Class 6 Mock Test এর আজকের পর্বে আমরা রেখেছি ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান মক টেস্ট এর প্রথম অধ্যায়: আমাদের চারপাশের ঘটনা সমূহ এর মকটেস্ট এর একাধিক পর্ব । এই ক্লাস সিক্স বিজ্ঞান মক টেস্ট গুলিতে অংশগ্রহণ করলে তুমি আমাদের চারপাশের ঘটনা সমূহ অধ্যায় এর প্রচুর ছোটো প্রশ্নের উত্তর জানতে পারবে । মক টেস্ট এর মধ্যে একাধিক মকটেস্ট যুক্ত করা আছে। তোমার ইচ্ছামত পর্ব সিলেক্ট করো।
Class 6 mock test | ক্লাস সিক্স মক টেস্ট
ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান মক টেস্ট
প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি ১৫ সেকেন্ড সময় পাবে।
মক টেস্ট সিলেক্ট কর
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
Class 6 mock test | Class 6 science mock test | Science mock test class 6 | ষষ্ঠ শ্রেণীর মক টেস্ট | Mock test class 6 wbbse | Mock test class 6 wbbse | ষষ্ঠ ভশ্রেণী বিজ্ঞান মক টেস্ট | ক্লাস সিক্স বিজ্ঞান মক টেস্ট | ক্লাস সিক্স মক টেস্ট | আমাদের চারপাশের ঘটনা সমূহ প্রশ্ন উত্তর | ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মক টেস্ট
ক্লাস ফাইভ মক টেস্ট | আমাদের চারপাশের ঘটনা সমূহ মক টেস্ট
আজকের মকটেস্ট থেকে যে যে প্রশ্নগুলোর উত্তর তোমরা জানতে পারবে সেগুলি নীচে উল্লেখ করা হল যাতে ছোটো প্রশ্ন হিসাবেও ছাত্ররা পড়তে পারে :
ক্লাস সিক্স বিজ্ঞান মক টেস্ট এ অধ্যায় আমাদের চারপাশের ঘটনা সমূহ থেকে নিম্নলিখিত প্রশ্নের উত্তর জানা যাবে
আমাদের চারপাশের ঘটনা সমূহঃ মক টেস্ট পর্ব - ১
- 1. দুধ থেকে দই প্রস্তুতি ,লোহাকে গরম করা,লোহায় মরচে পড়া্ রান্না করা ইত্যাদি কি ধরনের পরিবরতন?
- 2. একটি উভমুখী পরিবর্তন এর উদাহরণ দাও।
- 3. খাবার খেয়ে হজম করা কি ধরনের পরিবরতন?
- 4. গাছের পাতা হলুদ হয়ে যাওয়া কি ধরনের পরিবরতন?
- 5. একটি উভমুখী পরিবর্তন এর উদাহরণ দাও।
- 6. ঘড়ির কাঁটার ঘূর্ণন কি ধরনের পরিবরতন?
- 7. গাছের পাতা ঝরে পড়া কি ধরনের পরিবরতন?
- 8. কাগজ পুড়ে ছাই হওয়া কি ধরনের পরিবরতন?
- 9. ঘড়ির কাঁটা দুটো একই সরলরেখায় আসে কখন?
- 10. নিঃশ্বাসের বায়ুতে সবচেয়ে বেশি মাত্রায় উপস্থিত থাকে কোন গ্যাস?
- 11. লিপ ইয়ার বা অধিবর্ষ কি ধরনের ঘটনা ?
- 12. সুনামি,আগ্নেয়গিরির অগ্নুৎপাত্, আকাশের ধুমকেতু দেখতে পাওয়া এগুলো কি ধরনের ঘটনা?
- 13. কোনটি আলাদা এবং কেন -ঋতু পরিবর্তন ,জোয়ার ভাটা্ , হঠাৎ বন্যা হওয়া, পূর্ণিমা?
- 14. একটি অনভিপ্রেত ঘটনার উদাহরণ দাও।