ক্লাস সিক্স এর তৃতীয় ইউনিট টেস্টের সমস্ত মক টেস্ট একসাথে প্রশ্ন ও উত্তর আকারে দেওয়া হল। এগুলির মধ্যে থেকেই ছোট প্রশ্ন কমন পাবে।
তাহলে চলো শুরু করা যাক অনলাইন মক টেস্ট এর আজকের পর্বঃ
1. প্রথমে নিচের ' Start Mock Test ' বাটনে ক্লিক কর।
2. তারপর তোমার উত্তর সিলেক্ট কর এবং ' Next Question ' বাটনে ক্লিক কর।
3. সমস্ত প্রশ্ন শেষ হওয়ার পর রেজাল্ট বোর্ড দেখতে পাবে।
প্রতিটি প্রশ্নের জন্যে ২০ সেকেন্ড করে সময় দেওয়া হল।
Quiz Result
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
1. প্রদত্ত কোন্ গ্যাসটি নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে? (a) হাইড্রোজেন (b) অক্সিজেন (c) নাইট্রোজেন (d) কার্বন ডাই অক্সাইড : [উত্তর - B]
2. একটি লব্ধ রাশি হল (a) দৈর্ঘ্য (b) ভর (c) ঘনত্ব (d) উষ্ণতা : [উত্তর - C]
3. প্রদত্ত কোনটি চৌম্বক পদার্থ নয়? (a) নিকেল (b) সোনা (c) কোবাল্ট (d) লোহাা : [উত্তর - B]
4. প্রদত্ত কোনটি দ্বিতীয় শ্রেণির লিভার নয়? (a) কাঁচি (b) জাঁতি (c) বোতল খোলার যন্ত্র (d) স্ট্যাপলার : [উত্তর - A]
5. প্রদত্ত কোন্ উদ্ভিদে মূল কাণ্ড ও পাতা থাকে না? (a) আম (b) বট (c) শ্যাওলা (d) জবা : [উত্তর - C]
6. ঢেঁকিশাক এক প্রকার (a) শ্যাওলা (b) মস (c) ফার্ন জাতীয় উদ্ভিদ (d) কোনটিই নয় : [উত্তর - C]
7. প্রদত্ত কোন্ প্রাণী সরাসরি বাচ্চা প্রসব করে? (a) কেউটে (b) কালাচ (c) চন্দ্রবোড়া (d) দাঁড়াস : [উত্তর - C]
8. তিমির চামড়ার নীচে অবস্থিত পুরু চর্বির স্তর হল (a) ফ্লিপার (b) ব্রোহোল (c) ব্লাবার (d) কোনটিই নয় : [উত্তর - C]
9. চাষের জমি থেকে পাওয়া বর্জ্য হল (a) প্লাস্টিক (b) তুলো (c) ডিডিটি (d) কাঠের গুঁড়ো : [উত্তর - C]
10. শামুক ঝিনুক প্রভৃতি প্রাণীর চলাফেরার জন্য থাকে- (a) মাংসল পদ (b) ফ্ল্যাজেলা (c) সিলিয়া (d) টিউব ফিট : [উত্তর - A]
11. মানুষের হাতের অগ্রভাগ কোন্ শ্রেণির লিভার? (a) প্রথম শ্রেণি (b) দ্বিতীয় শ্রেণি (c) তৃতীয় শ্রেণি (d) কোনোটিই নয় : [উত্তর - C]
12. প্রাথমিক বা মৌলিক রাশি হল (a) ক্ষেত্রফল (b) সময় (c) আয়তন (d) বেগ : [উত্তর - B]
13. স্পর্শহীন বল হল- (a) চাপ (b) আয়তন (c) টান (d) ওজন : [উত্তর - D]
14. একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হল (a) সৌরশক্তি (b) কয়লা (c) পেট্রোলিয়াম (d) প্রাকৃতিক গ্যাস : [উত্তর - A]
15. হাইড্রোজেন সালফাইডের সংকেত হল (a) H₂S (b) HI (c) CH4 (d) PH3 : [উত্তর - A]
16. সকল শক্তি শেষ পর্যন্ত যে শক্তিতে রূপান্তরিত হয় তা হল (a) স্থিতিশক্তি (b) গতিশক্তি (c) তাপশক্তি (d) আলোকশক্তি : [উত্তর - C]
17. নততল যত হেলানো হয় তার যান্ত্রিক সুবিধা- (a) তত বাড়ে (b) তত কমে (c) বাড়তেও পারে আবার কমতেও পারে (d) অপরিবর্তিত থাকে : [উত্তর - A]
18. চিনির অণুতে যে মৌলটি থাকে না তা হল : (a) কার্বন (b) নাইট্রোজেন (c) হাইড্রোজেন (d) অক্সিজেন : [উত্তর - B]
19. কার্বন ডাইঅক্সাইড ও জলের মিশ্রণে তৈরি হয় (a) গ্যাস (b) বারুদ (c) সোডা ওয়াটার (d) জল : [উত্তর - C]
20. চুনজাতীয় পদার্থ দিয়ে খোলক গঠিত হয় (a) মোলাস্কার (b) অ্যানিলিডার (c) প্ল্যাটিহেলমিনথেসের (d) আর্থ্রোপোডার : [উত্তর - A]
21. মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন (a) চার্লস ডারউইন (b) জেন গুডাল (c) কার্ল ফন ফ্রিশ (d) গোপালচন্দ্র ভট্টাচার্য : [উত্তর - C]
22. আমাশয় রোগ ঘটাতে পারে যে জীব সেটি যে জীবরাজ্যের অন্তর্ভুক্ত তা হল- (a) প্রোটিস্টা (b) প্ল্যাস্টি (c) মোনেরা (d) অ্যানিমালিয়া : [উত্তর - A]
23. গ্যাসীয় বর্জ্য হল- (a) ছাই (b) মিথেন গ্যাস (c) কলকারখানার দুষিত জল (d) বোতল (শিশি) : [উত্তর - B]
24. দইয়ের সাজাতে উপস্থিত জীবাণুটি হল (a) ছত্রাক (b) প্রোটোজোয়া (c) ভাইরাস (d) ব্যাকটেরিয়া : [উত্তর - D]
25. তিমি কোন্ গোষ্ঠীভুক্ত প্রাণী? (a) পক্ষী (b) উভচর (c) স্তন্যপায়ী (d) মৎস্য : [উত্তর - C]
26. প্রদত্ত কোনটি মৌল নয়? (a) তামা (b) সোনা (c) সালফার (d) অ্যামোনিয়া : [উত্তর - D]
27. একটি ফুটবলকে মাঠের ওপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায় ঘটনাটির জন্য দায়ী (a) বলটির উপরিতলের ক্ষেত্রফল (b) বলটির গতি (c) ঘর্ষণ বল (d) বলটির আকৃতি : [উত্তর - C]
28. কোটি প্রথম শ্রেণির লিভারের উদাহরণ? - (a) ছুরি (b) কাঁচি (c) জাঁতি (d) বোতল খোলার যন্ত্র : [উত্তর - B]
29. মিথেনের রাসায়নিক সংকেত - (a) CH4 (b) CCl4 (c) NH3 (d) PH3 | : [উত্তর - A]
30. বল প্রয়োগের দিককে উলটো করে দেয় - (a) নততল (b) হাতুড়ি (c) পুলি (d) ছুরি : [উত্তর - C]
31. কোনটি চৌম্বক পদার্থ নয়? (a) কোবাল্ট (b) নিকেল (c) সোডিয়াম (d) লোহা : [উত্তর - C]
32. টাইফয়েড জ্বরের জন্য দায়ী জীবাণু হল একপ্রকার (a) ভাইরাস (b) ব্যাকটেরিয়া (c) শৈবাল (d) প্রোটোজোয়া : [উত্তর - B]
33. প্রদত্ত কোনটি পরিযায়ী পাখি নয়? (a) খঞ্জনা (b) বুনো হাঁস (c) রাজহাঁস (d) কাজল পাখি : [উত্তর - C]
34. বর্জ্য পদার্থ DDT পাওয়া যায় (a) বাড়িতে (b) কারখানায় (c) কৃষিজমিতে (d) পুকুরে : [উত্তর - C]
35. বোলতাদের সমাজ জীবন নিয়ে গবেষণা করেন (a) সেলিম আলি (b) এম. কে. চন্দ্রশেখর (c) গোপালচন্দ্র ভট্টাচার্য (d) রাঘবেন্দ্র গডাগকর : [উত্তর - D]
36. DDT নামক বর্জ্য পদার্থটি পাওয়া যায়- (a) বাড়ি থেকে (b) কারখানা থেকে (c) চাষের জমি থেকে (d) পুকুর থেকে : [উত্তর - C]
37. বাঘের কোন্ দাঁত তুলনামূলকভাবে বড়ো ও ধারালো? (a) মোলার (b) প্রিমোলার (c) ক্যানাইন (d) ইনসিজার : [উত্তর - C]
38. মাছের হালের কাজ করে যে পাখনা সেটি হল- (a) পুচ্ছ পাখনা (b) শ্রোণি পাখনা (c) পায়ু পাখনা (d) বক্ষ পাখনা : [উত্তর - A]
39. প্রদত্ত কোনটির পুনর্ব্যবহার সম্ভব নয়? (a) লোহা (b) তামা (c) প্লাস্টিক (d) পচা সবজি : [উত্তর - D]
40. প্রদত্ত কোনটি মেরুদন্ডী প্রাণী? (a) কেঁচো (b) জোঁক (c) সাপ (d) তারামাছ : [উত্তর - C]
41. দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা এটি 4R পদ্ধতির কোন্ দিককে তুলে ধরে? (a) Reduce (b) Reuse (c) Refuse (d) Recycle : [উত্তর - C]
42. রেডিয়োর নব হল এক ধরনের (a) কপিকল (b) লিভার (c) স্ক্রু (d) চক্র ও অক্ষদণ্ড : [উত্তর - D]
43. কোনটি প্রথম শ্রেণির লিভার? (a) চিমটা (b) জাঁতি (c) সাঁড়াশি (d) মানুষের হাত : [উত্তর - C]
44. হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা (a) 1 (b) 2 (c) 3 (d) 41 : [উত্তর - B]
45. যন্ত্রের চলমান অংশে ঘর্ষণ কমাতে ব্যবহৃত হয় (a) জল (b) মাটি (c) পিচ্ছিলকারক তেল (d) ময়দার লেই : [উত্তর - C]
46. বর্ণহীন ও গন্ধহীন যে গ্যাসটি বায়ুর চেয়ে হালকা সেটি হল (a) O₂ (b) N₂ (c) H₂ (d) CO₂ : [উত্তর - C]
47. কার্বন হল (a) ধাতু (b) অধাতু (c) ধাতুকল্প (d) ধাতু-সংকর : [উত্তর - B]
48. SI-তে অণু-পরমাণুর পরিমাণ পরিমাপের একক হল (a) গ্রাম (b) মিলিগ্রাম (c) ঘনসেমি (d) মোল : [উত্তর - D]
49. প্রমাণ মিটারের দন্ডটিতে ইরিডিয়াম ও প্ল্যাটিনামের অনুপাত হয় (a) 9:1 (b) 1:9 (c) 10:9 (d) 1:61 : [উত্তর - B]
50. সৌরশক্তি হল (a) অনবীকরণযোগ্য (b) নবীকরণযোগ্য (c) প্রচলিত (d) চিরাচরিত শক্তি : [উত্তর - B]
51. কোনো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হল (a) আয়তন (b) উচ্চতা (c) ঘনত্ব (d) পার্শ্বতলের ক্ষেত্রফল : [উত্তর - D]
52. কেরোসিন পাওয়া যায় (a) পেট্রোলিয়াম (b) কয়লা (c) ডিজেল (d) পেট্রোল থেকে : [উত্তর - A]
53. একটি সরল যন্ত্রের উদাহরণ হল (a) সেলাই মেশিন (b) ছাপার যন্ত্র (c) শাবল (d) ড্রিল মেশিন : [উত্তর - C]
54. কুয়ো থেকে জল তোলার কাজে কোন্ যন্ত্র ব্যবহার করা হয়? (a) চক্র ও অক্ষদণ্ড (b) কপিকল (c) লিভার (d) নততল : [উত্তর - B]
55. চ্যাপটা কৃমি কোন্ গোষ্ঠীর প্রাণী? (a) আর্থ্রোপোডা (b) মোলাস্কা (c) অ্যাস্কহেলমিনথেস (d) প্ল্যাটিহেলমিনথেস : [উত্তর - D]
56. কোন্ বীজটিতে দুটি বীজপত্র থাকে? (a) কুমড়ো (b) ধান (c) ভুট্টা (d) গম : [উত্তর - A]
57. ব্যাকটেরিয়া কোন রাজ্যের জীব বলে তোমার মনে হয়? (a) মোনেরা (b) প্রোটিস্টা (c) ফানজাই (d) কোনোটিই নয় : [উত্তর - A]
58. কোন্ প্রাণীর দেহে ব্রোহোল থাকে? (a) বাঘ (b) মৌমাছি (c) তিমি (d) শিম্পাঞ্জি : [উত্তর - C]
59. সী-হর্স হল একধরনের (a) ঘোড়া (b) মাছ (c) ব্যাং (d) সরীসৃপ : [উত্তর - B]
60. কোন্ প্রাণীটি সমাজবদ্ধ জীব নয়? (a) মশা (b) পিঁপড়ে (c) মৌমাছি (d) উইপোকা : [উত্তর - A]
61. চাষের জমি থেকে কোন প্রকার বর্জ্য পদার্থ পাওয়া যায়? (a) পচা সবজি (b) প্লাস্টিক (c) কাঠের গুঁড়ো (d) ডিডিটি : [উত্তর - D]
62. কোন্ প্রকার বর্জ্য পদার্থটিকে পুনর্ব্যবহার করা যেতে পারে? (a) গ্লাভস্ (b) প্লাস্টিকের প্যাকেট (c) লোহার ছাঁট (d) সবজির খোসা : [উত্তর - C]
63. জৈব ভঙ্গুর প্রকৃতির বর্জ্যের উদাহরণ হল (a) ইনজেকশনের সিরিঞ্জ (b) অ্যাসবেসটস (c) পচা সবজি (d) খালি প্লাস্টিক বোতল : [উত্তর - C]
64. সোডিয়াম মৌলটির চিহ্ন হল (a) S (b) C (c) Na (d) Si : [উত্তর - C]
65. একটি মিশ্র পদার্থের উদাহরণ হল (a) জল (b) বায়ু (c) কার্বন ডাইঅক্সাইড (d) মিথেন : [উত্তর - B]
66. Au চিহ্ন দ্বারা যে মৌলকে প্রকাশ করা হয় সেটি হল (a) সিলভার (b) আর্গন (c) গোল্ড (d) মারকারি : [উত্তর - C]
67. বস্তুর ভর মাপার যন্ত্রটি হল (a) মাপনি চোঙ (b) স্টপওয়াচ (c) সাধারণ তুলাদণ্ড (d) সাধারণ স্কেল : [উত্তর - C]
68. SI-তে আয়তনের একক হল (a) ঘন সেন্টিমিটার (b) লিটার (c) ঘন মিলিমিটার (d) ঘনমিটার : [উত্তর - D]
69. নবীকরণযোগ্য শক্তির উৎস হল (a) প্রাকৃতিক গ্যাস (b) বায়ুশক্তি (c) কয়লা (d) পেট্রোলিয়াম : [উত্তর - B]
70. কোনো শক্তিশৃঙ্খলে উৎপাদক হল (a) প্রথম শ্রেণির খাদক (b) ব্যাকটেরিয়া (c) উদ্ভিদ (d) দ্বিতীয় শ্রেণির খাদক : [উত্তর - C]
71. আলম্ব মাঝে অবস্থান করলে সেটি হবে- (a) প্রথম শ্রেণির লিভার (b) দ্বিতীয় শ্রেণির লিভার (c) তৃতীয় শ্রেণির লিভার (d) সবকটিই : [উত্তর - A]
72. একটি সরল যন্ত্রের উদাহরণ হল (a) সেলাই মেশিন (b) কম্পিউটার (c) শাবল (d) ড্রিল মেশিন : [উত্তর - C]
73. ভাইরাস হল (a) জড় পদার্থ (b) উদ্ভিদ (c) প্রাণী (d) জীব ও জড়ের মাঝামাঝি অবস্থা : [উত্তর - D]
74. কোন্ প্রাণীকে সমাজবদ্ধ জীব বলা হয়? (a) উইপোকা (b) মৌমাছি (c) পিঁপড়ে (d) সবকটি : [উত্তর - D]
75. সব শক্তি শেষ পর্যন্ত কোন্ শক্তিতে রূপান্তরিত হয়? (a) স্থিতিশক্তি (b) গতিশক্তি (c) তাপশক্তি (d) আলোকশক্তি : [উত্তর - C]
76. যে-সকল জীব নিজেদের দেহে নিজেরাই খাদ্য উৎপন্ন করে তাদের বলা হয়- (a) উৎপাদক (b) প্রথম শ্রেণির খাদক (c) দ্বিতীয় শেণির খাদক (d) সর্বভুক জীব : [উত্তর - A]
77. কোনটি মৌলিক রাশি? (a) দৈর্ঘ্য (b) ভর (c) সময় (d) প্রদত্ত সবকটিই : [উত্তর - D]
78. উদ্ভিদের বৃদ্ধি পরিমাপে কোন যন্ত্র ব্যবহার করা হয়? (a) স্প্রিং তুলা (b) অক্সানোমিটার (c) দাঁড়িপাল্লা (d) সবকটি : [উত্তর - B]
79. প্রদত্ত কোনটি লোহার চিহ্ন? (a) Cl (b) Fe (c) Ag (d) Bel : [উত্তর - B]
80. জিয়ার্ডিয়া হল একপ্রকার (a) ব্যাকটেরিয়া (b) ফানজাই (c) প্রোটোজোয়া (d) প্ল্যান্টি : [উত্তর - C]
81. একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয় (a) গণ (b) প্রজাতি (c) গোত্র (d) শ্রেণি : [উত্তর - B]
82. বুদবুদের সাহায্যে বাসা তৈরি করে (a) সী-হর্স (b) শোল (c) প্যারাডাইস (d) তেলাপিয়া মাছ : [উত্তর - C]
83. একটি চৌম্বক পদার্থ হল (a) তামা (b) সোনা (c) নিকেল (d) দস্তা : [উত্তর - C]
84. নততল যত হেলানো হয় তার যান্ত্রিক সুবিধা (a) তত বাড়ে (b) তত কমে (c) একই থাকে (d) বলা সম্ভব নয় : [উত্তর - A]
85. অণু-পরমাণুর পরিমাপের একক হল- (a) ক্যান্ডেলা (b) মোল (c) অ্যাম্পিয়ার (d) মিটার : [উত্তর - B]
86. Panthera tigris কার বিজ্ঞানসম্মত নাম? (a) বাঘ (b) হাতি (c) সিংহ (d) গন্ডার : [উত্তর - A]
87. সোনার ল্যাটিন নাম হল- (a) স্টিবনাইট (b) ন্যাট্রিয়াম (c) অরাম (d) আর্জেনটাম : [উত্তর - C]
88. কোনো গাছের বীজ ফলের মধ্যে থাকলে সেটি হল (a) ফার্নজাতীয় উদ্ভিদ (b) অপুষ্পক উদ্ভিদ (c) গুপ্তবীজী উদ্ভিদ (d) ব্যস্তবীজী উদ্ভিদ : [উত্তর - C]
89. বাঘেরা কীভাবে মূত্রের মধ্যে গন্ধ মিশিয়ে নিজের এলাকা চিহ্নিত করে সেই বিষয়ে গবেষণা করেছেন- (a) রতনলাল ব্রহ্মচারী (b) এম কে চন্দ্রশেখর (c) সালিম আলি (d) রাঘবেন্দ্র গাডাগকার : [উত্তর - A]
90. একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হল- (a) খড় (b) পুরোনো কাগজ (c) ইনজেকশনের সিরিঞ্জ (d) ফলের খোসা : [উত্তর - C]
91. কোন রাশিটি মৌলিক রাশি নয়? (a) ভর (b) দৈর্ঘ্য (c) আয়তন (d) সময় : [উত্তর - C]
92. সৌরকুকার চালু করা হল এখানে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হচ্ছে? - (a) তাপশক্তি আলোকশক্তিতে (b) আলোকশক্তি তাপশক্তিতে (c) রাসায়নিক শক্তি তাপশক্তিতে (d) পারমাণবিক শক্তি রাসায়নিক শক্তিতে : [উত্তর - B]
93. বেরিয়ামের চিহ্ন হল (a) B (b) Ba (c) Be (d) Bri : [উত্তর - B]
94. স্প্রিং তুলা দ্বারা মাপা হয় (a) গতিবেগ (b) ভর (c) আয়তন (d) ওজন : [উত্তর - D]
95. গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায় (a) 1 মিনিট (b) 1 ঘণ্টা (c) 1 সেকেন্ড (d) 1 দিন : [উত্তর - B]
96. একটি স্পর্শহীন বল হল- (a) চৌম্বক বল (b) ঘর্ষণ বল (c) ঠেলা বল (d) টানা বল : [উত্তর - A]
97. একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হল- (a) কয়লা (b) প্রাকৃতিক গ্যাস (c) পেট্রোলিয়াম (d) সূর্য : [উত্তর - D]
98. একটি প্রথম শ্রেণির লিভারের উদাহরণ হল- (a) চিমটা (b) মাছ ধরার ছিপ (c) সুপারি কাটার জাঁতি (d) কাঁচি : [উত্তর - D]
99. মটরের খোসাটি ছাড়ালে বীজপত্র পাওয়া যায়- (a) 1টি (b) ২টি (c) 3টি (d) 4টি : [উত্তর - B]
100. প্রদত্ত কোন্ প্রাণীটি উইপোকার ঢিবিতে কাঠি ঢুকিয়ে উই শিকার করে? (a) হাতি (b) চিতা (c) শিম্পাঞ্জি (d) হরিণ : [উত্তর - C]
101. প্রদত্ত কোনটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য? (a) খাবারের ঠোঙা (b) পচা ফল (c) তরকারির খোসা (d) তুলো : [উত্তর - D]
102. একটি তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ হল (a) লোহা (b) তামা (c) ইউরেনিয়াম (d) অ্যালুমিনিয়াম : [উত্তর - C]
103. হাইড্রোজেন ক্লোরাইড যৌগের অণু কী কী মৌল দিয়ে গঠিত? (a) কার্বন ও হাইড্রোজেন (b) অক্সিজেন ও হাইড্রোজেন (c) হাইড্রোজেন ও ক্লোরিন (d) নাইট্রোজেন ও ক্লোরিন : [উত্তর - C]
104. তুমি একটি স্ক্রু-ড্রাইভার দিয়ে একটি স্কু-কে ঢোকাচ্ছ স্কু-ড্রাইভারটিকে তুমি কী যন্ত্র হিসেবে ব্যবহার করছো? (a) নততল (b) কপিকল (c) চক্র ও অক্ষদন্ড (d) লিভার : [উত্তর - C]
105. বাথটব (Bathtub)-এর মেঝেতে কী প্রকারের সরল যন্ত্রের ব্যবহার দেখা যায়? (a) স্কু (b) নততল (c) গোঁজ (ফলা) (d) কপিকল : [উত্তর - B]
106. নীচের কোটি কেবলমাত্র মৌলসমূহের তালিকা? (a) বায়ু জল মাটি (b) হাইড্রোজেন অক্সিজেন পিতল (c) বারুদ চিনি সিসা (d) ক্যালশিয়াম গন্ধক কাঠকয়লা : [উত্তর - B]
107. চিনি ও বালির মিশ্রণ থেকে চিনিকে পৃথক করার সঠিক ক্রমটি হল (a) দ্রবীভবন পরিস্রাবণ কেলাসন (b) কেলাসন দ্রবীভবন পরিস্রাবণ (c) দ্রবীভবন কেলাসন চুম্বকের সাহায্যে পৃথকীকরণ (d) দ্রবীভবন কেলাসন পরিস্রাবণ : [উত্তর - A]
108. দৈর্ঘ্য পরিমাপের প্রাচীনতম একক হল (a) বিঘত (Finger Span) (b) হাত (Cubit) (c) বাঁও (চারিহাত পরিমাণ দৈর্ঘ্য বা Fathom) (d) পদক্ষেপ (Pace) : [উত্তর - A]
109. প্রদত্ত কোনটি সময়ের ব্যবধানকে প্রকাশ করে?- (a) সারাদিন (b) এক সেকেন্ড (c) বিদ্যালয়ের ছুটির ঘণ্টা (d) বিদ্যালয়ের একটি পিরিয়ড : [উত্তর - B]
110. বলের প্রভাবে প্রদত্ত কোন্ পরিবর্তনটি বস্তুর ক্ষেত্রে লক্ষ করা যায় না? (a) ভর (b) আকৃতি (c) সংঘটিত ঘটনার মাত্রা (d) গতীয় অবস্থা : [উত্তর - A]
111. বিদ্যালয়ের মাঠে তুমি একটি ফুটবলকে লাথি (Kick) মারায় বলটা কিছু দূর গড়িয়ে যাওয়ার পর থেমে গেল বলটিকে থামাল কোন্ বল? (a) পেশি শক্তি (b) যান্ত্রিক বল (c) অভিকর্ষ বল (d) ঘর্ষণ বল : [উত্তর - D]
112. ভারতীয় পাখিদের আচরণ নিয়ে লিখেছেন (a) সালিম আলি (b) রতনলাল ব্রহ্মচারী (c) এম কে চন্দ্রশেখর (d) গোপালচন্দ্র ভট্টাচার্য : [উত্তর - A]
113. কোটি বিষধর সাপ নয়? (a) চন্দ্রবোড়া (b) জলঢোড়া (c) কেউটে (d) কালাচ : [উত্তর - B]
114. মাটিতে লম্বা করে খাঁজ কেটে বাসা বানায় (a) সী-হর্স (b) তেলাপিয়া (c) প্যারাডাইস (d) শোল মাছ : [উত্তর - B]
115. কোনটি বর্জ্য পদার্থের বৈশিষ্ট্য নয়? (a) কিছুটা স্থান দখল করে থাকে (b) দুর্গন্ধযুক্ত হয় (c) ওজন আছে (d) দূষণ ঘটায় না : [উত্তর - D]
116. প্রদত্ত কোনটি আর্থ্রোপোডা পর্বভুক্ত? (a) গোলকৃমি (b) স্টারফিশ (c) মাকড়সা (d) মানুষ : [উত্তর - C]
117. ব্যাকটেরিয়া যে রাজ্যের অন্তর্গত সেটি হল (a) মোনেরা (b) প্রোটিস্টা (c) শৈবাল (d) ফানজাই : [উত্তর - A]
118. কোন্ উদ্ভিদগোষ্ঠী সালোকসংশ্লেষে অক্ষম? (a) শৈবাল (b) টেরিডোফাইট (c) ব্রায়োফাইট (d) ছত্রাক : [উত্তর - D]
119. চাষের জমি থেকে উৎপন্ন একটি বর্জ্য হল (a) তুলো (b) প্লাস্টিক (c) ডিডিটি (d) ভাঙা লাইট : [উত্তর - C]
120. সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী হল (a) গোরু (b) তিমি (c) তারা মাছ (d) সী-হর্স : [উত্তর - B]
121. কোটি বৃক্ষ (Tree)-এর বৈশিষ্ট্য? (a) কান্ড কাষ্ঠল (b) লতিয়ে চলে (c) ঝোপের মতো দেখতে (d) কম শাখাপ্রশাখা যুক্ত : [উত্তর - A]
122. প্রদত্ত কোনটি একটি জটিল যন্ত্র? (a) সূচ (b) সেলাই মেশিন (c) ছেনি (d) শব্দ : [উত্তর - B]
123. স্কু হল একধরনের (a) চক্র ও অক্ষদন্ড (b) নততল (c) লিভার (d) পুলি : [উত্তর - B]
124. বাঘের বৈজ্ঞানিক নাম হল (a) টাইগার (b) শের (c) পুলি (d) প্যানথেরা টাইগ্রিস : [উত্তর - D]
125. প্রদত্ত কোনটি একটি বীরুৎ শ্রোণির গাছ? (a) কলা গাছ (b) আম গাছ (c) আলু গাছ (d) কাঁঠাল গাছ : [উত্তর - C]
126. লাল পিঁপড়ে এবং কালো পিঁপড়ের মধ্যে বেশি বুদ্ধিমান হল- (a) কালো পিঁপড়ে (b) লাল পিঁপড়ে (c) উভয়েই সমান বুদ্ধিমান (d) কেউই বুদ্ধিমান নয় : [উত্তর - A]
127. গাছের কাঠে উপস্থিত সেলুলোজ কোন প্রাণীর খাদ্য? (a) পিঁপড়ে (b) উইপোকা (c) মৌমাছি (d) কাক : [উত্তর - B]
128. ম্যালেরিয়ার জীবাণু ছড়ায় কোন প্রকারের মশা (a) অ্যানোফিলিস (b) ইডিস (c) কিউলেক্স (d) সবকটি : [উত্তর - A]
129. প্রদত্ত কোনটি একটি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ? (a) ধাতু (b) প্লাস্টিক (c) পচা সবজি (d) নাইলন : [উত্তর - C]
130. দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা এটি 4R পদ্ধতির কোন্ দিকটিকে তুলে ধরে - (a) Reduce (b) Reuse (c) Recycle (d) Refuse : [উত্তর - D]
131. প্রদত্ত কোনটি ধাতু নয় (a) সোনা (b) রূপো (c) গন্ধক (d) দস্তা : [উত্তর - C]
132. পটাশিয়ামের ল্যাটিন নাম হল (a) Kalium (b) Natrium (c) Cuprum (d) Ferrum : [উত্তর - A]
133. হিলিয়াম মৌলের পারমাণবিকতা হল (a) 1 (b) 2. (c) 3. (d) 4 : [উত্তর - A]
134. π -এর মান হল- (a) 1.14 (b) 2.14 (c) 3.14 (d) 4.14 : [উত্তর - C]
135. 1 ঘণ্টা 45 মিনিটের সমান হল (a) 100 মিনিট (b) 105 মিনিট (c) 105 ঘন্টা (d) কোনোটিই নয় : [উত্তর - B]
136. তুমি লাঠি দিয়ে ঢাক বাজালে এখানে কোন্ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়েছে- (a) যান্ত্রিক শস্ত্রি (b) তড়িৎশক্তি (c) আলোক শক্তি (d) তাপশস্ত্রি : [উত্তর - A]
137. উদ্ভিদ তার দেহে যে খাদ্য তৈরি করে সেই খাদ্যের শক্তির উৎস হল (a) সৌরশক্তি (b) জলবিদ্যুৎ শক্তি (c) তাপশক্তি (d) তড়িৎশক্তি : [উত্তর - A]
138. প্রদত্ত কোনটি জটিল যন্ত্রের উদাহরণ? (a) ছুরি (b) সুচ (c) সেলাই মেশিন (d) কাঁচি : [উত্তর - C]
139. একটি ব্যস্তবীজী উদ্ভিদের নাম হল (a) আম (b) আম (c) কলা (d) পাইন : [উত্তর - D]
140. কোন্ মশা ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে r - (a) ইডিস (b) কিউলেক্স (c) অ্যানোফিলিস (d) কোনোটিই নয় : [উত্তর - C]
141. প্রদত্ত কোনটি প্রথম শ্রেণির খাদক - (a) মানুষ (b) বাঘ (c) সাপ (d) গোরু : [উত্তর - D]
142. হাইড্রোজেন সালফাইডের সংকেত হল (a) CO2 (b) H2O (c) H2S (d) N2 : [উত্তর - C]
143. কোন্ শক্তি আমরা সূর্য থেকে পাই না? (a) তাপ শক্তি (b) বায়ু শক্তি (c) জোয়ারভাটা শক্তি (d) পারমাণবিক শক্তি : [উত্তর - D]
144. স্কু-এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে একটি (a) পুলি (b) নততল (c) কোনোটিই নয় (d) অক্ষদণ্ড : [উত্তর - B]
145. মাছ ধরার ছিপ (a) প্রথম শ্রেণির লিভার (b) দ্বিতীয় শ্রেণির লিভার (c) তৃতীয় শ্রেণির লিভার (d) পুলি : [উত্তর - C]
146. জলের রেশম কী ধরনের উদ্ভিদ? (a) মস (b) শ্যাওলা (c) ফার্ন (d) কোনোটিই নয় : [উত্তর - B]
147. এককোশী জীবদের রাজ্যকে বলা হয় (a) মোনেরা (b) ফানজাই (c) প্ল্যান্টি (d) প্রোটিস্টা : [উত্তর - D]
148. দুধ থেকে দই তৈরি করতে দইয়ের সাজা দেওয়া হয় এই দইয়ের সাজা প্রকৃতপক্ষে (a) ব্যাকটেরিয়া (b) ভাইরাস (c) ছত্রাক (d) প্রোটোজোয়া : [উত্তর - A]
149. সেলুলোজ হজম করে (a) পিঁপড়ে (b) উইপোকা (c) মৌমাছি (d) বোলতা : [উত্তর - B]
150. মৌমাছির দেহে থাকে (a) দুটি ডানা (b) চারটি ডানা (c) ছয়টি ডানা (d) আটটি ডানা : [উত্তর - B]
151. কলকারখানার বর্জ্য পদার্থ হাসপাতালের বর্জ্য পদার্থ আমাদের (a) ক্ষতি করে না (b) অল্প ক্ষতি করে (c) অনেক বেশি ক্ষতি করে (d) কোনোটিই নয় : [উত্তর - C]
152. প্লাস্টিকের ঠোঙা জাতীয় আবর্জনার প্রকৃতি হল (a) তরল (b) কঠিন (c) গ্যাসীয় (d) কোনোটিই নয় : [উত্তর - B]
153. প্রদত্ত কোন্ বর্জ্য পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যেতে পারে?- (a) কম্পিউটারের ক্যাবিনেট (b) পটলের খোসা (c) কাচের টুকরো (d) প্লাস্টিকের পাইপের টুকরো : [উত্তর - B]
154. একটি তরল ধাতু হল (a) জল (b) পারদ (c) সোডিয়াম (d) ব্রোমিন : [উত্তর - B]
155. পটাশিয়াম মৌলের চিহ্ন হল (a) K (b) Pt (c) I (d) Na : [উত্তর - A]
156. প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? (a) তামা (b) পারদ (c) গ্রাফাইট (d) লোহা : [উত্তর - C]
157. বস্তুর ভরকে তার আয়তন দিয়ে ভাগ করলে পাওয়া যায় বস্তুটির (a) ঘনত্ব (b) দ্রুতি (c) ভরবেগ (d) বেগ : [উত্তর - A]
158. একটি মৌলিক রাশি হল (a) ক্ষেত্রফল (b) দৈর্ঘ্য (c) ঘনত্ব (d) বেগ : [উত্তর - B]
159. প্রমাণ মিটারের সংজ্ঞায় উল্লিখিত দণ্ডে ব্যবহৃত সংকর ধাতুতে প্ল্যাটিনাম থাকে (a) 10% (b) 20% (c) 80% (d) 90% : [উত্তর - D]
160. ঘর্ষণের ফলে উৎপন্ন হয় (a) আলো (b) তাপ (c) তড়িৎ (d) শব্দ : [উত্তর - B]
161. একটি পাথরকে ওপরদিকে ছোঁড়া হল ঘটনাটিতে রূপান্তর ঘটে- (a) গতিশক্তি থেকে স্থিতিশক্তি (b) স্থিতিশক্তি থেকে গতিশক্তি (c) যান্ত্রিকশক্তি থেকে শব্দশক্তি (d) শব্দশক্তি থেকে যান্ত্রিকশক্তিতে : [উত্তর - A]
162. পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্যশৃঙ্খলগুলি মিলে তৈরি হয় (a) খাদ্য পিরামিড (b) পুষ্টিস্তর (c) খাদ্যজাল (d) খাদ্যশৃঙ্খল : [উত্তর - C]
163. প্রমাণ মিটারের সংজ্ঞায় দণ্ডটির উষ্ণতা হল- (a) 0°C (b) 100°C (c) 10°C (d) 50°C : [উত্তর - A]
164. তরল ধাতু হল - (a) গ্রাফাইট (b) পারদ (c) অ্যালুমিনিয়াম (d) লোহা : [উত্তর - B]
165. প্রদত্ত কোন্ বর্জ্য পদার্থটি মাটির সঙ্গে মিশে যায় না? (a) কাচ (b) নাইলন (c) প্লাস্টিক (d) সবগুলি : [উত্তর - D]
166. বাংলার কীটপতঙ্গ বইটির লেখক হলেন- (a) সালিম আলি (b) গোপালচন্দ্র ভট্টাচার্য (c) রাখবেন্দ্র গাভাগকার (d) এম কে চন্দ্রশেখর : [উত্তর - B]
167. সুপারি কাটার জাঁতি হল যে শ্রেণির লিভার (a) প্রথম (b) দ্বিতীয় (c) তৃতীয় (d) কোনোটিই নয় : [উত্তর - B]
168. পাইন হল (a) ব্যক্তবীজী (b) গুপ্তবীজী (c) মস (d) ফার্ন জাতীয় উদ্ভিদ : [উত্তর - A]
169. বেমানান শব্দটি খুঁজে লেখো (a) গ্রিজ (b) জল (c) পোড়া মোবিল (d) পিচ্ছিলকারক তেল : [উত্তর - B]
170. বেমানান শব্দটি খুঁজে লেখো (a) সোনা (b) হিরে (c) রূপো (d) প্ল্যাটিনাম : [উত্তর - B]
171. একটি সরল যন্ত্রের উদাহরণ হল- (a) সেলাই যন্ত্র (b) ড্রিল যন্ত্র (c) কলম (d) ছাপার যন্ত্র : [উত্তর - C]
172. জলজ রেশম হল এক ধরনের (a) শ্যাওলা (b) মস (c) ফার্ন (d) ছত্রাক : [উত্তর - A]
173. মানুষের হাত কোন্ শ্রেণির লিভার? (a) প্রথম শ্রেণির (b) দ্বিতীয় শ্রেণির (c) তৃতীয় শ্রেণির (d) কোনোটিই নয় : [উত্তর - C]
174. বাজার থেকে পাওয়া বর্জ্য হল (a) DDT (b) পাইপের টুকরো (c) রাসায়নিক পদার্থ (d) পচা সবজি : [উত্তর - D]
175. সোনার চিহ্ন হল- (a) Au (b) Hg (c) Ag (d) Pb : [উত্তর - A]
176. ঘর্ষণ বল গতিশীল বস্তুর গতিকে (a) বাড়িয়ে দেয় (b) সমান রাখে (c) কিছুই করে না (d) কমিয়ে দেয় : [উত্তর - D]
177. একটি চৌম্বক পদার্থের উদাহরণ হল (a) সোনা (b) সিলিকন (c) নিকেল (d) রূপো : [উত্তর - C]
178. লব্ধ রাশিটি হল- (a) আয়তন (b) দৈর্ঘ্য (c) ভর (d) সময় : [উত্তর - A]
179. নৌকার হালের কাজ করে মাছের যে পাখনা সেটি হল (a) শ্রোণি পাখনা (b) বক্ষ পাখনা (c) পুচ্ছ পাখনা (d) পায়ু পাখনা : [উত্তর - C]
180. বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা (a) একমুখী (b) দ্বিমুখী (c) বহুমুখী (d) ত্রিমুখী : [উত্তর - A]
181. তড়িৎ পরিবহণ করে (a) গ্রাফাইট (b) কাঠকয়লা (c) ব্রোমিন (d) হিরে : [উত্তর - A]
182. ফাইলেরিয়া রোগের জীবাণু ছড়ায় (a) ইডিস মশা (b) অ্যানোফিলিস মশা (c) কিউলেক্স মশা (d) মাছি : [উত্তর - C]
183. বাংলার কীটপতঙ্গ বইটি কার লেখা? (a) সালিম আলি (b) রতনলাল ব্রহ্মচারী (c) রাঘবেন্দ্র গাডাগকর (d) গোপালচন্দ্র ভট্টাচার্য্য : [উত্তর - D]
184. কান্ড দুর্বল নরম রসালো শাখাহীন উদ্ভিদের বলে- (a) গুল্ম (b) বীরুৎ (c) বৃক্ষ (d) শ্যাওলা : [উত্তর - B]
185. প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ (a) তামা (b) সোনা (c) রূপো (d) পাথুরে চুন : [উত্তর - D]
186. পারদ হল একটি- (a) তরল ধাতু (b) কঠিন ধাতু (c) গ্যাস (d) তরল অধাতু : [উত্তর - A]
187. স্পর্শহীন বল হল- (a) চাপ (b) আয়তন (c) বস্তুকে টানা (d) ওজন : [উত্তর - D]
188. আলম্ব একেবারে প্রান্তে অবস্থান করলে সেটি হবে- (a) প্রথম শ্রেণির লিভার (b) দ্বিতীয় শ্রেণির লিভার (c) তৃতীয় শ্রেণির লিভার (d) b ও c উভয়ই : [উত্তর - D]
189. বৃদ্ধির হার বলতে বোঝায় (a) বৃদ্ধি/সময় (b) সময়/বৃশিদ (c) বৃদ্ধি সময় (d) সময় বৃদ্ধি : [উত্তর - A]
190. কোন বর্জ্য পদার্থটি মাটিকে দূষিত করে না (a) কাচের টুকরো (b) প্লাস্টিকের ব্যাগ (c) থার্মোকল (d) কলার খোসা : [উত্তর - D]
191. ঘর্ষণ বল গতিশীল বস্তুর গতিকে (a) বাড়িয়ে দেয় (b) কিছুই করে না (c) কমিয়ে দেয় (d) সমান রাখে : [উত্তর - C]
192. কোন রাশিটি মৌলিক রাশি নয়? (a) ভর (b) দৈর্ঘা (c) সময় (d) ত্বরণ : [উত্তর - D]
193. একটি ফার্নের উদাহরণ হল (a) শ্যাওলা (b) পাইন (c) শুশনি শাক (d) ঢেঁকি শাক : [উত্তর - D]
194. কলেরা রোগের জীবাণুটি হল একপ্রকার (a) ভাইরাস (b) ছত্রাক (c) ব্যাকটেরিয়া (d) প্রোটোজোয়া : [উত্তর - C]
195. পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যটি হল (a) পুরোনো লোহার রড (b) তরকারির খোসা (c) চটের ব্যাগ (d) পচা লেবু : [উত্তর - C]
196. তিমির সাঁতার কাটার অঙ্গোর নাম হল (a) ফ্লিপার (b) ফুসফুস (c) ব্লাবার (d) ফুলকা : [উত্তর - A]
197. কোন্ বিজ্ঞানী মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন- (a) আঁ আঁরি ফ্যাবা (b) কার্ল ফন ফ্রিশ (c) নিকো টিনবারজেন (d) এম কে চন্দ্রশেখর : [উত্তর - B]
198. স্ক্রু-এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে একটি (a) লিভার (b) নততল (c) পুলি (d) চক্র ও অক্ষদণ্ড : [উত্তর - B]
199. আলম্ব ও বাধার মাঝখানে বল প্রয়োগ করা হয়- (a) প্রথম শ্রেণির লিভারে (b) দ্বিতীয় শ্রেণির লিভারে (c) তৃতীয় শ্রেণির লিভারে (d) চতুর্থ শ্রেণির লিভারে : [উত্তর - C]
200. যৌগিক পদার্থ হল (a) অক্সিজেন (b) কার্বন ডাইঅক্সাইড (c) হাইড্রোজেন (d) নাইট্রোজেন : [উত্তর - B]
201. ম্যাঙ্গানিজের চিহ্ন হল- (a) Mg (b) Cr (c) Mn (d) Na : [উত্তর - A]
202. মৌলিক রাশি হল (a) ক্ষেত্রফল (b) ঘনত্ব (c) ভর (d) বেগ : [উত্তর - C]
203. ডিজিট্যাল ঘড়ির সাহায্যে ন্যূনতম যে সময় পরিম করা সম্ভব তা হল (a) 0.1 s (b) 0.01 s (c) 0.001 s (d) 1 s : [উত্তর - B]
204. হাততালি দেওয়ার সময় কোন্ শক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়?- (a) রাসায়নিক শক্তি (b) পারমাণবিক শক্তি (c) তাপশক্তি (d) যান্ত্রিক শক্তি : [উত্তর - D]
205. নবীকরণযোগ্য শক্তি উৎস হল (a) কয়লা শক্তি (b) পেট্রোলিয়াম (c) প্রাকৃতিক গ্যাস (d) বায়ুশক্তি : [উত্তর - D]
206. পটাশিয়াম মৌলের চিহ্ন হল- (a) P (b) Pt (c) K (d) I : [উত্তর - C]
207. কোন্ শ্রেণির মেরুদন্ডী প্রাণী লার্ভাদশায় জলে এবং পরিণত দশায় ডাঙায় বাস করে?- (a) মাংস (b) উভচর (c) সরীসৃপ (d) স্তন্যপায়ী : [উত্তর - B]
208. ম্যালেরিয়া রোগের জীবাণু কোন্ জীব রাজ্যের অন্তর্গত? (a) প্রোটিস্টা (b) মোনেরা (c) ছত্রাক (d) মোলাস্কা : [উত্তর - B]
209. কোন্ বিজ্ঞানী সর্বপ্রথম দ্বিপদ নামকরণ প্রচলন করেন? (a) ডব্লিউ জি রোসেন (b) সি স্মিথ (c) জেলার (d) ক্যারোলাস লিনিয়াস : [উত্তর - D]
210. প্রদত্ত কোন্ মশা ডেঙ্গি জ্বর সৃষ্টি করে? (a) অ্যানোফিলিস (b) কিউলেক্স (c) ইডিস (d) কোনোটিই নয় : [উত্তর - C]
211. প্রদত্ত কোনটিবিষধর সাপ নয়? (a) চন্দ্রবোড়া (b) কেউটে (c) মেটুলি (d) গোখরো : [উত্তর - C]
212. 4R পদ্ধতিতে প্রথম R -এর অর্থ হল (a) পুনর্ব্যবহার (b) কমিয়ে আনা (c) প্রত্যাখ্যান করা (d) পুনর্নবীকরণ : [উত্তর - B]
213. জমা জলে বংশবিস্তার করে (a) টিকটিকি (b) ছারপোকা (c) মাছি (d) মশা : [উত্তর - D]
214. মাকড়সা যে পর্বের প্রাণী তা হল (a) অ্যানিলিডা (b) মোলাস্কা (c) আর্থোপোডা (d) একাইনোডারমাটা : [উত্তর - C]
215. সবচেয়ে বুদ্ধিমান পিঁপড়ে হল (a) লাল পিঁপড়ে (b) কালো পিঁপড়ে (c) যাযাবর পিঁপড়ে (d) চাষি পিঁপড়ে : [উত্তর - B]
216. আমাদের প্রতিদিনের কাজের জন্য দরকারি শক্তি আমরা পাই (a) সূর্য (b) জল (c) খনিজ পদার্থ (d) খাদ্য থেকে : [উত্তর - D]
217. প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির কত শতাংশ দেহ গথনের কাজে লাগে ? (a) 10 শতাংশ (b) 0.01 শতাংশ (c) 15 শতাংশ (d) 20 শতাংশ জীবদের দেহ গঠনে কাজে লাগে : [উত্তর - A]
218. এ (পাই)-এর মান হল (a) 3.14 (b) 1.14 (c) 2.14 (d) 4.141 : [উত্তর - A]
219. নৌকার দাঁড় হল (a) প্রথম শ্রেণির লিভার (b) দ্বিতীয় শ্রেণির লিভার (c) তৃতীয় শ্রেণির লিভার (d) কোনোটিই নয় : [উত্তর - B]
220. Ca যে মৌলটির চিহ্ন তা হল (a) কোবাল্ট (b) ক্যালশিয়াম (c) ক্লোরিন (d) ক্রোমিয়াম : [উত্তর - B]
221. সবচেয়ে হালকা মৌল (a) কার্বন (b) হাইড্রোজেন (c) নাইট্রোজেন (d) অক্সিজেন : [উত্তর - B]
222. এককোশী জীবের রাজ্য হল (a) প্রোটিস্টা (b) মোনেয়া (c) গ্ল্যান্টি (d) আঅ্যানিমালিয়া : [উত্তর - A]
223. ডেকামিটার এককের চিহ্ন হল (a) dm (b) dem (c) dam (d) dem : [উত্তর - C]
224. খাদ্যলবণ কী কী মৌল দিয়ে তৈরি- (a) ক্যালশিয়াম ও অক্সিজেন (b) হাইড্রোজেন ও অক্সিজেন (c) কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন (d) সোডিয়াম ও ক্লোরিন : [উত্তর - D]
225. প্রদত্ত কোনটি তরল পদার্থ? (a) ধোঁয়া (b) কপূর (c) তামা (d) পারদ : [উত্তর - D]
226. জোঁক হল একপ্রকার (a) মোলাস্কা (b) অ্যানিলিডা (c) আর্থোপোডা (d) প্ল্যাটিহেলমিনথেস : [উত্তর - B]
227. মৌমাছির দেহের যাম হল আসলে (a) মধু (b) মোম (c) নেকটার (d) কোনোটিই নয় : [উত্তর - B]
228. মিথেনের সংকেত হল- (a) C₁₂ (b) C₂H₄. (c) CH. (d) CH4 : [উত্তর - D]
229. কোন্ পর্বের প্রাণীদের মুখ দেহের নীচের দিকে অবস্থিত (a) মোলাস্কা (b) একাইনোডারমাটা (c) অ্যানিলিডা (d) আর্থোপোডা : [উত্তর - B]
230. স্প্রিং তুলা দিয়ে মাপা হয় বস্তুর (a) ওজন (b) ভর (c) আয়তন (d) দৈর্ঘ্য : [উত্তর - A]
231. স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া যায় এমন বর্জ্য পদার্থ হল (a) ছাই (b) পচা ফল (c) ইনজেকশনের সিরিঞ্জ (d) সবজির খোসা : [উত্তর - C]
232. কোন্ রাশিটি মৌলিক নয়? (a) আয়তন (b) দৈর্ঘ্য (c) সময় (d) ভর : [উত্তর - A]
233. পৃথিবীর সবচেয়ে বড়ো প্রাণী হল (a) বাঘ (b) হাতি (c) জিরাফ (d) নীল তিমি : [উত্তর - D]
234. স্পর্শহীন বল হল (a) চাপ (b) আয়তন (c) বস্তুকে টানা (d) ওজন : [উত্তর - D]
235. প্রদত্ত কোনটি জটিল যন্ত্র? (a) করাত (b) ছেনি (c) সেলাই যন্ত্র (d) চাকা : [উত্তর - C]
236. প্রকৃতিতে মৌলের সংখ্যা (a) 96টি (b) 105টি (c) 94টি (d) 102টি : [উত্তর - B]
237. ঢাক বাজলে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় (a) আলোক (b) শব্দ (c) বিদ্যুৎ (d) চুম্বক শক্তিতে : [উত্তর - B]
238. অক্টোপাসের পর্ব হল- (a) নিডারিয়া (b) মোলাস্কা (c) অ্যানিলিডা (d) একাইনোডারমাটা : [উত্তর - B]
239. তড়িৎ প্রবাহমাত্রার একক হল (a) কেলভিন (b) ক্যান্ডেলা (c) অ্যাম্পিয়ার (d) ক্যারাট : [উত্তর - C]
240. এদের মধ্যে কোন্ সাপ সরাসরি বাচ্চা প্রসব করে (a) কেউটে (b) গোখরো (c) চন্দ্রবোড়া (d) দাঁড়াশ : [উত্তর - C]
241. এদের মধ্যে দিনের বেলায় কামড়ায় কোন্ মশা? (a) এডিস (b) কিউলেক্স (c) অ্যানোফিলিস (d) কোনোটিই নয় : [উত্তর - A]
242. শামুক কোন পর্বের প্রাণী (a) আর্থোপোডা (b) মোলাস্কা (c) অ্যানিলিডা (d) একাইনোডারমাটা : [উত্তর - B]
243. শুঁয়োপোকাদের সারিবদ্ধভাবে চলবার একগুঁয়ে স্বভাব নিয়ে লেখেন কোন্ বিজ্ঞানী- (a) আঁ আঁরি ফ্যাবা (b) কনরাড লোরেঞ্জ (c) জেন গুডাল (d) কার্ল ফন ফ্রিশ : [উত্তর - A]
244. হাইড্রোজেন অণুর সংকেত কোনটি? (a) H (b) 2H (c) H₂ (d) H : [উত্তর - C]
245. জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু হল- (a) ভাইরাস (b) ব্যাকটেরিয়া (c) ছত্রাক (d) শৈবাল : [উত্তর - A]
246. এম কে চন্দ্রশেখর কোন প্রাণী নিয়ে গবেষণা করেছিলেন? (a) কুকুর (b) বাথ (c) শিম্পাঞ্জি (d) বাদুড় : [উত্তর - D]
247. আলম্ব শেষ প্রান্তে থাকে কোন্ শ্রেণির লিভারে (a) প্রথম (b) দ্বিতীয় (c) তৃতীয় (d) দ্বিতীয় ও তৃতীয় উভয় শ্রেণির লিভারে : [উত্তর - D]
248. দাদ একটি- (a) ভাইরাস (b) ব্যাকটেরিয়া (c) আদ্যপ্রাণী (d) ছত্রাক ঘটিত রোগ : [উত্তর - C]
249. মানবদেহের উচ্চতা পরিমাপ করা হয় সাধারণত- (a) মিটার স্কেলে (b) সেন্টিমিটার স্কেলে (c) ডেসিমিটার স্কেলে (d) মিলিমিটার স্কেলে : [উত্তর - B]
250. আনততলের দৈর্ঘ্য আনততলের উচ্চতার চেয়ে বড়ো হওয়ায় আনততলের যান্ত্রিক সুবিধা হয়- (a) 1-এর বেশি (b) 1-এর কম (c) 1-এর সমান (d) শূন্য : [উত্তর - A]
251. হিলিয়াম হল- (a) তেজস্ক্রিয় পদার্থ (b) মিশ্র পদার্থ (c) মৌলিক পদার্থ (d) যৌগিক পদার্থ : [উত্তর - C]
252. বল বাধা ও আলম্ব-এর অবস্থান ভেদে লিভার (a) তিন প্রকার (b) দুই প্রকার (c) চার প্রকার (d) পাঁচ প্রকার : [উত্তর - C]
253. মটরের খোসাটি ছাড়ালে পাওয়া যাবে- (a) একটি বীজপত্র (b) দুটি বীজপত্র (c) তিনটি বীজপত্র (d) চারটি বীজপত্র : [উত্তর - B]
254. প্রদত্ত কোনটিতে মূল কান্ড ও পাতা থাকে না? (a) শ্যাওলা (b) মস (c) ফার্ন (d) ব্যাকটেরিয়া : [উত্তর - A]
255. ভারতীয় পাখিদের বাসস্থান ও আচার-আচরণ নিয়ে গবেষণা করেছেন- (a) সালিম আলি (b) জেন গুডাল (c) চার্লস ডারউইন (d) জঁ আঁরি ফ্যাবা : [উত্তর - A]
256. উইপোকার অন্যতম বৈশিষ্ট্য হল এরা হজম করতে পারে (a) সেলুলোজ (b) প্রোটিন (c) শর্করা (d) ফ্যাট : [উত্তর - A]
257. মৌমাছির ডানার সংখ্যা (a) 2টি (b) 3টি (c) 4টি (d) 5টি : [উত্তর - C]
258. কোন্ ধরনের পিঁপড়ে যুদ্ধে পটু? (a) লাল পিঁপড়ে (b) কালো পিঁপড়ে (c) যাযাবর পিঁপড়ে (d) চাষি পিঁপড়ে : [উত্তর - A]
259. নীচের কোন্ ক্ষেত্রে তড়িৎশক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়?- (a) ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হল (b) মোমবাতি জ্বালানো হল (c) ব্যাটারিচালিত রেডিয়ো চালানো হল (d) কয়লা পোড়ানো হল : [উত্তর - C]
260. SI-তে উষ্ণতার একক হল (a) কেলভিন (b) মোল (c) নিউটন (d) ক্যান্ডেলা : [উত্তর - A]
261. জেন গুডাল কোন্ প্রাণীর আচার-আচরণ নিয়ে গবেষণা করেছেন? (a) পক্ষী (b) ঘোড়া (c) পিঁপড়ে (d) শিম্পাঞ্জি : [উত্তর - D]
262. প্রাচীন মিশরে প্রদত্ত কোন রাশির একক cubit ছিল? (a) দৈর্ঘ্য (b) উষ্ণতা (c) তড়িৎপ্রবাহ (d) ভর : [উত্তর - A]
263. প্রদত্ত কোনটি অনবীকরণযোগ্য শক্তির উৎস? (a) কয়লা (b) পেট্রোলিয়াম (c) প্রাকৃতিক গ্যাস (d) সৌরশক্তি : [উত্তর - C]
264. ফসফরাস ট্রাইক্লোরাইডে ক্লোরিন পরমাণুর সংখ্যা (a) 1 (b) 2 (c) 3 (d) 4 : [উত্তর - D]
265. স্কু-এর কার্যকরী নীতি হল (a) চক্র-অক্ষদন্ড (b) পুলি (c) লিভার (d) নততল : [উত্তর - D]
266. গ্রাফাইট হল- (a) ধাতু (b) অধাতু (c) ধাতুকল্প (d) কোনোটিই নয় : [উত্তর - B]
267. ব্যবহার করা বর্জ্য ফেলে না দিয়ে আবার কাজে লাগানোকে বলে- (a) Reduce (b) Reuse (c) Refuse (d) Recycle | : [উত্তর - B]
268. মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন (a) কার্ল ফন ফ্রিশ (b) নিকো টিনবারজেন (c) কনরাড লোরেঞ্জ (d) জঁ আঁরি ফ্যাবা : [উত্তর - A]
269. জলের অণুতে প্রদত্ত কোন্ মৌলের পরমাণু বর্তমান? (a) কার্বন (b) অক্সিজেন (c) সোডিয়াম (d) নাইট্রোজেন : [উত্তর - B]
270. কানায় কানায় জল ভরতি একটি গ্লাসে একটি পাথরের টুকরো ফেললে গ্লাসের কিছুটা জল উপচে পড়ে গেল যেটুকু জল পড়ল তা পাথরটির কীসের সমান? (a) ভর (b) ওজন (c) আয়তন (d) ঘনত্ব : [উত্তর - C]
271. খাদ্যশৃঙ্খলে শক্তির উৎস (a) খাদ্য (b) গ্লুকোজ (c) ক্লোরোফিল (d) সূর্য : [উত্তর - D]
272. বস্তুর কেবলমাত্র অবস্থান পরিবর্তন হলে বস্তুতে কোন্ ধরনের শক্তি সঞ্চিত হতে পারে?- (a) গতিশক্তি (b) স্থিতিশক্তি (c) তাপশক্তি (d) রাসায়নিক শক্তি : [উত্তর - A]
273. চক্র ও অক্ষদণ্ডে কোথায় বল প্রয়োগ করা হয়? (a) চক্রতে (b) অক্ষদন্ডে (c) ঘূর্ণন অক্ষে (d) বল প্রয়োগ করা হয় না : [উত্তর - A]
274. প্যানথেরা টাইগ্রিস যে প্রাণীর বিজ্ঞানসম্মত নাম তা হল- (a) বাঘ (b) মানুষ (c) পাতিকাক (d) দাঁড় কাক : [উত্তর - A]
275. কার্ল ফন ফ্রিশ যে প্রাণী নিয়ে গবেষণা করেছেন তা হল (a) শুঁয়োপোকা (b) হাঁস (c) বোলতা (d) মৌমাছি : [উত্তর - A]
276. এদের মধ্যে কোনটি সমাজবদ্ধ জীব নয়? (a) বাঘ (b) পিঁপড়ে (c) উইপোকা (d) মৌমাছি : [উত্তর - A]
277. ডেঙ্গির জীবাণু ছড়ায় (a) অ্যানোফিলিস মশা (b) ইডিস মশা (c) মৌমাছি (d) কিউলেক্স মশা : [উত্তর - B]
278. যে বর্জ্য পদার্থ রান্নাঘর থেকে আসে না যেটি হল- (a) মাছের আঁশ (b) ডিমের খোলা (c) আলুর খোসা (d) বাতিল ব্যাটারি : [উত্তর - D]
279. যে বর্জ্য পদার্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে আসে না তা হল- (a) ইনজেকশন সিরিঞ্জ (b) তুলো (c) প্লাস্টার (d) তেল : [উত্তর - D]
280. প্লাস্টিকের ব্যাগের ব্যবহার কমিয়ে আনা 4R-এর যে দিককে চিহ্নিত করে তা হল- (a) Reduce (b) Refuse (c) Recycle (d) Reuse I : [উত্তর - A]
281. SI-তে আলোর তীব্রতার একক (a) ক্যান্ডেলা (b) অ্যাম্পিয়ার (c) মোল (d) কেলভিন : [উত্তর - A]
282. আগুন জ্বলতে সাহায্য করে (a) O₂ (b) CO₂ (c) N₂ (d) H₂ : [উত্তর - A]
283. টিকটিকি হল এক ধরনের (a) পাখি (b) সরীসৃপ (c) স্তন্যপায়ী (d) উভচর : [উত্তর - B]
284. ছোলা হল একটি (a) সপুষ্পক উদ্ভিদ (b) অপুষ্পক উদ্ভিদ (c) দ্বিবীজপত্রী উদ্ভিদ (d) a ও c উভয়ই : [উত্তর - D]
285. গমনে অক্ষম প্রাণী হল (a). স্পঞ্জ (b) তারামাছ (c) অ্যামিবা (d) কেঁচো : [উত্তর - A]
286. কোন্ রাশিটি মৌলিক রাশি নয়? (a) ভর (b) দৈর্ঘ্য (c) সময় (d) আয়তন : [উত্তর - D]
287. কোন্ রাশির একক ডাইন? - (a) বল (b) শক্তি (c) কাজ (d) ক্ষমতা : [উত্তর - A]
288. অ্যামিবার রাজ্য হল (a) মোনেরা (b) প্রোটিস্টা (c) অ্যানিমালিয়া (d)ছত্রাক : [উত্তর - B]
289. ছত্রাক চাষ করে (a) চাষি পিঁপড়ে (b) কালো পিঁপড়ে (c) মৌমাছি (d) লাল পিঁপড়ে : [উত্তর - A]
290. বর্ণহীন ও গন্ধহীন যে গ্যাসটি বায়ুর চেয়ে হালকা সেটি হল (a) O₂ (b) N₂ (c) H₂ (d) CO₂ : [উত্তর - C]
291. প্রথম শ্রেণির খাদক হল (a) ব্যাং (b) খরঘোশ (c) সাপ (d) বাঘ : [উত্তর - B]
292. লব্ধ রাশির উদাহরণ হল (a) আয়তন (b) ভর (c) সময় (d) দৈর্ঘ্য : [উত্তর - A]
293. ইলেকট্রিক ইস্ত্রিতে তড়িৎশক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়? (a) শব্দশক্তি (b) যান্ত্রিক শক্তি (c) চৌম্বকশক্তি (d) তাপশক্তি : [উত্তর - D]
294. স্কু-এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হল (a) লিভার (b) নততল (c) পুলি (d) চক্র ও অক্ষদণ্ড : [উত্তর - B]
295. প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? (a) তামা (b) পারদ (c) লোহা (d) গ্রাফাইট : [উত্তর - D]
296. কুয়ো থেকে জল তোলার জন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয়- (a) নততল (b) লিভার (c) কপিকল (d) ক্রেন : [উত্তর - C]
297. মানুষের হাত হল- (a) প্রথম শ্রেণির লিভার (b) দ্বিতীয় শ্রেণির লিভার (c) তৃতীয় শ্রেণির লিভার (d) কোনোটিই নয় : [উত্তর - C]
298. ছত্রাকদের রাজ্যকে বলা হয় (a) ফানজাই (b) অ্যানিমালিয়া (c) মোনেরা (d) প্রোটিস্টা : [উত্তর - A]
299. প্রদত্ত কোটি জন্যপায়ী প্রাণী (a) মশা (b) তিমি (c) পিঁপড়ে (d) কাঁকড়া : [উত্তর - B]
300. শক্ত চুননির্মিত খোলক ও নরম মাংসল পদ কোন্ পর্বের প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্য? - (a) সন্দ্বিপদ (b) কম্বোজ (c) অঙ্গুরীমাল (d) কণ্টকত্বক : [উত্তর - B]
301. মানুষের হাত কোন্ শ্রেণির লিভার? (a) প্রথম শ্রেণির (b) দ্বিতীয় শ্রেণির (c) তৃতীয় শ্রেণির (d) কোনোটিই নয় : [উত্তর - C]
302. একটি তরল অধাতু হল (a) জল (b) ব্রোমিন (c) বায়ু (d) তামা : [উত্তর - B]
303. একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হল (a) ইনজেকশন সিরিঞ্জ (b) পুরাতন কাগজ (c) ফলের খোসা (d) খড় : [উত্তর - A]
304. স্কু-এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা আসলে একটি (a) লিভার (b) নততল (c) পুলি (d) চক্র : [উত্তর - B]
305. আলোর তীব্রতা মাপার একক হল (a) ক্যান্ডেলা (b) মোল (c) কেলভিন (d) মিটার : [উত্তর - A]
306. SI-তে বলের একক হল (a) ডাইন (b) নিউটন (c) ঘনমিটার (d) সেকেন্ড : [উত্তর - B]
307. উইপোকার প্রধান খাদ্য হল- (a) প্রোটিন (b) ফ্যাট (c) সেলুলোজ (d) ভিটামিন : [উত্তর - C]
308. দইয়ের সাজাতে উপস্থিত জীবাণুটি হল (a) ছত্রাক (b) প্রোটোজোয়া (c) ভাইরাস (d) ব্যাকটেরিয়া : [উত্তর - D]
309. আঁ আঁরি ফ্যাবা কোন্ দেশের বিজ্ঞানী (a) ইতালি (b) ইংল্যান্ড (c) ফ্রান্স (d) স্পেন : [উত্তর - C]
310. অনবীকরণযোগ্য শক্তির উদাহরণ হল (a) জৈব গ্যাস (b) বায়ুশক্তি (c) জীবাশ্ম জ্বালানি (d) ভূ-উত্তাপ শক্তি : [উত্তর - C]
311. টাইফয়েড রোগটি (a) ব্যাকটেরিয়াঘটিত (b) ছত্রাকঘটিত (c) প্রোটোজোয়াখটিত (d) ভাইরাসঘটিত : [উত্তর - A]
312. একটি চৌম্বক পদার্থ হল (a) নিকেল (b) দস্তা (c) সোনা (d) রূপো : [উত্তর - A]
313. কাঁচি এক ধরনের- (a) প্রথম শ্রেণির লিভার (b) দ্বিতীয় শ্রেণির লিভার (c) তৃতীয় শ্রেণির লিভার (d) চতুর্থ শ্রেণির লিভার : [উত্তর - A]
314. প্রদত্ত কোটি জৈব ভঙ্গুর পদার্থ? (a) কাগজ (b) কাচ (c) টিন (d) DDT : [উত্তর - A]
315. অ্যামোনিয়ার সংকেত হল (a) NH3 (b) NH₂ (c) NH4 (d) NH : [উত্তর - C]
316. প্রদত্ত কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? (a) তামা (b) সালফার (c) পারদ (d) হিরে : [উত্তর - D]
317. মানুষের হাত কোন্ শ্রেণির লিভার? (a) প্রথম শ্রেণির (b) দ্বিতীয় শ্রেণির (c) তৃতীয় শ্রেণির (d) কোনোটিই নয় : [উত্তর - C]
318. ছত্রাকদের রাজ্যের নাম হল (a) অ্যানিমালিয়া (b). ফানজাই (c) প্ল্যান্টি (d) প্রোটোজোয়া : [উত্তর - B]
319. আর্থ্রোপোডা পর্বের একটি প্রাণী হল (a) কেঁচো (b) আরশোলা (c) জোঁক (d) গোলকৃমি : [উত্তর - B]
উত্তরপত্র
1.B 2.C 3.B 4.A 5.C 6.C 7.C 8.C 9.C 10.A 11.C 12.B 13.D 14.A 15.A 16.C 17.A 18.B 19.C 20.A 21.C 22.A 23.B 24.D 25.C 26.D 27.C 28.B 29.A 30.C 31.C 32.B 33.C 34.C 35.D 36.C 37.C 38.A 39.D 40.C 41.C 42.D 43.C 44.B 45.C 46.C 47.B 48.D 49.B 50.B 51.D 52.A 53.C 54.B 55.D 56.A 57.A 58.C 59.B 60.A 61.D 62.C 63.C 64.C 65.B 66.C 67.C 68.D 69.B 70.C 71.A 72.C 73.D 74.D 75.C 76.A 77.D 78.B 79.B 80.C 81.B 82.C 83.C 84.A 85.B 86.A 87.C 88.C 89.A 90.C 91.C 92.B 93.B 94.D 95.B 96.A 97.D 98.D 99.B 100.C 101.D 102.C 103.C 104.C 105.B 106.B 107.A 108.A 109.B 110.A 111.D 112.A 113.B 114.B 115.D 116.C 117.A 118.D 119.C 120.B 121.A 122.B 123.B 124.D 125.C 126.A 127.B 128.A 129.C 130.D 131.C 132.A 133.A 134.C 135.B 136.A 137.A 138.C 139.D 140.C 141.D 142.C 143.D 144.B 145.C 146.B 147.D 148.A 149.B 150.B 151.C 152.B 153.B 154.B 155.A 156.C 157.A 158.B 159.D 160.B 161.A 162.C 163.A 164.B 165.D 166.B 167.B 168.A 169.B 170.B 171.C 172.A 173.C 174.D 175.A 176.D 177.C 178.A 179.C 180.A 181.A 182.C 183.D 184.B 185.D 186.A 187.D 188.D 189.A 190.D 191.C 192.D 193.D 194.C 195.C 196.A 197.B 198.B 199.C 200.B 201.A 202.C 203.B 204.D 205.D 206.C 207.B 208.B 209.D 210.C 211.C 212.B 213.D 214.C 215.B 216.D 217.A 218.A 219.B 220.B 221.B 222.A 223.C 224.D 225.D 226.B 227.B 228.D 229.B 230.A 231.C 232.A 233.D 234.D 235.C 236.B 237.B 238.B 239.C 240.C 241.A 242.B 243.A 244.C 245.A 246.D 247.D 248.C 249.B 250.A 251.C 252.C 253.B 254.A 255.A 256.A 257.C 258.A 259.C 260.A 261.D 262.A 263.C 264.D 265.D 266.B 267.B 268.A 269.B 270.C 271.D 272.A 273.A 274.A 275.A 276.A 277.B 278.D 279.D 280.A 281.A 282.A 283.B 284.D 285.A 286.D 287.A 288.B 289.A 290.C 291.B 292.A 293.D 294.B 295.D 296.C 297.C 298.A 299.B 300.B 301.C 302.B 303.A 304.B 305.A 306.B 307.C 308.D 309.C 310.C 311.A 312.A 313.A 314.A 315.C 316.D 317.C 318.B 319.B