আজকের এই পর্বে আমরা ক্লাস সিক্স এর পরিবেশ ও বিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্ট এর প্রশ্ন উত্তর ( প্রশ্ন বিচিত্রা ) নিয়ে আলোচনা করব । প্রতিনিয়ত এখানেই আরও প্রশ্ন উত্তর যুক্ত হতে থাকবে।
Class VI 3rd Unit Test Poribesh O bigyan Question Answer
1. (i) প্রদত্ত কোন্ গ্যাসটি নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে? (a) হাইড্রোজেন, (b) অক্সিজেন, (c) নাইট্রোজেন। [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : অক্সিজেন
1. (ii) একটি লব্ধ রাশি হল (a) দৈর্ঘ্য, (b) ভর, (c) ঘনত্ব। [অধ্যায়ঃ 5. মাপজোক বা পরিমাপ]
উত্তর : ঘনত্ব
1. (iii) প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়? (a) নিকেল, (b) সোনা, (c) কোবাল্ট। [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : সোনা
1. (iv) প্রদত্ত কোনটি দ্বিতীয় শ্রেণির লিভার নয়? (a) কাঁচি, (b) জাঁতি, (c) বোতল খোলার যন্ত্র। [অধ্যায়ঃ 9. সাধারণ যন্ত্র]
উত্তর : কাঁচি
1. (v) প্রদত্ত কোন্ উদ্ভিদে মূল, কাণ্ড ও পাতা থাকে না? (a) আম, (b) বট, (c) শ্যাওলা। [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : শ্যাওলা
1. (vi) ঢেঁকিশাক এক প্রকার (a) শ্যাওলা, (b) মস, (c) ফার্ন জাতীয় উদ্ভিদ। [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : ফার্ন জাতীয় উদ্ভিদ
1. (vii) প্রদত্ত কোন্ প্রাণী সরাসরি বাচ্চা প্রসব করে? (a) কেউটে, (b) কালাচ, (c) চন্দ্রবোড়া। [অধ্যায়ঃ 11. কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ]
উত্তর : চন্দ্রবোড়া
1. viii) তিমির চামড়ার নীচে অবস্থিত পুরু চর্বির স্তর হল (a) ফ্লিপার, (b) ব্রোহোল, (c) ব্লাবার। [অধ্যায়ঃ 11. কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ]
উত্তর : ব্লাবার
1. (ix) চাষের জমি থেকে পাওয়া বর্জ্য হল (a) প্লাস্টিক, (b) তুলো, (c) ডিডিটি। [অধ্যায়ঃ 12. বর্জ্য পদার্থ]
উত্তর : ডিডিটি
1. (x) শামুক, ঝিনুক প্রভৃতি প্রাণীর চলাফেরার জন্য থাকে- (a) মাংসল পদ, (b) ফ্ল্যাজেলা, (c) সিলিয়া। [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : মাংসল পদ
2. (i) হীরে অধাতু হলেও তাপের __। [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : সুপরিবাহী
2. (ii) ফিলটার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় ___। [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : পরিস্রুত
2. (iii) মেরুদন্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভূণ অবস্থায় থাকে __ নামের একটি দণ্ড। [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : নোটোকর্ড
2. (iv) আলোর তীব্রতার একক হল __ । [অধ্যায়ঃ 5. মাপজোক বা পরিমাপ]
উত্তর : ক্যান্ডেলা
2. (v) খাদ্য পিরামিডের এক একটি ধাপ হল এক একটি __ । [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল
2. (vi) একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হল ___ । [অধ্যায়ঃ 12. বর্জ্য পদার্থ]
উত্তর : ফলের খোসা
3. (i) ভূমি ও নততলের মাঝের কোণ যত ছোটো হবে নততলের সুবিধা তত বেশি হবে। [অধ্যায়ঃ 9. সাধারণ যন্ত্র]
উত্তর : সত্য।
3. (ii) সোডিয়ামের চিহ্ন হল K [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : মিথ্যা । সোডিয়াম এর চিহ্ন Na
3. (iii) π এর মান হল 3.14 [অধ্যায়ঃ 5. মাপজোক বা পরিমাপ]
উত্তর : সত্য।
3. (iv) তিমির চোখের রেটিনায় ট্যাপেটাম লুসিডাম নামক একটি বস্তু থাকে। [অধ্যায়ঃ 11. কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ]
উত্তর : মিথ্যা। বাঘের চোখের রেটিনায় টাপেটাম লুসিডাম থাকে।
3. (v) একবীজপত্রী গাছের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : সত্য
3. (vi) সী-হর্স একধরনের মাছ। [অধ্যায়ঃ 11. কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ]
উত্তর : সত্য
4. (i) ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত লেখো। [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : PCl5
4. (ii) একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও। [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : কাসা, পিতল, গয়নার সোনা
4. (iii) যান্ত্রিক শক্তি তাপশক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : হাতের তালুতে তালুতে ঘর্ষণে তাপ উৎপন্ন হয়।
4. (iv) শক্তির নিত্যতা সূত্রটি লেখো। [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তিকে কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ ধ্রুবক।
4. (v) তরলের আয়তন মাপা হয় কোন্ যন্ত্রের সাহায্যে? [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : তরলের আয়তন মাপা হয় মাপনী চোঙ এর সাহায্যে।
4. (vi) উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন্ যন্ত্রের সাহায্যে? [অধ্যায়ঃ 5. মাপজোক বা পরিমাপ]
উত্তর : আর্ক অক্সানোমিটার
4. (vii) আর্থ্রোপোডা পর্বের একটি বৈশিষ্ট্য লেখো। [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : এদের দেহ বিভিন্ন খণ্ড বা অংশে বিভক্ত, যেমন মাথা, বক্ষ, এবং উদর।
আর্থ্রোপ্রোডা পর্বের মধ্যে কীটপতঙ্গ, মাকড়সা, কাঁকড়া ইত্যাদি প্রাণী অন্তর্ভুক্ত।
4. ( viii) ছোলা বীজে বীজপত্রের সংখ্যা কত? [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : 2 টি
4. (ix) একটি জটিল যন্ত্রের নাম লেখো। [অধ্যায়ঃ 9. সাধারণ যন্ত্র]
উত্তর : সেলাই মেশিন , ট্রাক্টর
4. (x) হাতির একটি মজার অঙ্গের নাম লেখো। [অধ্যায়ঃ 11. কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ]
উত্তর : হাতির শুড় বা Trunk
5. (i) তোমার হাত কোন্ শ্রেণির লিভার? এর আলম্ব কোথায় আছে? [অধ্যায়ঃ 9. সাধারণ যন্ত্র]
উত্তর : আমার হাত তৃতীয় শ্রেণীর লিভার।
এর আলম্ব থাকে কনুই এর কাছে।
5. (ii) জঁ আঁরি ফ্যাবা ও কার্ল ফন ফ্রিশ যে যে প্রাণীদের নিয়ে কাজ করেছেন তাদের নাম লেখো। [অধ্যায়ঃ 11. কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ]
উত্তর : (ii) জঁ আঁরি ফ্যাবা : শুয়োপোকা
কার্ল ফন ফ্রিশ : মৌমাছি
5. (iii) H₂O-এর সংকেত থেকে কী কী জানা যায়? [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : এটি জলের অনুর সংকেত। জলের একটি অণু দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত। হাইড্রোজেনের যোজ্যতা 1 এবং অক্সিজেনের যোজ্যতা 2।
5. (iv) আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয়? [অধ্যায়ঃ 5. মাপজোক বা পরিমাপ]
উত্তর : ফ্রান্সের প্যারি শহরে ইন্টারন্যাশনাল বিওরো অফ ওয়েস্ট এন্ড মেজর'স নামক সংস্থা 0°C তাপমাত্রায় রাখা প্লাটিনাম (90%) ও ইরিডিয়াম (10%) এর সংকর ধাতুর তৈরি দন্ডের দুই প্রান্তের দুটি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বলে।
5. (v) খাদ্যশৃঙ্খলটি পূরণ করো :
সবুজ উদ্ভিদ → _________ → ব্যাং → ময়ূর। [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : ঘাসফড়িং
5. (vi) ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় একটি উদাহরণ দিয়ে বোঝাও। [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : রাস্তায় চলাচলের ফলে গাড়ির টায়ার ক্ষয়ে যায়।
5. ( vii) প্রদত্ত প্রাণীগুলির মধ্যে থেকে মেরুদন্ডী ও অমেরুদণ্ডী প্রাণীগুলিকে পৃথক করে লেখো: ব্যাং, তারামাছ, চিংড়ি, পক্ষা। [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : মেরুদন্ডী : ব্যাঙ ও পক্ষী
অমেরুদন্ডী : তারামাছ, চিংড়ি
5. (viii) প্রদত্ত উদ্ভিদগুলির মধ্যে থেকে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদগুলিকে পৃথক করে লেখো: ধান, কুমড়ো, ভুট্টা, চিনেবাদাম। [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : একবীজপত্রী: ধান, ভুট্টা
দ্বিবীজপত্রী: কুমড়ো, চিনেবাদাম
5. (ix) তুমি কীভাবে তোমার চারপাশের যে-কোনো একটি বর্জ্য পদার্থকে আবার কাজে লাগাতে পারো লেখো। [অধ্যায়ঃ 12. বর্জ্য পদার্থ]
উত্তর : আমি বর্জ্য পদার্থ হিসেবে কিছু সবজির খোসা নিলাম। এগুলোকে আমি পশুর খাবার হিসেবে ব্যবহার করতে পারব। আবার এগুলোকে পৌঁছে আমি জৈব সার তৈরি করতে পারব।
5. (ix) তুমি কীভাবে তোমার চারপাশের যে-কোনো একটি বর্জ্য পদার্থকে আবার কাজে লাগাতে পারো লেখো। [অধ্যায়ঃ 12. বর্জ্য পদার্থ]
উত্তর : আমি বর্জ্য পদার্থ হিসেবে একটি পুরাতন বস্তা নিলাম। বস্তাটি কে কেটে তার মধ্যে মাটি ভরে আমি গাছ লাগাতে পারব।
5. (x) মশার জীবনচক্রের দশাগুলির নাম লেখো। [অধ্যায়ঃ 11. কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ]
উত্তর : মশার জীবন চক্রের চারটি দশা। দশাগুলি যথাক্রমে : ডিম → লার্ভা ( শুককিট) → পিউপা ( মুককিট ) → পূর্ণাঙ্গ মশা
5. (xi) পাথুরে চুন কী কী মৌলের পরমাণু দিয়ে তৈরি? [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : পাথরে চুন ক্যালসিয়াম ও অক্সিজেন মৌলের পরমাণু দিয়ে তৈরি।
6. (i) জলসমেত বালতিকে উপরে তুললে তার মধ্যে কী জাতীয় শক্তির জোগান হয়? ঝড়ে বাড়ির ছাউনি উড়িয়ে নিয়ে যায় কেন? [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : জল সমেত বালতিকে উপরে তুললে তার মধ্যে স্থিতিশক্তির যোগান হয়।
ঝড়ের সময় চালের উপর দিয়ে বায়ুর বেগ বেশি থাকে কিন্তু চালের নিচে ঘরের মধ্যে বায়ুর বেগ কম থাকে। বার্নোলির নীতি অনুযায়ী প্রবাহীর যেখানে বেগ বেশি থাকে সেখানে চাপ কম হয়। তাই ছাউনির উপরে বায়ুর চাপ কম থাকায় ছাউনি উড়ে যায়।
6. (ii) উইদের খাবার কী? এরা এই খাবার কীভাবে হজম করে? [অধ্যায়ঃ 11. কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ]
উত্তর : উইদের খাবার হলো কাঠে থাকা সেলুলোজ।
উইপোকাদের পেটে একপ্রকারের জীবাণু থাকে যা কার্ড এর সেলুলোজ হজম করতে সাহায্য করে।
6. (iii) বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে 4R পদ্ধতিটি কী? স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া একটি বর্জ্যের নাম লেখো। [অধ্যায়ঃ 12. বর্জ্য পদার্থ]
উত্তর : 4R পদ্ধতি হলো বর্জ্য ব্যবস্থাপনার একটি পরিবেশবান্ধব উপায়ে। 4R এর অর্থ যথাক্রমে : Reduce বা কমিয়ে আনা, Refus বা প্রত্যাখ্যান করা, Reuse বা আবার কাজে লাগানো, Recycle বা পুনর্ব্যবহার ।
6. (iv) ধাতু ও অধাতুর মধ্যে তিনটি পার্থক্য লেখো। [অধ্যায়ঃ 4. শিলা ও খনিজ পদার্থ]
ধাতু | অধাতু |
---|---|
ধাতুর চকচকে হয়। | ১. অধাতু চকচকে হয় না। (ব্যতিক্রম : হীরে) |
ধাতু তড়িৎ এর সুপরিবাহী। | ২. অধাতু তড়িৎ এর কুপরিবাহী। (ব্যতিক্রম : গ্রাফাইট) |
ধাতু তাপের সুপরিবাহী। | ৩. অধাতু তাপের কুপরিবাহী। (ব্যতিক্রম: হীরক, গ্রাফাইট) |
ধাতুকে পিটিয়ে চ্যাপ্টা পাতে পরিণত করা যায়। | ৪. অধাতুকে পিটিয়ে চ্যাপ্টা পাতে পরিণত করা যায় না। |
উদাহরণ: লোহা, তামা, অ্যালুমিনিয়াম। | ৫. উদাহরণ: অক্সিজেন, কার্বন। |
6. (v) একটি প্রথম শ্রেণির লিভার-এর চিত্র অঙ্কন করে বল, বাধা ও আলম্ব বিন্দু চিহ্নিত করো। [অধ্যায়ঃ 9. সাধারণ যন্ত্র]
উত্তর : প্রথম শ্রেণীর লিভারের মাঝখানে আরম্ভ থাকে। যেমন : কাঁচি, ঢেঁকি,
6. (vi) অপুষ্পক উদ্ভিদের ভাগগুলি লেখো। [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : অপুষ্পক উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা হয়। যথা: সমাঙ্গদেহি (হ্যালোফাইটা) , টেরিডোফাইটা (ফার্ন জাতীয়) , ব্রায়োফাইটা (মসজাতীয়)
6. (vii) ওজন কাকে বলে? SI-তে ওজনের একক কী? ওজন পরিমাপ করা হয় কোন্ যন্ত্রের সাহায্যে? [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : প্রতিটা বস্তুকে পৃথিবীতে নিজের কেন্দ্রের টিকেট আনে। এই চাঁদকেই বস্তুর ওজন বলে।
◾SI পদ্ধতিতে ওজনের একক নিউটন।◾ওজন পরিমাপক করা হয় স্প্রিং তুলা নামক যন্ত্রের সাহায্যে।
1. (i) মানুষের হাতের অগ্রভাগ কোন্ শ্রেণির লিভার? (a) প্রথম শ্রেণি, (b) দ্বিতীয় শ্রেণি, (c) তৃতীয় শ্রেণি, (d) কোনোটিই নয়। [অধ্যায়ঃ 9. সাধারণ যন্ত্র]
উত্তর : মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার।
এর আলম্ব থাকে কনুই এর কাছে।
1. (ii) স্কু-এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে, তা হল (a) লিভার, (b) নততল, (c) পুলি, (d) চক্র ও অক্ষদণ্ড। [অধ্যায়ঃ 9. সাধারণ যন্ত্র]
উত্তর : নততল
1. (iii) প্রাথমিক বা মৌলিক রাশি হল (a) ক্ষেত্রফল, (b) সময়, (c) আয়তন, (d) বেগ। [অধ্যায়ঃ 5. মাপজোক বা পরিমাপ]
উত্তর : সময়
1. (iv) SI-তে আলোর তীব্রতার একক (১) ক্যান্ডেলা, (b) অ্যাম্পিয়ার, (c) মোল, (d) কেলভিন। [অধ্যায়ঃ 5. মাপজোক বা পরিমাপ]
উত্তর : ক্যান্ডেলা
1. (v) স্পর্শহীন বল হল- (a) চাপ, (b) আয়তন, (c) টান, (d) ওজন। [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : ওজন
1. (vi) একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হল (a) সৌরশক্তি, (b) কয়লা, (c) পেট্রোলিয়াম, (d) প্রাকৃতিক গ্যাস। [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : সৌরশক্তি
1. (vii) Ca যে মৌলের চিহ্ন, সেটি হল (a) কোবাল্ট, (b) ক্যালশিয়াম, (c) ক্লোরিন, (d) ক্রোমিয়াম। [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : ক্যালসিয়াম
1. (viii) হাইড্রোজেন সালফাইডের সংকেত হল (a) H₂S, (b) HI, (c) CH4 (d) PH3 [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : H2S
1. (ix) সকল শক্তি শেষ পর্যন্ত যে শক্তিতে রূপান্তরিত হয় তা হল (a) স্থিতিশক্তি, (b) গতিশক্তি, (c) তাপশক্তি, (d) আলোকশক্তি। [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : তাপশক্তি
1. (x) নততল যত হেলানো হয়, তার যান্ত্রিক সুবিধা- (a) তত বাড়ে, (b) তত কমে, (c) বাড়তেও পারে আবার কমতেও পারে, (d) অপরিবর্তিত থাকে। [অধ্যায়ঃ 9. সাধারণ যন্ত্র]
উত্তর : তত বাড়ে
1. (xi) আগুন জ্বলতে সাহায্য করে (a) O₂ (b) CO₂ (c) N₂ (d) H₂ [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : O2
1. (xii) চিনির অণুতে যে মৌলটি থাকে না, তা হল : (a) কার্বন (৮) নাইট্রোজেন (c) হাইড্রোজেন (d) অক্সিজেন। [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : নাইট্রোজেন
1. (xiii) কার্বন ডাইঅক্সাইড ও জলের মিশ্রণে তৈরি হয় (a) গ্যাস (b) বারুদ (c) সোডা ওয়াটার (d) জল। [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : সোডা ওয়াটার
2. (i) কুয়ো থেকে জল তোলার সময় কোন্ যন্ত্র ব্যবহৃত হয়? [অধ্যায়ঃ 9. সাধারণ যন্ত্র]
উত্তর : কপিকল বা পুলি
2. (ii) উষ্ণতা মাপার যন্ত্রের নাম কী? [অধ্যায়ঃ 5. মাপজোক বা পরিমাপ]
উত্তর : থার্মোমিটার
2. (iii) শূন্যস্থান পূরণ করো: ঘর্ষণের ফলে ______ উৎপন্ন হয়। [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : তাপ শক্তি
2. (iv) যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তার নাম কী? [অধ্যায়ঃ 9. সাধারণ যন্ত্র]
উত্তর : আলম্ব
2. (v) উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কী? [অধ্যায়ঃ 5. মাপজোক বা পরিমাপ]
উত্তর : আর্ক অক্সানোমিটার
2. (vi) প্রমাণ মিটার মাপার সময় কত উষ্ণতা রাখা হয়? [অধ্যায়ঃ 5. মাপজোক বা পরিমাপ]
উত্তর : 0° সেলসিয়াস
2. (vii) জলের তড়িবিশ্লেষণে ক্যাথোডে কী উৎপন্ন হয়? [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : হাইড্রোজেন
2. (viii) শূন্যস্থান পূরণ করো: যান্ত্রিক সুবিধা 1 অপেক্ষা কম ______ শ্রেণির লিভারের । [অধ্যায়ঃ 9. সাধারণ যন্ত্র]
উত্তর : তৃতীয়
2. (ix) টেনে স্প্রিং-এর দৈর্ঘ্য বাড়ালে কোন্ শক্তি সঞ্চিত হয়? [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : স্থিতিশক্তি বা Potential energy
2. (x) PCl5 যৌগে ক্লোরিন পরমাণুর সংখ্যা কত? [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : 5 টি
2. (i) SI-তে প্রবাহমাত্রার একক লেখো। এটি মূল একক না লব্ধ একক? [অধ্যায়ঃ 5. মাপজোক বা পরিমাপ]
উত্তর : অ্যাম্পিয়ার।
◽ এটি একটি মূল একক।
3. (ii) শক্তির নিত্যতা সূত্রটি লেখো। [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তিকে কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ ধ্রুবক।
3. (iii) নিকেল ও কপার গুঁড়োর মিশ্রণ থেকে নিকেলকে কীভাবে আলাদা করা হয়? [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : নিকেল হলো চৌম্বক পদার্থ। তাই নিকেল ও কপার গুলোর মিশ্রণে চুম্বক ঠেকালে নিকেলের কুঁড়ো চুম্বুকের গায়ে লেগে যাবে। কপার চৌম্বক পদার্থ না হওয়ায় তা পড়ে থাকবে। এইভাবে নিকেল ও কপার গুড়োর মিশ্রণ থেকে নিকেল কে আলাদা করা যাবে।
3. (iv) ম্যাগনেশিয়াম ফিতা বাতাসে পোড়ালে কী উৎপন্ন হয়? [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : ম্যাগনেসিয়াম ফিতা বাতাসে পোড়ালে ম্যাগনেসিয়াম অক্সাইড (MgO) ও তাপ উৎপন্ন হবে।
3. (v) যে-কোনো দুটি ধাতুর নাম ও চিহ্ন লেখো। [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : দুটি ধাতু হল : লোহা - Fe এবং তামা - Cu
3. (vi) অবশেষ ও পরিশ্রুত কাকে বলে? [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : পরিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে যে পরিষ্কার তরল পাওয়া যায় তাকে পরিশ্রুত বলে।
পরিস্রবণ প্রক্রিয়ার পর ফিল্টার কাগজে যে কঠিন পদার্থ পড়ে থাকে তাকে অবশেষ বলে।
4. (i) অণু ও পরমাণুর মধ্যে তিনটি পার্থক্য লেখো। [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : অনু পরমাণুর পার্থক্য :
4. (ii) খাদ্য পিরামিড কী? খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কী বলে? লিন্ডেম্যানের দশ শতাংশের সূত্রটি লেখো। [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : খাদ্যশৃংখলের জীবদের আলাদা আলাদা ধাপে সাজালে যে পিরামিড তৈরি হয় তাকেই খাদ্য পিরামিড বলে।
খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল বলে।
প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির প্রায় ১০ শতাংশ ওই পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী ট্রফিক লেভেল এর জিবেরা গ্রহণ করতে পারে।
4. (iii) একটি দ্বিতীয় শ্রেণির লিভারের বল, বাধা ও আলম্ব চিহ্নিত করে পরিষ্কার চিত্র অঙ্কন করো। [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : একটি দ্বিতীয় শ্রেণীর লিভার হল সুপারি কাটার জাতি।
4. (v) নীচের ঘটনাগুলিতে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয় লেখো।- (a) মোমবাতি জ্বালানো, (b) মাইক্রোফোন ব্যবহার, (c) একটি বস্তু উপর থেকে ফেলে দেওয়া হলে। [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : (a) মোমবাতি জ্বালানো : রাসায়নিক শক্তি থেকে তাপ ও আলোক শক্তি
(b) মাইক্রোফোন ব্যবহার
(c) একটি বস্তু উপর থেকে ফেলে দেওয়া হলে: স্থিতিশক্তি থেকে গতি শক্তি।
4. (v) 0, 20, 0₂ বলতে কী বোঝায়? [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : O হল অক্সিজেন পরমাণুর চিহ্ন। O দ্বারা অক্সিজেনের একটি পরমাণু বোঝায়। 2O বলতে অক্সিজেনের দুটি পরমাণু বোঝায়। 0₂ বলতে অক্সিজেনের একটি অনু বোঝায় যা দুটি পরমাণু দ্বারা গঠিত।
4. (vi) বস্তুর ওজন কাকে বলে? কোন্ যন্ত্রের সাহায্যে ওজন মাপা হয়? [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : প্রতিটা বস্তুকে পৃথিবীতে নিজের কেন্দ্রের টিকেট আনে। এই চাঁদকেই বস্তুর ওজন বলে।
◾SI পদ্ধতিতে ওজনের একক নিউটন।◾ওজন পরিমাপক করা হয় স্প্রিং তুলা নামক যন্ত্রের সাহায্যে।
1. (i) চুনজাতীয় পদার্থ দিয়ে খোলক গঠিত হয় (a) মোলাস্কার, (b) অ্যানিলিডার, (c) প্ল্যাটিহেলমিনথেসের, (d) আর্থ্রোপোডার। [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : মোলাস্কা
1. (ii) মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন (a) চার্লস ডারউইন, (b) জেন গুডাল, (c) কার্ল ফন ফ্রিশ, (d) গোপালচন্দ্র ভট্টাচার্য। [অধ্যায়ঃ 11. কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ]
উত্তর : কার্ল ফন ফ্রিশ
1. (iii) টিকটিকি হল এক ধরনের (১) পাখি, (b) সরীসৃপ, (c) স্তন্যপায়ী, (d) উভচর। [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : সরীসৃপ
1. (iv) আমাশয় রোগ ঘটাতে পারে যে জীব, সেটি যে জীবরাজ্যের অন্তর্ভুক্ত তা হল- (a) প্রোটিস্টা, (b) প্ল্যাস্টি, (c) মোনেরা, (d) অ্যানিমালিয়া। [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : প্রোটিষ্টা।
এন্টমিবা হলো প্রোটিস্টা রাজ্যভুক্ত এক ধরনের এককোষী জীব। খালি চোখে এদের দেখা যায় না। এদের দেহের কোন নির্দিষ্ট আকৃতি নেই কারণ এরা সর্বদাই অ্যামিবার মতো আকার ও আকৃতি পরিবর্তন করতে পারে।
1. (v) ফাইলেরিয়া রোগের জীবাণু ছড়ায় (১) কিউলেক্স মশা, (৮) এডিস মশা, (c) অ্যানোফিলিস মশা, (d) মাছি। [অধ্যায়ঃ 11. কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ]
উত্তর : কিউলেক্স মশা
1. (vi) ছোলা হল একটি (১) সপুষ্পক উদ্ভিদ, (b) অপুষ্পক উদ্ভিদ, (c) দ্বিবীজপত্রী উদ্ভিদ, (d) a ও c উভয়ই। [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : (a) ও (c) উভয়। অর্থাৎ সপুষ্পক এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ।
1. (vii) গ্যাসীয় বর্জ্য হল- (a) ছাই, (b) মিথেন গ্যাস, (c) কলকারখানার দুষিত জল, (d) বোতল (শিশি)। [অধ্যায়ঃ 12. বর্জ্য পদার্থ]
উত্তর : মিথেন গ্যাস
1. (viii) গমনে অক্ষম প্রাণী হল (a). স্পঞ্জ, (b) তারামাছ, (c) অ্যামিবা, (d) কেঁচো। ( [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : স্পঞ্জ।
এছাড়াও প্রবাল গমনে অক্ষম প্রাণী।
1. (ix) দইয়ের সাজাতে উপস্থিত জীবাণুটি হল (a) ছত্রাক, (b) প্রোটোজোয়া, (c) ভাইরাস, (d) ব্যাকটেরিয়া। [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : ব্যাকটেরিয়া।
দই এর সাজাতে উপস্থিত ব্যাকটেরিয়া টির নাম হল ল্যাকটোব্যাসিলাস।
1. (x) তিমি কোন্ গোষ্ঠীভুক্ত প্রাণী? (a) পক্ষী, (b) উভচর, (c) স্তন্যপায়ী, (d) মৎস্য। [অধ্যায়ঃ 11. কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ]
উত্তর : স্তন্যপায়ী
2. (i) বিজ্ঞানীরা মানুষের প্রজাতির কী নাম দিয়েছেন? [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : সেপিয়েন্স।
2. (ii) জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের অকোশীয় জীবটির নাম কী? [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : ভাইরাস
2. (iii) বেমানান শব্দটি বেছে লেখো: ডেঙ্গি, AIDS, পোলিয়ো, টাইফয়েড। [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : টাইফয়েড। কারণ: এটি ব্যাকটেরিয়া ঘটিত কিন্তু বাকি তিনটি ভাইরাস ঘটিত রোগ।
2. (iv) বীজপত্র কাকে বলে? [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : বীজপত্র (Cotyledon) হল উদ্ভিদের ভ্রূণের একটি অংশ, যা বীজের অঙ্কুরোদগমের সময় প্রথম পাতা হিসেবে গঠিত হয়।
2. (v) DDT-এর পুরো নাম কী? [অধ্যায়ঃ 12. বর্জ্য পদার্থ]
উত্তর : ডাই ক্লোরো ডাই ফিনাইল ট্রাই ক্লোরা ইথেন
3. (i) মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রাণীদের পার্থক্য লেখো। [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর :
মেরুদণ্ডী প্রাণী | মেরুদণ্ডী প্রাণী |
---|---|
অমেরুদণ্ডী প্রাণীদের মেরুদন্ড বা কশেরুকা থাকে না। | মেরুদণ্ডী প্রাণীদের একটি মেরুদণ্ড থাকে। |
অমেরুদণ্ডী প্রাণীদের একটি বহিঃকঙ্কাল থাকে। | মেরুদণ্ডী প্রাণীদের বহিকংকাল থাকে না। |
এদের উন্মুক্ত সংবহনতন্ত্র রয়েছে। | এদের বদ্ধ সংবহনতন্ত্র রয়েছে। |
অমেরুদণ্ডী প্রাণীদের বেশিরভাগের যৌগিক চোখ থাকে। | মেরুদণ্ডী প্রাণীদের যৌগিক চোখ নেই। |
অসংগঠিত স্নায়ুতন্ত্র থাকে। | সংগঠিত স্নায়ুতন্ত্র থাকে। |
প্রাণী প্রজাতির 97% অমেরুদণ্ডী প্রাণী। | প্রাণী প্রজাতির 3% মেরুদণ্ডী প্রাণী। |
3. (ii) ফ্লাই অ্যাশ কী? [অধ্যায়ঃ 12. বর্জ্য পদার্থ]
উত্তর : বিভিন্ন কলকারখানা থেকে যে সুক্ষ ছাই উড়ে আসে তাকেই ফ্লাই অ্যাশ বলে। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ফ্লাই অ্যাশ ছড়িয়ে যায়। এটি বায়ু দূষণ ঘটায়।
3. (iii) সাপের বিষ প্রাণীদের কোন্ তন্ত্রকে আঘাত করে? [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : কোনো বিষ শিকারের স্নায়ুতন্ত্রে আঘাত করে আবার কোনোটা রক্তসংবহনতন্ত্রে আঘাত করে।
3. (iv) ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : পার্থক্য :
4. (i) বীরুৎ ও গুল্ম বলতে কী বোঝায়? প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : বিরুৎ : যারা ছোটো ছোটো, ডালপালা প্রায় নেই। কখনো-সখনো লতিয়ে বা পেঁচিয়ে চলে। এরা ছোটো গাছ তাদের বলে বীরুৎ বা হার্বস ।
গুল্ম : যারা খুব বেশি লম্বা হয় না, তবে অনেক ডালপালা আছে। ঝোপের মতো দেখতে লাগে। এরা মাঝারি জাতীয় তাদের বলে গুল্ম বা স্রাবস।
4. (ii) রানি, পুরুষ ও শ্রমিক মৌমাছির কাজগুলি লেখো। [অধ্যায়ঃ 11. কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ]
উত্তর : ◽ রানী মৌমাছির কাজ: ডিম পাড়া এবং নতুন মৌমাছির জন্ম দেওয়া। মৌচাকের মধ্যে ফেরোমোন নিঃসরণ করে মৌমাছিদের সংগঠিত রাখা। ◽ পুরুষ মৌমাছির (ড্রোন) কাজ: প্রাথমিকভাবে একমাত্র কাজ হলো রানী মৌমাছির সঙ্গে মিলন করা। ◽ কর্মী মৌমাছির কাজ: মধু এবং পরাগ সংগ্রহ করা। মোম তৈরি করে মৌচাক গঠন করা। ডিম থেকে ফোটা লার্ভাদের যত্ন নেওয়া। রানী এবং অন্যান্য মৌমাছিদের খাওয়ানো। মৌচাকের রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষা দেওয়া। মৌচাক শীতল রাখা (প্রয়োজন হলে ডানা ঝাপটিয়ে)।
4. (iii) চাষি পিঁপড়েদের প্রিয় খাবার কী? এই খাবারের চাহিদা এরা কীভাবে মেটায়? [অধ্যায়ঃ 11. কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ]
উত্তর : চাষি পিঁপড়েদের প্রিয় খাবার হল সাদা রঙের এক ধরনের ছত্রাক।
চাষি পিঁপড়েরা মাটিতে গর্ত করে বাসা বানায়, তারা গাছের কচি পাতা কেটে নিয়ে বাসায় রাখে। এদের বাসায় কাটা পাতা পচে গেলে তার ওপর একধরনের সাদা রঙের ছত্রাক জন্মায়। এভাবেই তারা ছত্রাকের চাষ করে।
4. (iv) বর্জ্যের 4R পদ্ধতিগুলির নামসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। [অধ্যায়ঃ 12. বর্জ্য পদার্থ]
উত্তর : 4R পদ্ধতি হল বজ্র ব্যবস্থাপনার একটি পরিবেশ বান্ধব উপায়। এটি করার জন্য যে চারটি ধাপ অবলম্বন করতে হয় সেগুলি হল :
- ◽ কমিয়ে আনা (Reduce): যেসব বজা পরিবেশে জঞ্জাল বাড়ায়, সেগুলির ব্যবহার কমিয়ে আনতে পারি। যেমন প্লাস্টিক ব্যাগ।
- ◽ আবার কাজে লাগানো (Reuse) ব্যবহার করা বর্ষা ফেলে না দিয়ে আবার কাজে লাগানো। যেমন তরকারির খোসা।
- ◽ পূনর্ব্যবহার (Recycle): ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করা। পুরোনো লোহা গলিয়ে খাতুর নতুন কিছু জিনিস তৈরি করা।
- ◽ প্রত্যাখ্যান করা (Refuse): সুস্থ পরিবেশের জন্য আমরা কিছু জিনিস কিছুতেই ব্যবহার করব না। যেমন প্লাসটিক ব্যাগ।
1. (i) কোন্ রাশিটি মৌলিক রাশি নয়? (a) ভর, (b) দৈর্ঘ্য, (c) সময়, (d) আয়তন। [অধ্যায়ঃ 5. মাপজোক বা পরিমাপ]
উত্তর : আয়তন
1. (ii) প্রদত্ত কোনটি মৌল নয়? (a) তামা, (b) সোনা, (c) সালফার, (d) অ্যামোনিয়া। [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : অ্যামোনিয়া
1. (iii) একটি ফুটবলকে মাঠের ওপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়। ঘটনাটির জন্য দায়ী (a) বলটির উপরিতলের ক্ষেত্রফল, (b) বলটির গতি, (c) ঘর্ষণ বল, (d) বলটির আকৃতি। [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : ঘর্ষণ বল
1. (iv) কোটি প্রথম শ্রেণির লিভারের উদাহরণ? - (a) ছুরি, (b) কাঁচি, (c) জাঁতি, (d) বোতল খোলার যন্ত্র। [অধ্যায়ঃ 9. সাধারণ যন্ত্র]
উত্তর : কাঁচি
1. (v) মিথেনের রাসায়নিক সংকেত - (a) CH4, (b) CCl4, (c) NH3, (d) PH3 | [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : CH4
1. (vi) কোন্ রাশির একক ডাইন? - (a) বল, (b) শক্তি, (c) কাজ, (d) ক্ষমতা। [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : বল
1. (vii) বল প্রয়োগের দিককে উলটো করে দেয় - (a) নততল, (b) হাতুড়ি, (c) পুলি, (d) ছুরি। [অধ্যায়ঃ 9. সাধারণ যন্ত্র]
উত্তর : পুলি
1. (viii) SI-তে আলোর তীব্রতার একক (a) কেলভিন, (b) অ্যাম্পিয়ার, (c) মোল, (d) ক্যান্ডেলা। [অধ্যায়ঃ 5. মাপজোক বা পরিমাপ]
উত্তর : ক্যান্ডেলা
1. (ix) বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা- (a) একমুখী, (b) দ্বিমুখী, (c) ত্রিমুখী, (d) চতুর্মুখী। [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : একমুখী
বি: দ্র: - সূর্য হলো একমাত্র শক্তির উৎস এই পৃথিবীর বাস্তুতন্ত্রের।
1. কোনটি চৌম্বক পদার্থ নয়? (a) কোবাল্ট, (b) নিকেল, (c) সোডিয়াম, (d) লোহা। [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : সোডিয়াম
2. (i) অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কী বোঝায়? দুটি উদাহরণ দাও। [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : ◽ শক্তির উৎস দুরকম।
- (1) অনবীকরণযোগ্য শক্তির উৎস: গোটা বিশ্বেই শক্তির এই উৎস খুব দ্রুত শেষ হয়ে যাবে। যেমন কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস।
- (2) নবীকরণযোগ্য শক্তির উৎস: বলা হয়, শক্তির এই উৎসগুলো কোনোদিন ফুরোবে না। আসলে তা নয়, সব উৎসেরই শেষ আছে। তবে এই উৎস থেকে শক্তি আমরা অনেক অনেক বেশি দিন ধরে পেতে পারি। যেমন সৌর শক্তি, জোয়ার-ভাঁটার শক্তি, বায়ু শক্তি, জৈবগ্যাস শক্তি ইত্যাদি।
2. (ii) প্রথম শ্রেণির লিভার কাকে বলে? চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও। [অধ্যায়ঃ 9. সাধারণ যন্ত্র]
উত্তর : প্রথম শ্রেণীর লিভার : যে লিভার এর মাঝখানে আলম্ব থাকে তাকে প্রথম শ্রেণীর লিভার বলে। যেমন : কাঁচি
2. (iii) মৌলিক রাশি ও লব্ধ রাশি-এর মধ্যে পার্থক্য লেখো। [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর :
বিষয় | মৌলিক রাশি | লব্ধ রাশি |
---|---|---|
সংজ্ঞা | মৌলিক রাশি হলো এমন রাশি যা স্বতন্ত্র এবং অন্য কোন রাশির উপর নির্ভর করে না। | লব্ধ রাশি হলো এমন রাশি যা মৌলিক রাশির উপর নির্ভর করে এবং মৌলিক রাশি থেকে পাওয়া যায়। |
একক | মৌলিক রাশির একককে মৌলিক একক বলা হয়। | লব্ধ রাশির একককে লব্ধ একক বলা হয়। |
সংখ্যা | মৌলিক রাশির সংখ্যা মাত্র সাতটি। | লব্ধ রাশির সংখ্যা অসংখ্য। |
মাত্রা প্রকাশ | মৌলিক রাশির মাত্রা প্রকাশের জন্য একটিমাত্র চিহ্ন ব্যবহার করা হয়। | লব্ধ রাশির মাত্রা প্রকাশের জন্য একাধিক চিহ্নের ব্যবহার প্রয়োজন হয়। |
2. (iv) উদ্ভিদের বৃদ্ধি কোন্ যন্ত্রের সাহায্যে মাপা যায়? একটি বলের ক্ষেত্রফলের মান নির্ণয়-এর সূত্রটি লেখো। [অধ্যায়ঃ 5. মাপজোক বা পরিমাপ]
উত্তর : উদ্ভিদের বৃদ্ধি আর্ক অক্সানোমিটার নামক যন্ত্রের সাহায্যে মাপা হয়।
বলের উপরিতলের ক্ষেত্রফল = π × ব্যাস × ব্যাস
2. (v) সালফার ট্রাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড এবং কার্বন মনোঅক্সাইডের সংকেত লেখো। । [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : সংকেত গুলি নিচের লেখা হল :
- সালফার ট্রাইঅক্সাইড (Sulfur trioxide): SO₃
- হাইড্রোজেন সালফাইড (Hydrogen sulfide): H₂S
- কার্বন মনোঅক্সাইড : CO
2. (vi) গতিশক্তি থেকে তাপশক্তি রূপান্তরের একটি উদাহরণ দাও। বল প্রয়োগের দুটি প্রভাব লেখো [অধ্যায়ঃ 6. বল ও শক্তির প্রাথমিক ধারণা]
উত্তর : হাতে হাতে ঘর্ষণে, শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। গতিশক্তি হলো এক প্রকারের যান্ত্রিক শক্তি।
বল প্রয়োগের দুটি প্রভাব :
i) বাইরে থেকে প্রযুক্ত বল প্রয়োগে কোন বস্তুর অবস্থার পরিবর্তন করা যায় বা করার চেষ্টা করা যায়।
ii) বাইরে থেকে প্রযুক্ত বল প্রয়োগে বস্তুর আকৃতির পরিবর্তন করা যায়।
2. (vii) কীভাবে যন্ত্রের পরিচর্যা করবে? [অধ্যায়ঃ 9. সাধারণ যন্ত্র]
উত্তর : যন্ত্রের নিয়মিত যত্ন বা পরিচর্যা করার জন্য নিচের কাজ গুলি করতে হবে :
- 1. যন্ত্রের যে অংশ চলমান বা ঘুর্ণায়মান সেই অংশে ঘর্ষণ বেশি হয়। তাই যাতে ক্ষয় কম হয় তার জন্য সেই অংশে পিচ্ছিল তেল বা গ্রিজ লাগাতে হবে।
- 2. লোহার তৈরি যন্ত্র বা যন্ত্রাংশ জলীয় বাষ্পের হাত থেকে রক্ষা করা দরকার। তা না হলে মরচে (জং) ধরে তা ক্ষতিগ্রস্ত হবে। তেল রং করেও মরিচার হাত থেকে লোহার যন্ত্র ব্য যন্ত্রাংশকে রক্ষা করা যায়।
- 3. কাজের পর যন্ত্রকে নিয়মিত পরিষ্কার করে রাখা দরকার।
2. (viii) কোনো মিশ্রণে লবণ এবং লোহার গুঁড়ো মিশে থাকলে কীভাবে লোহার গুঁড়ো ওই মিশ্রণ থেকে আলাদা করবে? [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : লবণ এবং লোহার গুঁড়ো মিশে থাকলে সেই মিশ্রণের কাছে চুম্বক নিয়ে গেলে লোহার গুঁড়ো চুম্বকের গায়ে লেগে যাবে। কারণ লোহা হলো চৌম্বক পদার্থ। আর পড়ে থাকবে লবণ।
2. (ix) আনততল কী? পেরেক এবং স্কু-এর মধ্যে কোনটি কাঠের ব্লকে বেশি শক্তভাবে বসে থাকবে? ট্র্যাক্টর কী ধরনের যন্ত্র? [অধ্যায়ঃ 9. সাধারণ যন্ত্র]
উত্তর : ▪️আনততল : হেলিয়ে রাখা মই, সিঁড়ি, ব্রিজ, ড্রাম গড়িয়ে ওপরে তোলার জন্য হেলানো কাঠের তত্ত্বা এদের
বলে নততল।
নততল একটা সমতল পাটাতন বা ওই ধরনের কোনো সমতল যাকে মাটির সঙ্গে সুক্ষ্মকোণ করে রাখা হয়।
◽ পেরেক এবং স্ক্রু এর মধ্যে ক্রু কাঠের ব্লগে বেশি শক্তভাবে বসে থাকবে।
◽ ট্রাক্টর হলো একটি জটিল যন্ত্র।
2. (x) চুনজলের উপাদানগুলির নাম লেখো। চিনির মধ্যে কোন্ কোন্ মৌলের পরমাণু আছ? [অধ্যায়ঃ 3. মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ]
উত্তর : চুন জলের উপাদান গুলি : ক্যালসিয়াম হাইড্রোক্সাই বা Ca(OH)2 এবং জল।
◽ চিনির মধ্যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন এর পরমাণু আছে।
1.(i) অ্যামিবার রাজ্য হল (a) মোনেরা, (b) প্রোটিস্টা, (c) অ্যানিমালিয়া, (d)ছত্রাক। [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : (b) প্রোটিস্টা
1.(ii) টাইফয়েড জ্বরের জন্য দায়ী জীবাণু হল একপ্রকার (a) ভাইরাস, (b) ব্যাকটেরিয়া, (c) শৈবাল, (d) প্রোটোজোয়া। [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : (b) ব্যাকটেরিয়া।
এই ব্যাকটেরিয়ার নাম স্যালমোনিলা টাইফি।
1.(iii) প্রদত্ত কোনটি পরিযায়ী পাখি নয়? (a) খঞ্জনা, (b) বুনো হাঁস, (c) রাজহাঁস, (d) কাজল পাখি। [অধ্যায়ঃ 11. কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ]
উত্তর : (c) রাজহাঁস
1.(iv) বর্জ্য পদার্থ DDT পাওয়া যায় (a) বাড়িতে,(b) কারখানায়, (c) কৃষিজমিতে, (d) পুকুরে। [অধ্যায়ঃ 12. বর্জ্য পদার্থ]
উত্তর : (c) কৃষিজমিতে
1.(v) বোলতাদের সমাজ জীবন নিয়ে গবেষণা করেন (a) সেলিম আলি, (b) এম. কে. চন্দ্রশেখর, (c) গোপালচন্দ্র ভট্টাচার্য, (d) রাঘবেন্দ্র গডাগকর। [অধ্যায়ঃ 11. কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ]
উত্তর : (d) রাঘবেন্দ্র গডাগকর।
2.(i) কোন্ পর্বের প্রাণীর নালিপদ আছে? [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : একাইনোডার্মাটা
2.(ii) কোন্ শৈবাল 'জলের রেশম' নামে পরিচিত? [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : স্পাইরোগাইরা
2.(iii) ট্যাক্সন কী? [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : শ্রেনীবিন্যাস করার সময় জীবদেরকে বিভিন্ন স্তরে স্থাপন করতে হয়।এই এক একটি স্তরকেই ট্যাক্সন বলে। ট্যাক্সন হল একই ধরনের জীবেদের একটি গোষ্ঠী। বিভিন্ন শ্রেণিবদ্ধ স্তরে ট্যাক্সন গুলি (ট্যাক্সা) হল ১. রাজ্য (Kingdom) ২. পর্ব (phylum) ৩. শ্রেণি (class) ৪. বর্গ (order) ৫. গোত্র (family) ৬. গণ (genus) ৭. প্রজাতি (species)
2.(iv) ব্লাবার কী? [অধ্যায়ঃ 11. কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ]
উত্তর : তিমি মাছের চামড়ার নীচে চর্বির একটা পুরু স্তর থাকে যার নাম ব্লাবার (Blubber)। এই চর্বির স্তর দু-ভাবে তিমিদের সাহায্য করে প্রয়োজনে চলাফেরার শক্তি জোগান দেওয়া আর দেহের তাপ বজায় রাখা।
2.(v) দুটি বিষাক্ত বর্জ্য পদার্থের নাম লেখো। [অধ্যায়ঃ 12. বর্জ্য পদার্থ]
উত্তর :
2.(vi) একটি খাদ্য উপযোগী শৈবালের নাম লেখো [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : ক্লোরেল্লা
3.(i) ঝিনুকের বাইরের চারিদিকে ক্যালশিয়াম কার্বনেটের শক্ত আবরণকে _____ বলে। [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : খোলক
3.(ii) মসের দেহের উপরের অংশে টুপির মতো দেখতে গঠনটি হল ____ । [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : ক্যাপসুল
3.(iii) ভারতবর্ষে ফাইলেরিয়া রোগের বাহক হল _____ । [অধ্যায়ঃ 11. কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ]
উত্তর : কিউলেক্স মশা
3.(iv) ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করার পদ্ধতি হল ____ । [অধ্যায়ঃ 12. বর্জ্য পদার্থ]
উত্তর : পুনর্ব্যবহার বা recycle
3.
'A' স্তম্ভ | 'B' শুম্ভ |
---|---|
(i) চিংড়ি | (a) প্রোটোজোয়া |
(ii) এককোশী ইউক্যারিওটিক | (b) ব্যাকটেরিয়া |
(iii) গোলকৃমি | (c) সী-হর্স |
(iv) ব্লুড পাউচ | (d) আর্থ্রোপোডা |
(e) নিমাটোডা |
উত্তর : --
4.(i) টীকা লেখ : জীববৈচিত্র্য সংরক্ষণ। [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : জীববৈচিত্র্য সংরক্ষণ এর অর্থ হলো প্রকৃতির বিভিন্ন জীব ও উদ্ভিদের রক্ষা করা। জীববৈচিত্র্য আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে। এতে বিভিন্ন প্রজাতির প্রাণী, উদ্ভিদ, এবং অনুজীব অন্তর্ভুক্ত থাকে। মানুষের জন্য খাদ্য, ওষুধ, এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস জীববৈচিত্র্যের ওপর নির্ভরশীল। তবে দূষণ, বন ধ্বংস, এবং জলবায়ু পরিবর্তনের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। তাই জীববৈচিত্র্য রক্ষার জন্য বন সংরক্ষণ এবং দূষণ কমানো জরুরি। জীববৈচিত্র্য রক্ষা করলে পৃথিবীকে আরও বাসযোগ্য করা সম্ভব।
4.(ii) টীকা লেখ : জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। [অধ্যায়ঃ 12. বর্জ্য পদার্থ]
উত্তর : চারিদিকে ফেলে দেওয়া জিনিসের মধ্যে যেগুলো দীর্ঘদিন মাটিতে থাকার পরেও যেগুলোর কোনো রকম পরিবর্তন হয় না তারা হলো জৈব অভঙ্গুর (Non- biodegradable) বর্জ্য পদার্থ। প্লাস্টিক, কাঁচ, ধাতু ইত্যাদি এই ধরনের বস্তুর উদাহরণ। এগুলো মাটিতে মিশে না যাওয়ায় পরিবেশের ক্ষতি করে। নন বায়ো-ডিগ্রেডেবল পদার্থগুলি মাটি ও জলের দূষণ বাড়ায় এবং জীবজন্তুর জন্যও বিপদ সৃষ্টি করে। তাই এগুলোর ব্যবহার কমানো (Reduce) এবং পুনর্ব্যবহার (Recycle) করা জরুরি।
4.(iii) টীকা লেখ : মৌ-নৃত্য। [অধ্যায়ঃ 11. কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ]
উত্তর : মৌ নৃত্য বা ওয়াগাল ডান্স হল মৌমাছির এক ধরনের নাচ, যা তারা খাদ্যের অবস্থান জানাতে ব্যবহার করে। নাচের মাধ্যমে মৌমাছি অন্যদের জানায় খাদ্য কোথায় এবং কত দূরে আছে। নাচের দিক ও গতি সূর্যের অবস্থান নির্দেশ করে। এটি মৌমাছিদের উন্নত যোগাযোগ পদ্ধতি। কার্ল ফন ফ্রিস মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন।
5.(i) হোয়াইটেকার বর্ণিত পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাসটি উদাহরণসহ রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : --
5.অথবা, উদ্ভিদরাজ্যের শ্রেণিবিভাগটি একটি করে উদাহরণসহ রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। [অধ্যায়ঃ 10. জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ]
উত্তর : --
5.(ii) কাক-কে সামাজিক পাখি বলে কেন? জলে মাছেরা কীভাবে শ্বাসকার্য চালায়? মকরন্দ কী? [অধ্যায়ঃ 11. কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ]
উত্তর : বিপদে পড়লে সব কাকরাও একসঙ্গে কেমন জড়ো হয়ে কা কা করে ডাকতে থাকে। তখন সবাই ঝাঁকে ঝাঁকে ছুটে আসে।তারা দলবদ্ধভাবে বসবাস করে, একে অপরের সঙ্গে যোগাযোগ করে এবং খাদ্য সংগ্রহ, বাসা তৈরি, ও শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য সহযোগিতা করে।
5.অথবা, কৃষক পিঁপড়ের প্রিয় খাদ্য কী? এটি তারা কীভাবে সংগ্রহ করে? তোমার দেখা যে-কোনো দুটি প্রাণীর প্রত্যেকটির বৈশিষ্ট্য লেখো। [অধ্যায়ঃ 11. কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচার-আচরণ]
উত্তর : চাষি পিঁপড়েদের প্রিয় খাবার হল সাদা রঙের এক ধরনের ছত্রাক।
চাষি পিঁপড়েরা মাটিতে গর্ত করে বাসা বানায়, এদের বাসায় কাটা পাতা পচে গেলে তার ওপর একধরনের সাদা রঙের ছত্রাক জন্মায়। কৃষক পিঁপড়েরা এই ছত্রাক বছরের পর বছর ধরে চাষ করে।
◽ শামুক : এদের দেহ ক্যালসিয়াম কার্বনেট এর শক্ত খোলস দিয়ে ঢাকা থাকে। চলাফেরার জন্য এরা মাংসল পদ ব্যবহার করে।
◽ মাছ : মাছ মেরুদন্ডী প্রাণী। মাছদের কানকোর পাশে থাকা পাখনা দুটো যেন নৌকার বৈঠা, জল ঠেলে এগিয়ে যেতে সাহায্য করে। লেজের পাখনা যেন নৌকার হাল-মাছ যে দিকে যেতে চায়, মাছকে সেদিকে নিয়ে যায়।