Class 10 model activity task Life science 2021 new বা দশম শ্রেণী জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 এর সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। এর আগেও আমরা 2020 সালের দশম শ্রেণী জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর প্রকাশ করেছিলাম যা তোমাদের খুবই পছন্দ হয়েছিল। তাই এবারও আমরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 নিয়ে আলোচনা করছি। আশা করি তোমাদের এবারও পছন্দ হবে। তাহলে চলো শুরু করা যাক:
Class 10 model activity task Life science 2021 new
দশম শ্রেণী জীবনবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021
জীবনবিজ্ঞান
দশম শ্রেণি
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো :
১.১ উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি নির্বাচন করো
–
(ক) অক্সিন
(খ) জিব্বেরেলিন
(গ) সাইটোকাইনি
(ঘ) NAA
উত্তর: উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় যে হরমোন সেটি হল জিব্বেরেলিন হরমোন।
১.২ নীচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো –
(ক) চোখের লেন্সের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া
(খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া
(গ) চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয়ে যাওয়া
(ঘ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হওয়া
উত্তর: মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি হল - " (খ) বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া "
১.৩ নীচের যে জোড়টি সঠিক তা স্থির করো
(ক) STH – থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করা
(খ) ACTH – স্ত্রীদেহে ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধিতে সাহায্য করা
(গ) FSH – রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা
(ঘ) ADH– বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো
উত্তর: (ঘ) ADH– বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো।
২. নীচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও :
২.১ ডাবের জলে ______ হরমোন থাকে।
উত্তর: ডাবের জলে সাইটোকাইনিন হরমোন থাকে।
২.২ পায়রার একটি ডানায় ______ টি রেমিজেস নামক পালক থাকে।
উত্তর: পায়রার একটি ডানায় 23 টি রেমিজেস নামক পালক থাকে।
২.৩ RNA-তে থাইমিনের পরিবর্তে ______ থাকে।
উত্তর: RNA-তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে।
৩. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৩.১ নিম্নলিখিত বৈশিষ্টোর ওপর ভিত্তি করে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির
পার্থক্য নিরূপণ করো ।
- নালির উপস্থিতি ও অনুপস্থিতি
- ক্ষরিত পদার্থ
উত্তর: "নিচে অন্তক্ষরা বহিক্ষরা গ্রন্থির পার্থক্য এর মধ্যে থেকে কেবল প্রথম দুটি পার্থক্য লিখতে হবে।"
বিষয় | অন্তক্ষরা গ্রন্থি | বহিক্ষরা গ্রন্থি |
---|---|---|
নালির উপস্থিতি ও অনুপস্থিতি | 1. অন্তক্ষরা গ্রন্থিতে নালি অনুপস্থিত। | 1. বহিক্ষরা গ্রন্থিতে নালি উপস্থিত। |
ক্ষরিত পদার্থ | 2. অন্তক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন। | 2. বহিক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় উৎসেচক, ঘর্ম, সিবাম, লালারস ইত্যাদি। |
কার্য স্থল | 3. অন্তক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত পদার্থ উৎস স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানে কার্যকর হয়। | 3. বহিক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত পদার্থ নালি দ্বারা বাহিত হয়ে গ্রন্থির বাইরে বেরিয়ে আসে এবং উৎপত্তিস্থলেই কার্যকরী হয়। |
কার্য স্থলের ব্যাপ্তি | 4. অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরিত পদার্থের কাজের পরিধি ব্যাপক। | 4. বহিক্ষরা গ্রন্থির ক্ষরিত পদার্থ দেহের সীমিত স্থানে কাজ করে। |
ক্ষরিত পদার্থের নির্গমন প্রক্রিয়া | 5. অন্তক্ষরা গ্রন্থি ক্ষরিত পদার্থও ব্যাপন প্রক্রিয়া সরাসরি রক্তে মেশে। | 5. বহিক্ষরা গ্রন্থি ক্ষরিত পদার্থ নির্গত নালী পথে সরাসরি ক্রিয়াস্থলে পৌঁছায়। |
ক্লাস টেন লাইফ সাইন্স মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 নিউ ২০২১
৩.২ মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশায় নিউক্লিয়াসের কী কী পরিবর্তন ঘটে তা বর্ণনা করো।
উত্তর: মাইটোসিসের সবথেকে দীর্ঘস্থায়ী দশা হল
উত্তর: প্রোফেজ দশা উদ্ভিদ ও প্রাণী উভয় কোষের নিউক্লিয়াসে নিম্নলিখিত পরিবর্তনগুলি ঘটে:
নিউক্লিয়াস টি আকারে ও আয়তনে বৃদ্ধি পায়।
জল বিভাজনের ফলে নিউক্লিয়াসের নিউক্লিয় জালক থেকে সূত্রাকার ক্রোমোজোম গঠিত হয়।
নিউক্লিওলাস টি ক্রমশ ছোট হতে থাকে।
এই পর্যায়ের শেষের দিকে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে।
আরও পড়ো: | 2020 দশম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 । Class 10 Life Science model activity part 1
আরও পড়ো: | 2020 দশম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 । Class 10 Life Science model activity part 2
আরও পড়ো: | 2020 দশম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 । Class 10 Life Science model activity part 3
8. নীচের প্রশ্নটির উত্তর দাও :
৪.১ প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো :
(ক) ক্রোমাটিড (খ) মেরু অঞ্চল (গ) সেন্ট্রোমিয়ার (ঘ) বেমতত্তু
(চিত্রঃ মাইটোসিস এর মেটাফেজ দশা)
(কেবল দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য)
▣ প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার তিনটি এবং টেলোফেজ দশার দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর:
▣ মেটাফেজ দশার বৈশিষ্ট্য:
- মেটাফেজ দশার নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস বিলুপ্ত হয়।
- উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল গুলি একত্রিত হয়ে বেমতন্তু গঠিত হয় এবং প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওলের অ্যাস্ট্রাল রশ্মি দ্বারা বেমতন্তু গঠিত হয়।
- এই দশার শেষের দিকে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অনুদৈর্ঘ্য ভাবে দ্বিখণ্ডিত হতে শুরু হয়।
▣ টেলোফেজ দশার বৈশিষ্ট্য:
- টেলোফেজ দশা আর শুরুতে বেমের উভয় প্রান্তে সমান সংখ্যক ক্রোমোজোম থাকে এবং ক্রোমোজোম গুলি খুলে দৈর্ঘ্য বৃদ্ধি পায় ।
- নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে।
Mocktest | দশম শ্রেণী হরমোন মক টেস্ট | জীবন বিজ্ঞান | Class 10 Life Science Hormone Mock Test
আশা করি আজকের এই পর্বের উত্তর তোমাদের পছন্দো হয়েছে। ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়া আর আরো বেশি পড়াশোনা বিষয়ক সামগ্রী পাও। ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতায় এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষকের কাছে জমা দেবে।
কোনো অবস্থাতেই তারা বাড়ির বাইরে বেরোবে না।