড্রোজেন
(d) অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন।
উত্তর:
(d) অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন।
(ii) একমুখী ভৌত পরিবর্তনের
উদাহরণ হল –
(a) কর্পূরের উবে যাওয়া
(b) দুধ থেকে দই তৈরি
(c)
খাদ্যনালিতে খাবারের হজম হওয়া
(d) গম থেকে আটা তৈরি হওয়া
উত্তর: (a)
কর্পূরের উবে যাওয়া।
(iii) তরল মিশ্রিত কোনাে অদ্রাব্য কঠিন পদার্থের
সূক্ষ্ম কণাগুলিকে ফিলটার কাগজের সাহায্যে ছেঁকে ওই তরল থেকে পৃথক করার পদ্ধতিকে
বলে -
(a) পাতন
(b) আশ্রাবণ
(c) কেলাসন
(d) পরিস্রাবণ
উত্তর:
(d) পরিস্রাবণ।
(iv) একটি মন্থর ঘটনা হল –
(a) লােহায় মরচে
পড়া
(b) বীজ থেকে চারাগাছ হওয়া
(c) ব্যাঙাচি থেকে ব্যাং হওয়া
(d)
সবকটি
উত্তর: (d) সবকটি।
(v) কাগজ পুড়ে ছাই হওয়া -
(a)
উভমুখী ঘটনা
(b) চক্রাকার ঘটনা
(c) একমুখী ঘটনা
(d) কোনােটিই
নয়।
উত্তর: (b) একমুখী ঘটনা
2. সংক্ষিপ্ত উত্তর দাও : ( প্রশ্ন
মান 4 )
স্তম্ভ মেলাও :
বামপক্ষ | ডান পক্ষ |
---|---|
(i) হৃদস্পন্দন | c) পর্যাবৃত্ত ঘটনা |
(ii) ফ্লুওরিন | a) F |
(iii) ফসফরাস | d) P |
(iv) ভূমিকম্প | b) প্রাকৃতিক ঘটনা |
(i) CCl4 ও NH3 সংকেতযুক্ত যৌগ দুটির নাম লেখাে।
উত্তর:
CCl4 → কার্বন টেট্রাক্লোরাইড
NH3 → অ্যামোনিয়া।
(ii) হাইড্রোজেনের দুটি ধর্ম লেখাে।
উত্তর: হাইড্রোজেনের ধর্ম:-
- (১) হাইড্রোজেন বর্ণহীন, গন্ধহীন , ওজনে হালকা গ্যাস।
- (২) হাইড্রোজেন জ্বলতে সাহায্য করে না কিন্তু নিজে নীল শিখায় জ্বলে।
(iii) ভৌত পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখাে।
উত্তর: ভৌত পরিবর্তনের
বৈশিষ্ট্য:-
- (১) ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা।
- (২) ভৌত পরিবর্তনের পদার্থের মূল গঠন অপরিবর্তিত থাকে।
- (৩) ভৌত পরিবর্তনের কারণ টা সরিয়ে নিলে মূল পদার্থে ফিরে পাওয়া যায়।
1. সঠিক উত্তর
নির্বাচন করাে : (যে-কোনাে দুটি)
(1) রজন পাওয়া যায় প্রদত্ত কোন্ গাছ
থেকে?
(a) আম
(b) জাম
(c) শাল
(d) সেগুন
উত্তর: (c) শাল
।
(i) জাব পােকা কোন্ ধরনের বর্জ্য পদার্থ ত্যাগ করে? – (a) লিপিড
সমৃদ্ধ
(b) শর্করা সমৃদ্ধ
(c) প্রোটিন সমৃদ্ধ
(d) ভিটামিন সমৃদ্ধ
উত্তর:
(b) শর্করা সমৃদ্ধ ।
(iii) বিষাক্ত কোশযুক্ত টেন্টাকলের সাহায্যে
সন্ন্যাসী কাকড়াকে রক্ষা করে নীচের কোন্ প্রাণী? -
(a) শূকর
(b)
ভেড়া
(c) সাগরকুসুম
(d) ক্লাউন মাছ
উত্তর: (c) সাগরকুসুম।
2.
সংক্ষিপ্ত উত্তর দাও ( প্রশ্ন মান 1)
(i) গাজরের কোন্ অংশ আমরা খাদ্য হিসেবে
গ্রহণ করি?
উত্তর: গাজরের মূল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি।
(ii)
শূন্যস্থান পূরণ করাে : ( প্রশ্ন মান 1)
▣ যে সম্পর্কে দুই বা তার বেশি জীব
একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে, সেই সম্পর্ককে ____ বলে।
উত্তর:
মিথোজীবিতা।
3. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ( প্রশ্ন মান 2 )
(i)
গাছেরা কী কী ভাবে প্রাণীদের ওপর নির্ভর করে?
উত্তর:প্রাণীর উপর নির্ভর করে
যেমন মৌমাছি , প্রজাপতি , মৌটুসী ইত্যাদি।
বিভিন্ন পাখি, বাদুড় , কুকুর এই
সমস্ত প্রাণীরা গাছের ফল খেয়ে তার বেশ দূরে ছড়িয়ে মলের মাধ্যমে ও দেহে লাগিয়ে
নিয়ে গিয়ে। এতে বংশ বিস্তারে সাহায্য হয়। যেমন, কাকিরা মুখের ওপরে ফল নিয়ে উড়ে
যায় এবং কিছুটা খেয়ে মাটিতে ফেলে দেয়। বাড়িতে পড়ার পর ফল পচে গিয়ে বীজটা
বেরিয়ে যায় এবং নতুন চারা গাছ বের হয়।
বাদুড় কোন ফল খেলে তার বীজগুলো হজম করতে পারে না । তাই মল ত্যাগের মাধ্যমে হজম না হওয়া বীজগুলি দূরে ছড়িয়ে পড়ে এবং নতুন চারা গাছ জন্মায়।
(ii) কীভাবে দুধ থেকে দই
তৈরি হয়?
উত্তর: পরিষ্কার বাড়িতে অল্প দই বা দইয়ের সাজা লাগাতে হবে। → দুধ
ভালো ভাবে ফুটিয়ে একটু ঠান্ডা করে দিতে হবে। → দইয়ের সাজা লাগানো বাটিতে অল্প গরম
দুধ ঢেলে দিতে হবে। → দই মিশ্রিত দুধের পাত্র কি ভালোভাবে ঢেকে সারারাত্রি রেখে
দিতে হবে। → দই সাজাতে থাকা ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি
করে দুধকে দই এ পরিণত করবে।