পঞ্চম শ্রেণীর নতুন গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 পার্ট 4 এর উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। Class 5 Mathematics new model activity task 2021 এর প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে আমরা এই পর্বে তোমাদেরকে দেখালাম। আশা করি পূর্বের মডেল টাস্কের মত এই new Class 5 Model activity task Mathematics 2021 পছন্দ হবে। তাহলে চল শুরু করা যাকঃ
Class 5 model activity task Mathematics 2021 new
পঞ্চম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 2021
গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021
গণিত (Mathematics)
পঞ্চম শ্রেণি
নিচের প্রশ্নগুলির উত্তর লেখ :
১. বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন (MCQs) :
(ক) ৬-এর স্থানীয় মান ৬ × ১০০ এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো
(a) ৬০৩০ (b) ০৬৩০ (c)০৩৬০ (d) ০৩০৬
উত্তরঃ ৬-এর স্থানীয় মান ৬ × ১০০ এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো (b) ০৬৩০
(খ) নীচের সংখ্যা চারটির ক্ষুদ্রতম সংখ্যাটি হলো
(a) ১৮২৩২৭ (b) ১৮৮০৮৪ (c) ১৮০৭৭৬ (d) ১৮৬০৩০
উত্তরঃ (b) ১৮৮০৮৪
(গ) ১৩৮ × ২৯ = ?
(a) ১৩৮×২+১৩৮×৯
(b) ১৮৩ ×২ +১৮৩×৯
(c) ১৩৮×৯+১৩৮ × ২০
(d) ১৮৩×৯+১৮৩ × ২০
উত্তরঃ (c) ১৩৮×৯+১৩৮ × ২০
(ঘ) নীচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক ৩ সেই সংখ্যা দুটি হলো।
(a) ২১ ও ১০ (b) ১৭ ও ২৪ (c) ১৮ ও ১৪ (d) ১২ ও ১৫
উত্তরঃ (d) ১২ ও ১৫
▣ 2. সত্য মিথ্যো লেখ (T / F )
(ক) দুটি মৌলিক সংখ্যার গ.সা.গু, সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড়ো হবে।
উত্তরঃ মিথ্যা (F) ।
(খ) দশ হাজার এক সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান ১০।
উত্তরঃ মিথ্যা।
(গ) ২২৫ টাকা মূল্যের ২২১টি বই-এর দাম (২২৫ + ২২১) টাকা।
উত্তরঃ মিথ্যা।
(ঘ) সবচেয়ে বড়ো সংখ্যা ১১দিয়ে ৫৫ ও ২২ বিভাজ্য।
উত্তরঃ সত্য ।
আরও পড়ো: | 2020 পঞ্চম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1 । Class 5 Math model activity part 1
আরও পড়ো: | 2020 পঞ্চম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 । Class 5 Math model activity part 2
আরও পড়ো: | 2020 পঞ্চম শ্রেণী জীবন বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 । Class 5 Math model activity part 3
▣ ৩. স্তম্ভ মেলাও ।
ক | খ |
---|---|
(ক) ২৫০২৫০ | (i) |
(খ) ২৫২৫০ | (ii) পঁচিশ হাজার পাঁচ শত কুড়ি |
(গ) ২৫৫২০ | (iii) ২০০০০ + ৫০০০০ + ২০০ +৫০ |
উত্তরঃ (ক) – (iii) , (খ) – (i) , (গ) – (ii)
৪. (ক) তুমি তোমার মায়ের থেকে ২৫ বছরের ছোটো। বর্তমানে তোমার মায়ের বয়স ৩৬ বছর। দুই বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে?
সমাধানঃ
বর্তমানে মায়ের বয়স ৩৬ বছর।
যেহেতু , আমি তোমার মায়ের থেকে ২৫ বছরের ছোটো।
তাই , বর্তমানে আমার বয়স (৩৬-২৫) বছর = ১১ বছর।
২ বছর পর মায়ের বয়স হবে (৩৬+২) বছর = ৩৮ বছর।
২ বছর পর আমার বয়স হবে (১১+২) বছর = ১৩ বছর।
অর্থাৎ, ২ বছর পর আমদের বয়সের সমষ্টি হবে (১৩+৩৮) বছর = ৫১ বছর।
(খ) মৌলিক উৎপাদকের সাহায্যে ল.সা.গু নির্ণয় করো: ৪৫,৭৫
সমাধানঃ
নির্ণেয় ল.সা. গু = ৫×৩×৩×৫ = ১৫×১৫ =২২৫
আশা করি তোমাদের আজকে এই পঞ্চম শ্রেণীর গনিতের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক ( Class 5 new 2021 Mathematics model activity task answer) এর উত্তর পছন্দ হয়েছে।