2nd Summative Evaluation ( সাজেশন - 1)
CLASS - VI পরিবেশ ও বিজ্ঞান
F.M - 25 TIME : 1 HOUR
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ (1×5)
(i) গ্রানাইট হলো একপ্রকার (পাললিক শিলা / আগ্নেয় শিলা / পরিবর্তিত শিলা / জীবাশ্ম জ্বালানি)।
উত্তর: আগ্নেয় শিলা
(ii) প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো (কার্বন ডাই অক্সাইড / মিথেন / অক্সিজেন / অ্যামোনিয়া)।
উত্তর: মিথেন
(iii) কোনটি মৌলিক রাশি নয়? (সময় / ক্ষেত্রফল / উষ্ণতা / দৈর্ঘ্য)।
উত্তর: ক্ষেত্রফল
(iv) প্রদত্ত কোন বলটি স্পর্শ ছাড়া কাজ করে? (অভিকর্ষ / ঘর্ষণ / বৈদ্যুতিক / কোনোটিই নয়)।
উত্তর: অভিকর্ষ
(v) জলের গভীরতা বাড়লে চাপ (বাড়বে / কমবে / একই থাকবে / প্রথমে কমবে পরে বাড়বে)।
উত্তর: বাড়বে
2. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (2×5)
(i) জমাট বাঁধা লাভাকে কি বলে?
উত্তর: জমাট বাঁধা লাভাকে বলা হয় আগ্নেয় শিলা বা ইগনিয়াস শিলা।
(ii) শূন্যস্থান পূরণ করো: SI পদ্ধতিতে বলের একক ____।
উত্তর: নিউটন (N)।
(iii) গতিশীল বস্তু কাকে বলে?
উত্তর: যে বস্তু সময়ের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে তাকে গতিশীল বস্তু বলে।
(iv) তরলের চাপের SI একক কি?
উত্তর: পাস্কাল (Pa)।
(v) শূন্যস্থান পূরণ করো: পর্যায়ক্রমিক খাদ্য খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকে বলা হয় ____।
উত্তর: খাদ্যজাল বা Food chain ।
(vi) ফুসফুসীয় ধমনী ____ রক্ত বহন করে।
উত্তর: অক্সিজেনবিহীন বা অবিশুদ্ধ রক্ত ।
3. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (সবগুলি) (3×3)
(i) জীবাশ্ম বা ফসিল বলতে কী বোঝায়?
উত্তর: জীবাশ্ম বা ফসিল বলতে মৃত প্রাণী ও উদ্ভিদের অবশিষ্টাংশ বা চিহ্নকে বোঝায় যা ভূপ্রাকৃতিক উপায়ে সংরক্ষিত থাকে।
(ii) প্রমাণ মিটার কাকে বলে?
(ii) প্রমাণ মিটার কাকে বলে?
উত্তর: ফ্রান্সের প্যারিস শহরে 0°C তাপমাত্রায় 90 % প্লাটিনাম ও 10% ইরিডিয়াম ধাতুর মিশ্রনে তৈরি একটি দন্ডের দুটি চিহ্নের মাঝের দূরত্বকে এক মিটার বলা হয়।
(iii) জোরে ঝড় হলে টিনের চাল উড়ে যায় কেন?
উত্তর: জোরে ঝড় হলে টিনের চালে উপরে বায়ুর গতিবেগ বেড়ে যায়, ফলে চাপ কমে যায় এবং নীচে থেকে চাপ বেশি থাকায় টিনের চাল উপরে উঠে যায়।
(iv) গতি শক্তি কাকে বলে?
উত্তর: গতিশীল বস্তুর অবস্থান পরিবর্তন করতে যে শক্তি ব্যবহৃত হয় তাকে গতি শক্তি বলে।
(v) লিন্ডেম্যানের ১০% সূত্রটি লেখ। সূত্রানুযায়ী বাকি ৯০% শক্তির কি হয়?
উত্তর: লিন্ডেম্যানের ১০% সূত্র অনুযায়ী, খাদ্য শৃঙ্খলে এক স্তর থেকে অন্য স্তরে মাত্র ১০% শক্তি স্থানান্তরিত হয়। বাকি ৯০% শক্তি বর্জ্য, শ্বসন এবং অন্যান্য কাজে ব্যয় হয়।
4. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (সবগুলি)
(i) পেট্রোলিয়াম কি? এর দুটি ব্যবহার লেখ।
উত্তর: পেট্রোলিয়াম হলো এক ধরনের খনিজ তেল যা ভূতত্ত্ব থেকে উত্তোলন করা হয়। এর দুটি ব্যবহার হলো:
1. জ্বালানি হিসেবে গাড়িতে ব্যবহার।
2. প্লাস্টিক তৈরির কাঁচামাল হিসেবে।
3. পেট্রোলিয়াম থেকে উপজাত পদার্থ হিসেবে বিভিন্ন জ্বালানি যেমন: পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদি জ্বালানি তেল ও প্রোপেন, বিউটেন ইত্যাদি জ্বালানি গ্যাস পাওয়া যায়।
(ii) ভর ও ওজনের মধ্যে তিনটি পার্থক্য লেখ।
ভর | ওজন |
---|---|
কোনো বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ। | মাধ্যাকর্ষণ শক্তির কারণে বস্তুতে যে বল প্রয়োগ হয়। |
একক: কিলোগ্রাম (kg) | একক: নিউটন (N) |
স্থান পরিবর্তনে ভর পরিবর্তিত হয় না। | ওজন ভিন্ন গ্রহে ভিন্ন হতে পারে। |
(iii) নদীতে বাঁধের তলদেশ চওড়া হয় কেন?
উত্তর: আমরা জানি তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে। নদীতে বাঁধের তলদেশ চওড়া হয় কারণ তলদেশে জলের চাপ বেশি হয়, তাই বাঁধের স্থিতিশীলতা বজায় রাখতে তলদেশে চওড়া করতে হয়।
1. নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। ( 5 টি)
a) লোহার একটি আকরিক হল- (a) হেমাটাইট (b) বক্সাইট (c) জিংকাইট
উওরঃ হেমাটাইট।
b) তরল সোনা হল- (a) হিরে (b) পেট্রোলিয়াম (c) তামা (d) কয়লা
উত্তর: পেট্রোলিয়াম।
c) আগ্নেয় শিলা হল - (a) গ্রানাইট (b) মার্বেল (c) নিস্ (d) বেলেপাথর
উত্তর: গ্রানাইট।
d) জীবাশ্ম জ্বালানি নয় - (a) গোবর গ্যাস (b) কয়লা (c) পেট্রোলিয়াম (d) CNG
উত্তর: গোবর গ্যাস।
e) একটি লব্ধ রাশির উদাহরণ - (a) ভর (b) ক্ষেত্রফল (c) সময় (d) উষ্ণতা
f) একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলই হল - (a) দৈর্ঘ্য (b) চাপ (c) ভর
2. নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্ন গুলির উত্তর দাও ( যেকোনো 5 টি)
a) SI তে দৈর্ঘ্যের একক কী?
উত্তর: মিটার (m)
b) অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিক কী?
উত্তর: বক্সাইট।
c) মানুষের স্বাভাবিক হৃৎস্পন্দন মিনিটে কত?
উত্তর: 72 থেকে 80 বার ।
d) চাপ পরিমাপের একটি বড় একক কী?
উত্তর: কিলো পাস্কাল।
e) বল ও সকেট সন্ধি কোথায় দেখা যায়?
উত্তর: কাঁধে ও কোমরে।
f) রেল লাইনের কালো পাথর গুলো কীসের টুকরো?
উত্তর: ব্যাসাল্ট শিলার টুকরো।
3. নিম্ন লিখিত প্রশ্ন গুলির উত্তর দাও। ( যেকোনো 4 টি)
a) খাদ্যশৃঙ্খল কাকে বলে?
উত্তর: পর্যায়ক্রমিক খাদ্যখাদক সম্পর্ককেই খাদ্যশৃংখল বা ফুড চেইন বলে।
b) বানৌলির নীতিটি লেখো।
উত্তর: কোন তরল বা গ্যাসীয় পদার্থের যে অংশে বেগ বেশি থাকে সেই অংশে ওই তরল বা গ্যাসের চাপ কম হয় ।
c) পরিবর্তিত শিলা কাকে বলে?
উত্তর: ভূপৃষ্ঠের তাপ, চাপ কিংবা রাসায়নিক প্রক্রিয়ায় যখন আগ্নেয় কিংবা পাললিক শিলা পরিবর্তিত হয়ে নতুন শিলা তৈরি করে তখন তাকে পরিবর্তিত বা রূপান্তরিত শিলা বলে। যেমন মার্বেল পাথর।
d) লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্র লেখো?
উত্তর: প্রতিটি ট্রাফিক লেভেলে গৃহীত শক্তির ১০ শতাংশ পরবর্তী পুষ্টি স্তরে সঞ্চারিত হয়।
e) আকরিক কাকে বলে?
উত্তর: যেসব খনিজ থেকে খুব কম খরচে ও সহজে ধাতুকে নিষ্কাশন করা যায় তাকেই ধাতুর আকরিক বলে। যেমন লোহার আকরিক হেমাটাই।
3. নিম্ন লিখিত প্রশ্ন গুলির উত্তর দাও। ( যেকোনো 2 টি)
a) পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল কাকে বলে?
উত্তর: খাদ্য শৃঙ্খলে জীববর্গের স্তরকেই পুষ্টিস্তর বা ট্রাফিক লেভেল বলে। প্রথম পুষ্টিস্তরের অন্তর্গত হলো উদ্ভিদ, দ্বিতীয় পুষ্টিস্তরের অন্তর্গত হলো তৃণভোজী প্রাণী।
b) রক্তের তিন ধরনের কণিকার একটি করে কাজ উল্লেখ করো।
উত্তর: লোহিত রক্তকণিকা: খাদ্য কণা ও অক্সিজেন বহন করে বিভিন্ন কোষে কোষে পৌঁছে দেয়।
শ্বেত রক্তকণিকা: জীবাণুর বিরুদ্ধে লড়াই করে।
অনুচক্রিকা: কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
c) বল এর সংজ্ঞা দাও? CGS ও SI পদ্ধতিতে বলের একক কি লেখ ।
উত্তর: বাইরে থেকে যা প্রয়োগ করে বস্তুর অবস্থানের পরিবর্তন করা হয় বা আকার আকৃতির পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয়, তাকেই বল বলে।
◽ CGS পদ্ধতিতে বলের একক ডাইন। SI পদ্ধতিতে বলের একক নিউটন।
d) মানব হৃৎপিন্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো।
-------
১. নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
a) হেমাটাইট হল ___ ধাতুর আকরিক।
উত্তর: হেমাটাইট
b) SI পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক লেখো।
উত্তর: অ্যাম্পিয়ার (A)।
c) একটি কাজের উদাহরণ দাও যেখানে ঠেলা বলে প্রয়োজন হয়।
উত্তর: ড্রয়ার বন্ধ করা।
d) SI পদ্ধতিতে বলের একক লেখো।
উত্তর: নিউটন।
e) সমস্ত শক্তির মূল উৎস কি?
উত্তর: সূর্য।
f) চাপ কাকে বলে?
উত্তর: একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই চাপ বলেন।
g) অস্থিগুলো একে অন্যের সঙ্গে অস্থি সন্ধিতে ____ নামের সুতোর মতো জিনিস দিয়ে বাধা থাকে।
উত্তর: লিগামেন্ট ।
h) হৃৎপিন্ডের পেশীকে বলা হয় ___।
উত্তর: হৃৎপেশি।
i) একটি পাললিক শিলার উদাহরণ দাও।
উত্তর: বেলেপাথর।
২. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। (মান 2)
a) দুটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও।
উত্তর: দুটি জীবাশ্ম জ্বালানি হল পেট্রোলিয়াম ও কয়লা।
b) মৌলিক রাশি কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যেসব রাশি অন্য রাশির উপর নির্ভর করে না তাদের মৌলিক রাশি বলে। যেমন - দৈর্ঘ্য, ভর, সময়
c) বিভিন্ন প্রকার শক্তির নাম লেখ।
উত্তর: তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি, পারমাণবিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, সৌরশক্তি ইত্যাদি।
d) বার্নোলির নীতিটি লেখ।
উত্তর: পদার্থের যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি, সেই স্থানে ওই তরল বা গ্যাসের চাপ কম হয়।
e) দুটি অস্থি সন্ধির নাম লেখ।
উত্তর: বল ও সকেট সন্ধি - কাঁধ ও কোমরে থাকে।
স্যাডল সন্ধি - হাতের বুড়ো আঙ্গুলে থাকে।
৩. নিচের প্রশ্নগুলির উত্তর দাও (মান 3)
a) তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি, রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি এবং গতিশক্তি থেকে স্থিতিশক্তি তে পরিবর্তনের একটি উদাহরণ দাও।
উত্তর:
- তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি : ইলেকট্রিক ইস্ত্রি
- রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি : বৈদ্যুতিক ব্যাটারি।
- গতিশক্তি থেকে স্থিতিশক্তি : উপরে কোন কিছু ছুঁড়ে দিলে।
b) উৎপাদক কাকে বলে? লিণ্ডেম্যানের ১০ শতাংশের সূত্রটি লেখো।
উত্তর: যেসব জীব নিজের খাবার নিজেই তৈরি করতে পারে তাদের উৎপাদক বলে। বিভিন্ন সবুজ গাছপালা ও উদ্ভিদ, ঘাস উৎপাদকের পর্যায়ে পড়ে। এদের দেহে ক্লোরোফিল থাকে।
লিণ্ডেম্যানের ১০ শতাংশ সূত্র : প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির দশ শতাংশ ওই ট্রফিক লেভেলের জিবেদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরের জিবেরা গ্রহণ করতে পারে।
c) জীবাশ্ম জ্বালানির ব্যবহার গুলি লেখ।
উত্তর: জীবাশ্ম জ্বালানির ব্যবহার:
পেট্রোলিয়াম: পেট্রোলিয়াম থেকে বিভিন্ন জ্বালানি যেমন পেট্রোল ডিজেল কেরোসিন ও প্রোপেন, বিউটেন ইত্যাদি জ্বালানি গ্যাস পাওয়া যায়। পেট্রোলিয়াম শোধনের সময় বিভিন্ন উপজাত দ্রব্য পাওয়া যায় ।
কয়লা: কয়লা রান্নার কাজে, ঘর গরম রাখতে, ইস্ত্রী তে, বিদ্যুৎ তৈরি করতে ব্যবহার করা হয়।
প্রাকৃতিক গ্যাস: প্রাকৃতিক গ্যাস যানবাহন চালাতে ও রান্নার কাজে ব্যবহার করা হয়। CNG হল তরল প্রাকৃতিক গ্যাস।
d) রক্তের কাজ গুলি লেখ।
উত্তর: রক্ত হল একপ্রকার তরল যোগ কলা। রক্ত দেহের বিভিন্ন অঙ্গ তথা কোষের মধ্যে যোগাযোগ রক্ষা করে। বিভিন্ন রাসায়নিক পদার্থ বয়ে নিয়ে যায়।
লোহিত রক্ত কণিকা: বসে বসে অক্সিজেন ও খাদ্যদ্রব্য পৌঁছে দেয়।
শ্বেত রক্তকণিকা : দেহে জীবাণু প্রবেশ করলে তার বিরুদ্ধে লড়াই করে।
অনুচক্রিকা : কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
________
একটি পাললিক শিলা হলো গ্রানাইট চুনা পাথর মার্বেল পাথর স্লেট
বক্সাইট থেকে পাওয়া যায় লোহা তামা অ্যালুমিনিয়াম সোনা
SI পদ্ধতিতে উষ্ণতার একক কেলভিন সেন্টিগ্রেড ফারেনহাইট জূল
কোন যন্ত্রের তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় ফ্যান টিউবলাইট ইলেকট্রিক ইস্ত্রি টর্চ লাইট।
কোনটি প্রথম সারির খাদক ব
ব্যাঙ সাপ হরিণ বাঘ
একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কতগুলি হাড় থাকে ১০৬ টি ৬০১টি ২০৬ টি ৬০২ টি
পৃথিবীতে সকল শক্তির উৎস কি
লাভা কাকে বলে
একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখ
কত ইঞ্চিতে ১ ফুট হয়
লোহিত রক্ত কণিকার প্রধান কাজ কি
শিরা কাকে বলে
এমন একটি প্রাণীর নাম লেখ যার দেহে হাড় বা অস্থি নেই
শূন্যস্থান পূরণ কর
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন
দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল
অক্সানোমিটার দিয়ে উদ্ভিদ এর বৃদ্ধি পরিমাপ করা হয়
যে পদ্ধতিতে বাইরের বাতাস ফুসফুসে প্রবেশ করে তাকে প্রশ্বাস বলে
পাশাপাশি দুটি অস্থি লিগামেন্ট দ্বারা পরস্পর যুক্ত থাকে
ব্রোঞ্জ হল একটি মিশ্র ধাতু
৪. যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও 3×2
জীবাশ্ম বলতে কী বোঝো?
একটি ইটের আয়তন মাপতে হলে তুমি কি করবে?
খাদ্যশৃংখল বলতে কী বোঝো?
শ্বেত রক্ত কণিকার কাজ কি?
যেকোনো একটি বিষয়ে সংক্ষিপ্ত টীকা লেখ
হৃদপিণ্ড
আগ্নেয় শিলা
যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও
শক্তি কাকে বলে? নবীকরণ যোগ্য শক্তির উৎস বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও
পরিবর্তিত শিলা বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও