ষষ্ঠ শ্রেণীর নতুন পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 পার্ট 4 এর উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। Class 6 Geography new model activity task 2021 এর প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে আমরা এই পর্বে তোমাদেরকে দেখালাম। আশা করি পূর্বের মডেল টাস্কের মত এই new Class 6 Model activity task Geography 2021 পছন্দ হবে। তাহলে চল শুরু করা যাকঃ
ক্লাস সিক্স মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও ভূগোল 2021
Model activity task class 6 geography 2021
১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :
১.১ ঠিক জোড়াটি নির্বাচন করো।
ক) গ্রহ -- নিজস্ব আলো আছে
খ) গ্রহাণু -- গ্রহের তুলনায় আয়তনে বড়
গ) উপগ্রহ -- নক্ষত্রের আলোয় আলোকিত
ঘ) উল্কা -- লেজবিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক
উত্তর: গ) উপগ্রহ -- নক্ষত্রের আলোয় আলোকিত।
১.২ নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হলো –
ক) মকরক্রান্তি রেখা
খ) কর্কটক্রান্তি রেখা
খ) মূলমধ্য রেখা
ঘ) কুমেরুবৃত্ত রেখা।
উত্তর: খ) কর্কটক্রান্তি রেখা।
১.৩ নীচের যে রাজ্যটির ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত সেটি হলো-
ক) অরুণাচল প্রদেশ
খ) মহারাষ্ট্র
গ) হিমাচল প্রদেশ
ঘ) পশ্চিমবঙ্গ
উত্তর: ঘ) পশ্চিমবঙ্গ।
২. বাক্যটি সত্য হলে 'ঠিক' এবং অসত্য হলে ‘ভুল’ লেখো :
২.১ গোলাকার পৃথিবী দ্রুত গতিতে আবর্তন করায় এটি মাঝ বরাবর স্ফীত।
উত্তর: ঠিক।
২. ২ ০° ও ১৮০° দ্রাঘিমারেখা প্রকৃতপক্ষে একটিই রেখা ।
উত্তর: ঠিক ।
২.৩ সূর্যের দৈনিক আপাত গতির মূল কারণ পৃথিবীর আবর্তন।
উত্তর: ঠিক।
সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক লেখো।
উত্তর: কোন তারা কতটা উত্তপ্ত রঙ দেখে বোঝা যায় ছোট লাল তারার উষ্ণতা সবথেকে কম ।আকাশে এরকম তারার সংখ্যা সবথেকে বেশি ।মাঝারি হলুদ তারার উষ্ণতা আর একটু বেশী ।বিরাট নীল তারার উষ্ণতা প্রচন্ড বেশি এবং উজ্জ্বল আর প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই সবথেকে বেশি।
আরও পড়: | ষষ্ঠ শ্রেণী গণিত মডেল অ্যাক্টিটভিটি টাস্ক ২০২১ | Class 6 Model Activity task 2021
Class 6 Geography Model activity task 2021
৩.২ পৃথিবীর কাল্পনিক অক্ষ মেরুরেখা ও নিরক্ষরেখার সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে তা এঁকে দেখাও।
৪. হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তিনটি সমান্তরাল পর্বতশ্রেণির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
উত্তর: হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে তিনটি সমান তরাল পর্বতশ্রেণী হলো উত্তর হিমাদ্রি (গড় উচ্চতা 6 হাজার মিটার এর বেশি) , তার দক্ষিনে হিমাচল ( গড় উচ্চতা 3000 মিটার এর বেশি) , ও একেবারে দক্ষিণের শিবালিক ( গড় উচ্চতা 1500 মিটার এর কম)।
<!--FAQPage Code Generated by https:/