পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 এর উত্তর নিয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। Class 5 science model activity task new 2021 এর প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে আমরা এই পর্বে তোমাদেরকে দেখালাম।
পঞ্চম শ্রেণি পরিবেশ নতুন 2021 মডেল অ্যাক্টিভিটি টাস্ক
New model activity task 2021 class 5 Poribesh (Science)
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম (ক) ভার্টিব্রা (খ) টিবিয়া (গ) হিউমেরাস (ঘ) ফিমার।
উত্তর: (গ) হিউমেরাস।
১.২ একটি বুনো প্রাণীর উদাহরণ হলো (ক) গোরু (খ) ছাগল (গ) শিয়াল (ঘ) ভেড়া।
উত্তর:- (গ) শিয়াল।
১.৩ যে প্রাণীটি অমেরুদণ্ডী সেটি হলো (ক) রুইমাছ (খ) কেঁচো (গ) কাক (ঘ) কুকুর।
উত্তর: (খ) কেঁচো।
২. একটি বাক্যে উত্তর দাও :
২.১ কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়?
উত্তর: যক্ষা রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়।
২.২ কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়?
উত্তর:- হৃদপিন্ডের সাহায্যে আমাদের সারা দেহে রক্ত ছড়িয়ে যায়।
২.৩ কোন ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে?
উত্তর: দোআঁশ মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ তোমার চেনা দুরকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও।
উত্তর: আমার চেনা দু'রকমের রাসায়নিক বিক্রিয়া হলো (i) দুধ থেকে ছানা তৈরি হওয়া। (ii) লোহার পেরেকে মরিচা পড়া।
৩.২ বৃষ্টির জল ধরে তুমি কী কী কাজে লাগাতে পারো?
উত্তর: বৃষ্টির জল ধরে সেই জল বাগানে চারা গাছে ব্যবহার করা যাবে। কৃষিক্ষেত্রে ও বৃষ্টির জল ব্যবহার করা যাবে। বৃষ্টির জল ধরে রেখে গৃহের কাজে যেমন ঘর মোছা ,বাথরুমে ব্যবহার, বাসন মাজা, কাপড় কাচা ইত্যাদি গৃহস্থালির কাজে ব্যবহার করা যায়।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ মাটি কীভাবে তৈরি হয়?
উত্তর: ভূমিকম্পে , সূর্যের তাপে, প্রবল বৃষ্টিতে পাথর ফেঁটে গুঁড়ো হয়। অনেক বছর ধরে অনেক কিছুর সঙ্গে তা মিশে মাটি হয়। মস, ফারাও মাটি তৈরিতে সাহায্য করে। এইভাবে মাটি তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে।
আরোও পড়: | পঞ্চম শ্রেণীর পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2020 এর উত্তর পার্ট 3
আরোও পড়: | পঞ্চম শ্রেণীর পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2020 এর উত্তর পার্ট 2
আরোও পড়: | পঞ্চম শ্রেণীর পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2020 এর উত্তর পার্ট 1
আশা করি তোমাদের আজকে এই পঞ্চম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক ( Class 5 new 2021 Science model activity task answer) এর উত্তর পছন্দ হয়েছে।