বাটন ক্লিক করে নিজের ক্লাসের প্রশ্ন উত্তর , মকটেস্ট খুজে নাও ! সাবস্ক্রাইব করুন

ক্লাস সিক্স পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় 10 জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ প্রশ্ন উত্তর | Class VI poribesh 190 Question - answer Chapter 10

ক্লাস সিক্স পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় 10 জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ প্রশ্ন উত্তর

ক্লাস  সিক্স পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় 10 জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ প্রশ্ন উত্তর | Class VI poribesh 190 Question - answer Chapter 10

অধ্যায় 10 জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ MCQ : মান - 1

1. Panthera tigris কার বিজ্ঞানসম্মত নাম? (a) হাতি (b) বাঘ (c) সিংহ (d) মানুষ।
উত্তর : (b) বাঘ

2. অক্টোপাসের পর্ব হল- (a) নিডারিয়া (b) মোলাস্কা (c) অ্যানিলিডা (d) একাইনোডারমাটা।
উত্তর : (b) মোলাস্কা

3. অ্যামিবার রাজ্য হল (a) মোনেরা (b) প্রোটিস্টা (c) অ্যানিমালিয়া (d)ছত্রাক।
উত্তর : (b) প্রোটিস্টা
download

4. আমাশয় রোগ ঘটাতে পারে যে জীব, সেটি যে জীবরাজ্যের অন্তর্ভুক্ত তা হল- (a) প্রোটিস্টা (b) প্ল্যাস্টি (c) মোনেরা (d) অ্যানিমালিয়া।
উত্তর : প্রোটিষ্টা।
এন্টমিবা হলো প্রোটিস্টা রাজ্যভুক্ত এক ধরনের এককোষী জীব। খালি চোখে এদের দেখা যায় না। এদের দেহের কোন নির্দিষ্ট আকৃতি নেই কারণ এরা সর্বদাই অ্যামিবার মতো আকার ও আকৃতি পরিবর্তন করতে পারে।

5. আর্থ্রোপোডা পর্বের একটি প্রাণী হল (a) কেঁচো (b) আরশোলা (c) জোঁক (d) গোলকৃমি।
উত্তর : (b) আরশোলা

6. একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে বলা হয় (a) গণ (b) প্রজাতি (c) গোত্র (d) শ্রেণি।
উত্তর : (b) প্রজাতি

7. এককোশী জীবদের রাজ্যকে বলা হয় (a) মোনেরা (b) ফানজাই (c) প্ল্যান্টি (d) প্রোটিস্টা
উত্তর : (d) প্রোটিস্টা

8. একটি ফার্নের উদাহরণ হল (a) শ্যাওলা (b) পাইন (c) শুশনি শাক (d) ঢেঁকি শাক
উত্তর : (d) ঢেঁকি শাক

9. একটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম হল (a) আম (b) আম (c) কলা (d) পাইন।
উত্তর : (d) পাইন

10. কণ্টকত্বকবিশিষ্ট প্রাণীদের পর্বটি হল- (a) একাইনোডার্মাটা (b) মোলাস্কা (c) অ্যানিলিডা (d) আর্থ্রোপোডা।
উত্তর : (a) একাইনোডার্মাটা

11. কলেরা রোগের জীবাণুটি হল একপ্রকার (a) ভাইরাস (b) ছত্রাক (c) ব্যাকটেরিয়া (d) প্রোটোজোয়া।
উত্তর : কলেরা রোগের জীবাণুটি হল একপ্রকর (c) ব্যাকটেরিয়া। এটি Vibrio cholerae নামক ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত হয়।

12. কান্ড দুর্বল, নরম, রসালো, শাখাহীন উদ্ভিদের বলে- (a) গুল্ম (b) বীরুৎ (c) বৃক্ষ (d) শ্যাওলা।
উত্তর : (b) বীরুৎ

13. কোনটি 'বৃক্ষ' (Tree)-এর বৈশিষ্ট্য? (a) কান্ড কাষ্ঠল (b) লতিয়ে চলে (c) ঝোপের মতো দেখতে (d) কম শাখাপ্রশাখা যুক্ত।
উত্তর : (a) কান্ড কাষ্ঠল

14. কোনো গাছের বীজ ফলের মধ্যে থাকলে, সেটি হল (a) ফার্নজাতীয় উদ্ভিদ (b) অপুষ্পক উদ্ভিদ (c) গুপ্তবীজী উদ্ভিদ (d) ব্যস্তবীজী উদ্ভিদ।
উত্তর : গুপ্তবীজী উদ্ভিদ

15. কোন্ উদ্ভিদগোষ্ঠী সালোকসংশ্লেষে অক্ষম?
উত্তর : ছত্রাক (Fungi)

16. কোন্ পর্বের প্রাণীদের মুখ দেহের নীচের দিকে অবস্থিত। (a) মোলাস্কা (b) একাইনোডারমাটা (c) অ্যানিলিডা (d) আর্থোপোডা।
উত্তর : সঠিক উত্তর: (b) একাইনোডারমাটা। একাইনোডারমাটা পর্বের প্রাণীদের মুখ দেহের নীচের দিকে (অর্থাৎ ভেন্ট্রাল দিকে) অবস্থিত। যেমন: তারা মাছ (Starfish)।

17. কোন্ বিজ্ঞানী সর্বপ্রথম 'দ্বিপদ নামকরণ' প্রচলন করেন? (a) ডব্লিউ জি রোসেন (b) সি স্মিথ (c) জেলার (d) ক্যারোলাস লিনিয়াস।
উত্তর : (d) ক্যারোলাস লিনিয়াস

18. কোন্ বীজটিতে দুটি বীজপত্র থাকে? (a) কুমড়ো (b) ধান (c) ভুট্টা (d) গম।
উত্তর : (a) কুমড়ো

19. কোন্ শ্রেণির মেরুদন্ডী প্রাণী লার্ভাদশায় জলে এবং পরিণত দশায় ডাঙায় বাস করে?- (a) মাংস (b) উভচর (c) সরীসৃপ (d) স্তন্যপায়ী।
উত্তর : (b) উভচর

20. গমনে অক্ষম প্রাণী হল (a) স্পঞ্জ (b) তারামাছ (c) অ্যামিবা (d) কেঁচো।
উত্তর : (a) স্পঞ্জ।
এছাড়াও প্রবাল গমনে অক্ষম প্রাণী।

21. গুঁড়িগুঁড়ি রেণু যুক্ত ক্যাপসুল দেখা যায় কাদের দেহে? (a) মস (b) ফার্ন (c) ছত্রাক।
উত্তর : (a) মস

22. চ্যাপটা কৃমি কোন্ গোষ্ঠীর প্রাণী? (a) আর্থ্রোপোডা (b) মোলাস্কা (c) অ্যাস্কহেলমিনথেস (d) প্ল্যাটিহেলমিনথেস।
উত্তর : (d) প্লাটিহেলমিনথিস

23. ছত্রাকদের রাজ্যকে বলা হয় (a) ফানজাই (b) অ্যানিমালিয়া (c) মোনেরা (d) প্রোটিস্টা।
উত্তর : মোনেরা

24. ছোলা হল একটি (a) সপুষ্পক উদ্ভিদ (b) অপুষ্পক উদ্ভিদ (c) দ্বিবীজপত্রী উদ্ভিদ (d) a ও c উভয়ই।
উত্তর : (a) ও (c) উভয়। অর্থাৎ সপুষ্পক এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ।

25. জলজ রেশম হল এক ধরনের (a) শ্যাওলা (b) মস (c) ফার্ন (d) ছত্রাক।
উত্তর : (a) শ্যাওলা

27. জিয়ার্ডিয়া হল একপ্রকার (a) ব্যাকটেরিয়া (b) ফানজাই (c) প্রোটোজোয়া (d) প্ল্যান্টি।
উত্তর : (c) প্রোটোজোয়া

28. জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু হল- (a) ভাইরাস (b) ব্যাকটেরিয়া (c) ছত্রাক (d) শৈবাল।
উত্তর : (a) ভাইরাস

29. জোঁক হল একপ্রকার (a) মোলাস্কা (b) অ্যানিলিডা (c) আর্থোপোডা (d) প্ল্যাটিহেলমিনথেস।
উত্তর :

30. টাইফয়েড জ্বরের জন্য দায়ী জীবাণু হল একপ্রকার (a) ভাইরাস (b) ব্যাকটেরিয়া (c) শৈবাল (d) প্রোটোজোয়া।
উত্তর : টাইফয়েড জ্বরের জন্য দায়ী জীবাণু হল একপ্রকার (b) ব্যাকটেরিয়া। এটি Salmonella typhi নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়।

31. টিকটিকি হল এক ধরনের (a) পাখি (b) সরীসৃপ (c) স্তন্যপায়ী (d) উভচর।
উত্তর : সরীসৃপ

32. ঢেঁকিশাক এক প্রকার (a) শ্যাওলা (b) মস (c) ফার্ন জাতীয় উদ্ভিদ।
উত্তর : ফার্ন জাতীয় উদ্ভিদ

33. দইয়ের সাজাতে উপস্থিত জীবাণুটি হল (a) ছত্রাক (b) প্রোটোজোয়া (c) ভাইরাস (d) ব্যাকটেরিয়া।
উত্তর : ব্যাকটেরিয়া।
দই এর সাজাতে উপস্থিত ব্যাকটেরিয়া টির নাম হল ল্যাকটোব্যাসিলাস।

34. দাদ একটি- (a) ভাইরাস (b) ব্যাকটেরিয়া (c) আদ্যপ্রাণী (d) ছত্রাক - ঘটিত রোগ।
উত্তর : (d) ছত্রাক

35. দুধ থেকে দই তৈরি করতে দইয়ের সাজা দেওয়া হয়। এই দইয়ের সাজা প্রকৃতপক্ষে। (a) ব্যাকটেরিয়া (b) ভাইরাস (c) ছত্রাক (d) প্রোটোজোয়া।
উত্তর : (a) ব্যাকটেরিয়া

36. পাইন হল (a) ব্যক্তবীজী (b) গুপ্তবীজী (c) মস (d) ফার্ন জাতীয় উদ্ভিদ।
উত্তর : (a) ব্যক্তবীজী

37. প্যানথেরা টাইগ্রিস যে প্রাণীর বিজ্ঞানসম্মত নাম তা হল- (a) বাঘ (b) মানুষ (c) পাতিকাক (d) দাঁড় কাক।
উত্তর : (a) বাঘ

38. প্রদত্ত কোনটি আর্থ্রোপোডা পর্বভুক্ত? (a) গোলকৃমি (b) স্টারফিশ (c) মাকড়সা (d) মানুষ।
উত্তর : (c) মাকড়সা,

39. প্রদত্ত কোনটি একটি বীরুৎ শ্রোণির গাছ? (a) কলা গাছ (b) আম গাছ (c) আলু গাছ (d) কাঁঠাল গাছ।
উত্তর : আলু গাছ

40. প্রদত্ত কোনটি জন্যপায়ী প্রাণী। (a) মশা (b) তিমি (c) পিঁপড়ে (d) কাঁকড়া।
উত্তর : (b) তিমি

41. প্রদত্ত কোনটি মেরুদন্ডী প্রাণী? (a) কেঁচো (b) জোঁক (c) সাপ (d) তারামাছ।
উত্তর : (c) সাপ

42. প্রদত্ত কোনটিতে মূল, কান্ড ও পাতা থাকে না? (a) শ্যাওলা (b) মস (c) ফার্ন (d) ব্যাকটেরিয়া।
উত্তর : (a) শ্যাওলা

43. প্রদত্ত কোন্ উদ্ভিদে মূল, কাণ্ড ও পাতা থাকে না? (a) আম (b) বট (c) শ্যাওলা।
উত্তর : শ্যাওলা

44. ব্যাকটেরিয়া কোন রাজ্যের জীব বলে তোমার মনে হয়? (a) মোনেরা (b) প্রোটিস্টা (c) ফানজাই (d) কোনোটিই নয়।
উত্তর : (a) মনেরা

45. ব্যাকটেরিয়া যে রাজ্যের অন্তর্গত সেটি হল (a) মোনেরা (b) প্রোটিস্টা (c) শৈবাল (d) ফানজাই।
উত্তর : (a) মোনেরা
Screenshot-2024-10-29-08-41-39-34-e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f

46. ভাইরাস হল (a) জড় পদার্থ (b) উদ্ভিদ (c) প্রাণী (d) জীব ও জড়ের মাঝামাঝি অবস্থা।
উত্তর : (d) জীব ও জড়ের মাঝামাঝি অবস্থা

47. ভাইরাসদের রাজ্যাটি হল (a) মোনেরা (b) প্রোটিস্টা (c) প্রোটোজোয়া (d) কোনোটিই নয়।
উত্তর : (d) কোনোটিই নয়

48. মটরের খোসাটি ছাড়ালে পাওয়া যাবে- (a) একটি বীজপত্র (b) দুটি বীজপত্র (c) তিনটি বীজপত্র (d) চারটি বীজপত্র।
উত্তর : (b) দুটি বীজপত্র

49. মাকড়সা যে পর্বের প্রাণী তা হল (a) অ্যানিলিডা (b) মোলাস্কা (c) আর্থোপোডা (d) একাইনোডারমাটা।
উত্তর : (c) আর্থোপোডা

50. যাদের ত্বক কণ্টকযুক্ত হয়, তারা হল- (a) আর্থ্রোপোডা (b) অ্যানিলিডা (c) একাইনোডারমাটা।
উত্তর : (c) একাইনোডারমাটা

51. যে-সকল জীব নিজেদের দেহে নিজেরাই খাদ্য উৎপন্ন করে তাদের বলা হয়- (a) উৎপাদক (b) প্রথম শ্রেণির খাদক (c) দ্বিতীয় শেণির খাদক (d) সর্বভুক জীব।
উত্তর : (a) উৎপাদক

52. শক্ত চুননির্মিত খোলক ও নরম মাংসল পদ কোন্ পর্বের প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্য? - (a) সন্দ্বিপদ (b) কম্বোজ (c) অঙ্গুরীমাল (d) কণ্টকত্বক।
উত্তর : (b) কম্বোজ

53. শামুক কোন পর্বের প্রাণী। (a) আর্থোপোডা (b) মোলাস্কা (c) অ্যানিলিডা (d) একাইনোডারমাটা।
উত্তর : (b) মোলাস্কা

54. শামুক, ঝিনুক প্রভৃতি প্রাণীর চলাফেরার জন্য থাকে- (a) মাংসল পদ (b) ফ্ল্যাজেলা (c) সিলিয়া।
উত্তর : মাংসল পদ

অধ্যায় 10 জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ শূন্যস্থান পূরণ : মান - 1

55. ______হল একধরনের শ্যাওলা।
উত্তর : শ্যাওলা

56. আমাদের শরীর যেসব ছোটো ছোটো কুঠুরি বা ঘর দিয়ে তৈরি তাদের বলা হয়_______
উত্তর : কোষ

57. উদ্ভিদ রাজ্যের অপর নাম হল _____ ।
উত্তর : প্লান্টি

58. একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে ____ বলে।
উত্তর : প্রজাতি বা Species

59. ছত্রাকদের রাজ্যকে বলে,_________
উত্তর : ফানজাই

60. ঝিনুকের বাইরের চারিদিকে ক্যালশিয়াম কার্বনেটের শক্ত আবরণকে _____ বলে।
উত্তর : খোলক

61. ঢেঁকি শাক হল এক প্রকার ______
উত্তর : ফার্ন

62. দ্বিবীজপত্রী উদ্ভিদে_____ শিরাবিন্যাস থাকে।
উত্তর : জালিকাকার

64. নিউক্লিয়াসযুক্ত এককোশী জীবেরা,_______ রাজ্যের অন্তর্গত।
উত্তর : প্রোটিস্টা

65. প্যারামেসিয়াম _______ রাজ্যের অন্তর্ভুক্ত।
উত্তর : প্রোটিস্টা

66. বাঘের বিজ্ঞানসম্মত নাম হল।_______
উত্তর : Panthera tigris ( প্যান্থেরা টাইগ্রিস )

67. বিজ্ঞানীরা মানুষ প্রজাতির কী নাম দিয়েছেন?
উত্তর : Homo sapiens ( হোমো সেপিয়েন্স )

68. ব্যাকটেরিয়া কোশে আদর্শ _____ থাকে না।
উত্তর : নিউক্লিয়াস

69. মসের দেহের উপরের অংশে টুপির মতো দেখতে গঠনটি হল ____ ।
উত্তর : ক্যাপসুল

70. মানুষের বিজ্ঞানসম্মত নাম হল _____ ।
উত্তর : Homo sapiens ( হোমো সেপিয়েন্স )

71. মেরুদন্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভূণ অবস্থায় থাকে __ নামের একটি দণ্ড।
উত্তর : নোটোকর্ড

72. যেসব গাছ তাদের বীজকে ফলের মধ্যে লুকিয়ে রাখে তাদের বলা হয়______
উত্তর : গুপ্তবীজী উদ্ভিদ

73. শূন্যস্থান পূরণ করো: _____ হল জীব ও জড় পদার্থের মধ্যবর্তী অবস্থা।
উত্তর : ভাইরাস

74. সমানুপাতটি পূরণ করো : আমগাছ :গুপ্তবীজী :: পাইন গাছ: ____ ।
উত্তর : ব্যাক্তবীজী

অধ্যায় 10 জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ সত্য মিথ্যা নির্বাচন: মান - 1

75. অমেরুদন্ডী প্রাণীদের নোটোকর্ড থাকে।
উত্তর : সত্য

76. একবীজপত্রী গাছের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়।
উত্তর : সত্য

77. কলেরা রোগের জীবাণুটি হল ভাইরাস।
উত্তর : মিথ্যা

78. ছত্রাক নিজের খাবার নিজে তৈরি করে।
উত্তর : মিথ্যা

79. ঠিক অথবা ভুল নির্দেশ করো: প্রোটোজোয়া হল বহুকোশী।
উত্তর : ভুল

80. ঠিক না ভুল তা লেখ : সমস্ত কর্ডাটাই হল মেরুদন্ডী।
উত্তর : ভুল। কারণ: কর্ডাটাদের মধ্যে অনেকের পূর্ণাঙ্গ অবস্থায় নোটোকর্ড থেকে মেরুদন্ড গজায় না। এছাড়াও আরো চারটি উপশ্রেণী রয়েছে যাদের মেরুদণ্ড থাকে না।

81. ঠিক না ভুল লেখো: ধানের খোসা ছাড়ালে দুটি বীজপত্র পাওয়া যায়।
উত্তর : ভুল। ধান একবীজপত্রী উদ্ভিদ।

82. ঢেঁকি শাক হল একপ্রকার ফার্ন।
উত্তর : ঠিক

83. দইয়ের সাজাতে যে ছত্রাক থাকে, তারাই দুধকে দই বানিয়ে দেয়।
উত্তর : ভুল। দইয়ের সাজাতে ল্যাকটোব্যাসিলাস নামে ব্যাকটেরিয়া থাকে।

84. প্রাণীদের রাজ্যকে বলা হয় প্রোটিস্টা।
উত্তর : ভুল। প্রাণীদের রাজ্যকে অ্যানিম্যালিয়া বলে।

85. বীরুৎ শ্রেণির উদ্ভিদের একটি বৈশিষ্ট্য হল লতিয়ে চলা।
উত্তর : ঠিক

86. মসজাতীয় গাছকে টেরিডোফাইটা বলে।
উত্তর : ভুল। মস জাতীয় গাছকে ব্রায়োফাইটা বলে।

অধ্যায় 10 জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ অতি সংক্ষিপ্ত বা এক কথায় : মান - 1

87. আমগাছের বিজ্ঞানসম্মত নাম লেখো।
উত্তর : Mangifera indica

88. আর্থ্রোপোডা পর্বের একটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর : এদের দেহ বিভিন্ন খণ্ড বা অংশে বিভক্ত, যেমন মাথা, বক্ষ, এবং উদর।
আর্থ্রোপ্রোডা পর্বের মধ্যে কীটপতঙ্গ, মাকড়সা, কাঁকড়া ইত্যাদি প্রাণী অন্তর্ভুক্ত।

89. এককোশী জীব ইউপ্লিনা কোন্ রাজ্যের অন্তর্ভুক্ত?
উত্তর : প্রোটিস্টা

90. একটি এককোশী ছত্রাকের নাম লেখো।
উত্তর : ইস্ট

91. একটি একবীজপত্রী ও একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ দাও।
উত্তর : একবীজপত্রী উদ্ভিদ হল ভুট্টা এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ হল মটর।

92. একটি খাদ্য উপযোগী শৈবালের নাম লেখো
উত্তর : ক্লোরেল্লা
chlorella

93. একটি নগ্ন ত্বকযুক্ত প্রাণীর নাম লেখো।
উত্তর : একটি নগ্ন ত্বকযুক্ত প্রাণীর নাম হল আলমা। এরা একটি বিশেষ ধরনের স্লাগ (মোলস্ক) এবং তাদের ত্বক সোজাসুজি, যা কোনও খোলক বা শেলের ভিতরে থাকে না।

94. একটি মেরুদন্ডী ও একটি অমেরুদন্ডী প্রাণীর নাম লেখো।
উত্তর : একটি মেরুদন্ডী প্রাণী হল মাছ ও একটি অমেরুদন্ডী প্রাণী হল আরশোলা।

95. একাইনোডার্মাটা পর্বের প্রাণীর একটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর : একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের ত্বক কণ্টকযুক্ত হয়।

96. কাদের উভচর উদ্ভিদ বলা হয়?
উত্তর : যাদের জল ও স্থল, উভয় পরিবেশে বেঁচে থাকতে পারে তাদের উভচর উদ্ভিদ বলা হয়।

97. কোন্ পর্বের প্রাণীর নালিপদ আছে?
উত্তর : একাইনোডার্মাটা

98. কোন্ শৈবাল 'জলের রেশম' নামে পরিচিত?
উত্তর : স্পাইরোগাইরা

99. গোলকৃমি ও চ্যাপটা কৃমি (কোন্ কোন্ পর্বের অন্তর্ভুক্ত?
উত্তর : গোলকৃমি নিমাটোডা পর্বের অন্তর্গত।

100. চ্যাপটা কৃমি কোন্ পর্বের অন্তর্ভুক্ত?
উত্তর : চ্যাপটা কৃমি প্লাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত।

101. চ্যাপটা কৃমি মানুষের শরীরে কোথায় বাস করে?
উত্তর : চ্যাপটা কৃমি মানুষের শরীরে সাধারণত যকৃত ও অন্ত্রে বাস করে।

102. ছত্রাকের দেহ কী দ্বারা গঠিত?
উত্তর : ছত্রাকের দেহ হাইফা নামের সূক্ষ্ম সূত্রাকার অংশ দ্বারা গঠিত।

103. ছোলা বীজে বীজপত্রের সংখ্যা কত?
উত্তর : 2 টি

104. জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের অকোশীয় জীবটির নাম কী?
উত্তর : ভাইরাস

105. টেরিডোফাইট-এর একটি উদাহরণ দাও।
উত্তর : ঢেঁকি শাক

106. ট্যাক্সন কী?
উত্তর : শ্রেনীবিন্যাস করার সময় জীবদেরকে বিভিন্ন স্তরে স্থাপন করতে হয়।এই এক একটি স্তরকেই ট্যাক্সন বলে। ট্যাক্সন হল একই ধরনের জীবেদের একটি গোষ্ঠী। বিভিন্ন শ্রেণিবদ্ধ স্তরে ট্যাক্সন গুলি (ট্যাক্সা) হল ১. রাজ্য (Kingdom) ২. পর্ব (phylum) ৩. শ্রেণি (class) ৪. বর্গ (order) ৫. গোত্র (family) ৬. গণ (genus) ৭. প্রজাতি (species)

107. দইয়ের সাজায় থাকা কোন্ ধরনের অণুজীব দুধকে দইতে পরিণত করে?
উত্তর : ব্যাকটেরিয়া।
দই এর সাজাতে উপস্থিত ব্যাকটেরিয়া টির নাম হল ল্যাকটোব্যাসিলাস।

108. দুটি দ্বিবীজপত্রী গাছের নাম লেখো।
উত্তর : দ্বিবীজপত্রী গাছের নাম হল মটর ও টমেটো।

109. দুটি পরিযায়ী পাখির নাম লেখো।
উত্তর : পরিযায়ী পাখির নাম হল খঞ্জনা ও কাজল।

110. প্রজাতি বলতে কী বোঝো?
উত্তর : একই রকম বৈশিষ্টযুক্ত জীবেদের প্রজাতি বলে।

111. ফড়িং কোন্ শ্রেণির খাদক?
উত্তর : ফড়িং দ্বিতীয় শ্রেণির খাদক।

112. বাঘের বিজ্ঞানসম্মত নাম লেখো।
উত্তর : বাঘের বিজ্ঞানসম্মত নাম হল প্যান্থেরা টাইগ্রিস।

113. বিজ্ঞানীরা মানুষের প্রজাতির কী নাম দিয়েছেন?
উত্তর : হোমো সেপিয়েন্স। ( বি: দ্র: মানুষের গণ হলো হোমো এবং প্রজাতি হলো সেপিয়েন্স )

114. বিবৃতিটি সঠিক করে পুনরায় লেখো: জীবজন্তুদের আচরণসংক্রান্ত গবেষণাকে ট্যাক্সোনমি বলে।
উত্তর : সঠিক উত্তর : জীবজন্তুদের আচরণসংক্রান্ত গবেষণাকে আচরণ বিজ্ঞান বলে।

115. বীজপত্র কাকে বলে?
উত্তর : বীজপত্র (Cotyledon) হল উদ্ভিদবীজের ভ্রূণের একটি অংশ, যা বীজের অঙ্কুরোদগমের সময় প্রথম পাতা হিসেবে গঠিত হয়।

116. বেমানান শব্দটি বেছে লেখো: ডেঙ্গি, AIDS, পোলিয়ো, টাইফয়েড।
উত্তর : টাইফয়েড। কারণ: এটি ব্যাকটেরিয়া ঘটিত কিন্তু বাকি তিনটি ভাইরাস ঘটিত রোগ।

117. ব্যাকটেরিয়া কোন্ রাজ্যের অন্তর্গত অণুজীব?
উত্তর : ব্যাকটেরিয়া মোনেরা রাজ্যের অন্তর্গত অণুজীব।

119. ভাইরাস কাকে বলে।
উত্তর : জীব ও জড় পদার্থের মধ্যবর্তী অবস্থা হল ভাইরাস। যেমন: ডেঙ্গু ভাইরাস।

120. মানুষের বিজ্ঞানসম্মত নাম কী?
উত্তর : মানুষের বিজ্ঞানসম্মত নাম হল Homo sapiens।

121. মাশরুম কোথায় দেখতে পাওয়া যায়?
উত্তর : মাশরুম সাধারণত অন্ধকার, আর্দ্র ও শীতল পরিবেশে দেখতে পাওয়া যায়।

122. শ্রাবস (Shrubs) বা গুল্ম কী?
উত্তর : শ্রাবস (Shrubs) বা গুল্ম হল সাধারণত ছোট আকারের, কাঁটাযুক্ত বা কম উচ্চতার সামান্য কাষ্ঠল উদ্ভিদ।

123. সমস্ত পৃথিবীতে কত সংখ্যক জীবপ্রজাতি বাস করে?
উত্তর : সমস্ত পৃথিবীতে প্রায় ৩ কোটি বা তারও বেশি প্রজাতির জীব বাস করে

124. সমান্তরাল শিরাবিন্যাস ও জালিকাকার শিরাবিন্যাসের দুটি পার্থক্য লেখো।
উত্তর : সমান্তরাল শিরাবিন্যাসের মধ্যে শিরাগুলি একে অপরের সমান্তরাল থাকে, যেখানে জালিকাকার শিরাবিন্যাসে শিরাগুলি একে অপরের সাথে জালাকৃতি তৈরি করে।

125. স্তন্যপায়ী প্রাণীদের দেহ কী দিয়ে ঢাকা থাকে?
উত্তর : স্তন্যপায়ী প্রাণীদের দেহ পশম বা মুখমন্ডল দিয়ে ঢাকা থাকে।

126. হার্বস কাদের বলে?
উত্তর : হার্বস কাদের বলে? যারা মূলত ঘাস জাতীয়, ছোট, নরম ও দ্রুত বৃদ্ধি পাওয়া উদ্ভিদ, সাধারণত এক বছরের জন্য বেঁচে থাকে তাদের হার্বস বা বিরুৎ জাতীয় উদ্ভিদ বলে।

অধ্যায় 10 জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ একটি বা দুটি বাক্যে : মান - 2

127. অথবা, মোলাস্কা পর্বের দুটি বৈশিষ্ট্য লেখো।


উত্তর :
  • এদের মেরুদন্ড থাকে না।
  • এদের চলাফেরার জন্য মাংসল পা থাকে।
  • নরম গায়ের বাইরে বা ভিতরে থাকে একটা চুনজাতীয় পদার্থ দিয়ে তৈরি খোলক।

Screenshot-2024-10-28-08-49-19-62-e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f

128. আমপাতায় জালের মতো শিরাবিন্যাস দেখা যায়, এই ধরনের শিরাবিন্যাসকে কী বলে?
উত্তর : জালিকাকার শিরবিন্যাস

129. আর্থোপোডা পর্বের প্রাণীর দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর : শুড় ও পা গুলো খণ্ডে খন্ডে বিভক্ত থাকে। শরীরের উপর শক্ত খোলস থাকে।

130. উদাহরণসহ মোলাস্কার বৈশিষ্ট্যগুলি লেখো।
উত্তর : মলাস্কা পর্বের প্রাণী হলো শামুক, ঝিনুক ও অক্টোপাস। মোলাস্কা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য: (i) চলাফেরার জন্য মলাস্কা পর্বের প্রাণীদের মাংসল পদ থাকে। (ii) শরীরের ভিতরে ও বাইরে চুন নির্মিত শক্ত খোলস থাকে।

131. একটি গুপ্তবীজী ও একটি ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ দাও।
উত্তর : গুপ্তবীজী উদাহরণ: আম এবং ব্যক্তবীজী উদাহরণ: সাইকাস।

132. কোন্ ধরনের গাছে আকর্ষ দেখা যায়?
উত্তর : বিরুৎ জাতীয় একবীজপত্রী গাছে আকর্ষ দেখা যায়।

134. চিংড়িকে 'মাছ' বলা হয় না কেন?
উত্তর : চিংড়িকে 'মাছ' বলা হয় না কারণ এটি আর্থোপোডা পর্বের প্রাণী। মাছ কর্ডাটা পর্বের মেরুদন্ডী প্রাণী কিন্তু অমেরুদন্ডী প্রাণী।

135. জলের রেশম কাকে বলে?
উত্তর : জলের রেশম হলো স্পাইরোগাইরা (Spirogyra) নামক একধরনের শৈবাল।

136. জীববৈচিত্র্য কী?
উত্তর : একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির জীব ( উদ্ভিদ ও প্রাণী ) বসবাস করে। বিভিন্ন প্রজাতির জীবেদের এই বৈচিত্র্যকেই জীববৈচিত্র্য বলে।

137. টেরিডোফাইটদের দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর : ফার্ন জাতীয় গাছ বা টেরিডোফাইটা এর কোনো ফুল হয় না, ফলও হয় না। তাই শ্যাওলা ও মসদের মতো এদেরও অপুষ্পক উদ্ভিদ বলে। গাছটার গোড়ায় কতকগুলো শক্ত থলির মতো অংশ থাকে। এর মধ্যে রেনু থাকে। এদের অযৌন জনন হয়।

138. তারামাছ কোন্ পর্বভুক্ত প্রাণী? তারামাছের বৈশিষ্ট্য কী?
উত্তর : তারা মাছ একাইনোডার্মাটা পর্বের প্রাণী। তারামাছের বৈশিষ্ট্য : (i) সারা গায়ের ত্বকে কাঁটা থাকে। (ii) মুখ দেহের নীচের দিকে থাকে। (iii) গমন অঙ্গ হল নালিপদ।

140. নোটোকর্ড কী?
উত্তর : মেরুদন্ডী প্রাণীদের ভ্রূণ অবস্থায় নটোকর্ড নামে একটি দন্ড থাকে। পূর্ণাঙ্গ অবস্থায় এই নটোকর থেকেই মেরুদণ্ড গজায়

141. প্রজাতি কাকে বলে?
উত্তর : একই বৈশিষ্ট্যযুক্ত জীবকে প্রজাতি বলে, ইংরাজিতে বলে স্পিসিস (species)।

142. প্রদত্ত উদ্ভিদগুলির মধ্যে থেকে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদগুলিকে পৃথক করে লেখো: ধান, কুমড়ো, ভুট্টা, চিনেবাদাম।
উত্তর : একবীজপত্রী: ধান, ভুট্টা
দ্বিবীজপত্রী: কুমড়ো, চিনেবাদাম

143. প্রদত্ত প্রাণীগুলির মধ্যে থেকে মেরুদন্ডী ও অমেরুদণ্ডী প্রাণীগুলিকে পৃথক করে লেখো: ব্যাং, তারামাছ, চিংড়ি, পক্ষা।
উত্তর : মেরুদন্ডী : ব্যাঙ ও পক্ষী
অমেরুদন্ডী : তারামাছ, চিংড়ি

144. বিজ্ঞানসম্মত নাম দেওয়ার প্রয়োজনীয়তা কী? যে-কোনো একটি জীবের বিজ্ঞানসম্মত নাম লেখো।
উত্তর : প্রতিটি প্রজাতির একটি বৈজ্ঞানিক নাম থাকা জরুরি, কারণ বিভিন্ন ভাষায় একই প্রজাতির ভিন্ন ভিন্ন নাম থাকে। উদাহরণস্বরূপ, বাঘকে আমরা বাংলায় "বাঘ" বলি, ইংরেজিতে "Tiger", হিন্দিতে "শের", ইত্যাদি। বৈজ্ঞানিক আলোচনায় এই বিভ্রান্তি এড়াতে বিজ্ঞানীরা বাঘের জন্য "প্যানথেরা টাইগ্রিস" (Panthera tigris) নামটি ব্যবহার করেন।
বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস।

146. ব্যক্তবীজী উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : যে উদ্ভিদের বীজে আবরণ থাকে না, তাদের ব্যক্তবীজী উদ্ভিদ বলা হয়। উদাহরণ: সাইকাস।

149. মটর বীজে কয়টি বীজপত্র থাকে এবং তার পাতার শিরাগুলো কেমনভাবে থাকে?
উত্তর : মটর বীজে দুটি বীজপত্র থাকে এবং তার পাতার শিরাগুলো জালিকাকার শিরাবিন্যাস।

150. মাশরুম কাকে বলে?
উত্তর : মাশরুম হলো একপ্রকার ছত্রাক যা সাধারণত অন্ধকার ও আর্দ্র পরিবেশে জন্মায় এবং এটি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

152. শামুক কোন পর্বের প্রাণী। এই পর্বের প্রাণীদের একটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর : শামুক মোলাস্কা পর্বের প্রাণী। এ পর্বের প্রাণীদের দেহ চুন জাতীয় পদার্থ নির্মিত শক্ত খোলক দ্বারা আবৃত থাকে।

154. সমাঙ্গদেহী উদ্ভিদ কাকে বলে?
উত্তর : যে সব উদ্ভিদের দেহ মূল, কান্ড ও পাতায় বিভক্ত নয় তাদের সমাঙ্গ দেহি বা থ্যালোফাইটা বলে।

155. সরীসৃপ প্রাণীদের দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর : সরীসৃপ প্রাণীদের বৈশিষ্ট্য: ১) এদের ত্বক শুষ্ক এবং আঁশযুক্ত। ২) শীতল রক্তের প্রাণী।

156. সাপের বিষ প্রাণীদের কোন্ তন্ত্রকে আঘাত করে?
উত্তর : কোনো বিষ শিকারের স্নায়ুতন্ত্রে আঘাত করে আবার কোনোটা রক্তসংবহনতন্ত্রে আঘাত করে।

অধ্যায় 10 জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ তিন চারটি বাক্যে : মান - 3

157. উদ্ভিদরাজ্যের শ্রেণিবিভাগটি একটি করে উদাহরণসহ রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো।
উত্তর : -

158. অথবা, ঘাস, গোলাপ ও আম গাছ কোন্ কোন্ উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত? তোমার উত্তরের সপক্ষে একটি করে যুক্তি দাও।
উত্তর : ঘাস বিরুৎ জাতীয় জাতীয় উদ্ভিদ। গোলাপ গুল্ম জাতীয় উদ্ভিদ। আম গাছ বৃক্ষ জাতীয় উদ্ভিদ।

159. অপুষ্পক উদ্ভিদের ভাগগুলি লেখো।
উত্তর : অপুষ্পক উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা হয়। যথা: সমাঙ্গদেহি (হ্যালোফাইটা) , টেরিডোফাইটা (ফার্ন জাতীয়) , ব্রায়োফাইটা (মসজাতীয়)

160. আর্থোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলি লেখো। একটি উদাহরণ দাও।
উত্তর : আর্থোপোডা পর্বের প্রাণীদের দেহ বহুকোষী, যৌগিক চোখ থাকে এবং খণ্ডিত পা থাকে। উদাহরণ: তেলাপোকা।

161. উভচরের বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো।
উত্তর : উভচরের বৈশিষ্ট্য: উভচরেরা স্থল ও জল উভয় স্থানে বাস করতে পারে। উদাহরণ: ব্যাঙ।

162. একটি একবীজপত্রী ও একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের নাম লেখো। এদের বীজকে আলাদা করবে কীভাবে?
উত্তর : একটি একবীজপত্রী উদ্ভিদ: ধান। একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ: মটর। একবীজপত্রে একটি বীজপত্র, আর দ্বিবীজপত্রে দুটি বীজপত্র থাকে।

163. একটি একবীজপত্রী ও একটি দ্বিবীজপত্রী গাছের নাম লেখো। এদের বীজকে আলাদা করবে কীভাবে?
উত্তর : একটি একবীজপত্রী গাছ: ঘাস। একটি দ্বিবীজপত্রী গাছ: আম। একবীজপত্রের শিরাগুলো সমান্তরাল, দ্বিবীজপত্রের শিরাগুলো জালিকাকার।

164. একটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম লেখো।
উত্তর : একটি ব্যক্তবীজী উদ্ভিদের নাম: সাইকাস।

166. গুপ্তবীজী উদ্ভিদ কয়প্রকারের হয় ও কী কী? প্রত্যেক প্রকারের উদাহরণ দাও।
উত্তর : গুপ্তবীজী উদ্ভিদ দুই প্রকারের: একবীজপত্রী (উদাহরণ: ধান), দ্বিবীজপত্রী (উদাহরণ: আম)।

167. গুপ্তবীজী উদ্ভিদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো।
উত্তর : গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য: বীজ ফলের ভেতরে আবৃত থাকে। উদাহরণ: আম।

168. ঘাস, আম গাছ, জবা গাছ কোন্ কোন্ উদ্ভিদগোষ্ঠীর অন্তর্গত? তোমার উত্তরের সপক্ষে একটি করে যুক্তি দাও।
উত্তর : ঘাস একবীজপত্রী উদ্ভিদগোষ্ঠীর অন্তর্গত, কারণ এর শিরাগুলো সমান্তরাল। আম দ্বিবীজপত্রী উদ্ভিদগোষ্ঠীর অন্তর্গত, কারণ এর বীজে দুটি বীজপত্র থাকে। জবা দ্বিবীজপত্রী উদ্ভিদগোষ্ঠীর অন্তর্গত, কারণ এর শিরাবিন্যাস জালিকাকার।

169. চ্যাপটাকৃমি প্রাণীদের বৈশিষ্ট্য কী? এরা কোন্ পর্বের অন্তর্গত প্রাণী?
উত্তর : চ্যাপটাকৃমি প্রাণীদের দেহ চ্যাপ্টা ও অসংSEGMENTED হয়। এরা প্ল্যাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত।

171. জীবজগতকে কয়ভাগে ভাগ করা হয়? প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও।
উত্তর : জীবজগতকে পাঁচভাগে ভাগ করা হয়: ১) মোনেরা (ব্যাকটেরিয়া), ২) প্রোটিস্টা (অ্যামিবা), ৩) ফাঞ্জাই (মাশরুম), ৪) প্লান্টে (আম গাছ), ৫) অ্যানিমেলিয়া (বাঘ)।

172. তারামাছের বৈশিষ্ট্য কী ও এরা কোন্ পর্বের অন্তর্গত প্রাণী?
উত্তর : তারামাছের বৈশিষ্ট্য: এদের ত্বক কণ্টকযুক্ত এবং জলাভ্যাসী। এরা একাইনোডার্মাটা পর্বের অন্তর্গত।

174. প্রদত্ত শ্রেণিগুলির একটি করে বৈশিষ্ট্য লেখো। (a) মাছ
উত্তর : মাছ: শীতল রক্তের প্রাণী এবং জলজ পরিবেশে বাস করে। দেখে মেরুদন্ড থাকে।

175. প্রদত্ত শ্রেণির একটি বৈশিষ্ট্য লেখো। (b) সরীসৃপ
উত্তর : সরীসৃপ: শুষ্ক আঁশযুক্ত ত্বক থাকে। দেহে মেরুদন্ড থাকে।

176. প্রদত্ত শ্রেণির একটি বৈশিষ্ট্য লেখো। (c) পাখি
উত্তর : পাখি: পাখনা এবং পালকযুক্ত দেহ। উষ্ণ রক্তের প্রাণী ।দেহে মেরুদন্ড থাকে।

177. বীরুৎ ও গুল্ম বলতে কী বোঝায়? প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও।
উত্তর : বিরুৎ : যারা ছোটো ছোটো, ডালপালা প্রায় নেই। কখনো-সখনো লতিয়ে বা পেঁচিয়ে চলে। এরা ছোটো গাছ তাদের বলে বীরুৎ বা হার্বস ।
গুল্ম : যারা খুব বেশি লম্বা হয় না, তবে অনেক ডালপালা আছে। ঝোপের মতো দেখতে লাগে। এরা মাঝারি জাতীয় তাদের বলে গুল্ম বা স্রাবস।

178. ব্রায়োফাইটা কীভাবে বংশবিস্তার করে। জলের রেশম (Water Sik) কী?
উত্তর : ব্রায়োফাইটা বংশবিস্তার করে স্পোর দ্বারা। জলের রেশম হলো প্রোটোজোয়া অণুজীব যা জলাশয়ে পাওয়া যায়।

179. মসজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো।
উত্তর : মসজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য: ছোট আকারের, জলাশয়ে বৃদ্ধি, রাইজয়েড শেকড় সদৃশ, স্পোর দ্বারা বংশবিস্তার। মসজাতীয় উদ্ভিদ: মস, ফার্নজাতীয় উদ্ভিদ: সিংগোনিয়াম, ব্যক্তবীজী উদ্ভিদ: আম।

180. মসজাতীয়, ফার্নজাতীয় এবং ব্যক্তবীজী উদ্ভিদের একটি করে উদাহরণ দাও। কোশের মধ্যে থাকা ঘন, গোলাকার বস্তুটিকে কী বলে?
উত্তর : কোষের মধ্যে থাকা ঘন, গোলাকার বস্তুটিকে নিউক্লিয়াস বলা হয়।

181. মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রাণীদের উদাহরণসহ শ্রেণিবিন্যাস দেখাও।
উত্তর : মেরুদন্ডী প্রাণী: বাঘ, অমেরুদন্ডী প্রাণী: মাকড়সা।

183. হোয়াইটেকার বর্ণিত পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাসটি উদাহরণসহ রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো।
উত্তর : হোয়াইটেকারের পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাস: (1) মোনেরা - ব্যাকটেরিয়া, (2) প্রোটিস্টা - অ্যামিবা, (3) ফাংগি - মাশরুম, (4) প্লান্টা - আম, (5) অ্যানিমালিয়া - বাঘ।

অধ্যায় 10 জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ পার্থক্য লেখ মান - 2/3

147. ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো।
উত্তর :

ব্যক্তবীজী উদ্ভিদগুপ্তবীজী উদ্ভিদ
বীজ উন্মুক্ত থাকে।বীজ আবৃত থাকে।
ফল উৎপন্ন করে না।ফল উৎপন্ন করে।
উদাহরণ: পাইন ও সাইকাসউদাহরণ : আম ও কাঁঠাল

186. বীরুৎ ও গুল্মজাতীয় উদ্ভিদের মধ্যে পার্থক্য নিরূপণ করো।
উত্তর :

বীরুৎ উদ্ভিদগুল্মজাতীয় উদ্ভিদ
দীর্ঘকালীন, সাধারণত বড় আকারের, শক্ত কান্ড ও বৃক্ষমূলে থাকে।ছোট আকারের, লতানো বা নরম কান্ড থাকে এবং সাধারণত এক বা দুই বছরে জীবিত থাকে।
বীরুৎ সাধারণত বড়, শক্ত, শাখাযুক্ত কান্ড ধারণ করে।গুল্মের কান্ড নরম এবং সাধারণত শাখাবিন্যাস থাকে।
বীরুৎ গাছের উচ্চতা বেশি হয়ে থাকে (প্রায় ১০-১৫ মিটার বা তারও বেশি)।গুল্ম উদ্ভিদের উচ্চতা সাধারণত ১-২ মিটার থাকে।

173. প্রদত্ত প্রাণীগুলি যে পর্বের অন্তর্গত তাদের একটি করে বৈশিষ্ট্য লেখো (a) শামুক (b) মাকড়সা (c) জোঁক
উত্তর :

প্রাণীবৈশিষ্ট্য
শামুকমোলাস্কা পর্বের প্রাণী, নরম দেহ।
মাকড়সাআর্থোপোডা পর্বের প্রাণী, যৌগিক চোখ।
জোঁকঅ্যানিলিডা পর্বের প্রাণী, আংটির মতো খন্ড খন্ড অংশ দ্বারা দেহ গঠিত।

151. মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রাণীদের পার্থক্য লেখো।
উত্তর :

মেরুদণ্ডী প্রাণীমেরুদণ্ডী প্রাণী
অমেরুদণ্ডী প্রাণীদের মেরুদন্ড বা কশেরুকা থাকে না।মেরুদণ্ডী প্রাণীদের একটি মেরুদণ্ড থাকে।
অমেরুদণ্ডী প্রাণীদের একটি বহিঃকঙ্কাল থাকে।মেরুদণ্ডী প্রাণীদের বহিকংকাল থাকে না।
এদের উন্মুক্ত সংবহনতন্ত্র রয়েছে।এদের বদ্ধ সংবহনতন্ত্র রয়েছে।
অমেরুদণ্ডী প্রাণীদের বেশিরভাগের যৌগিক চোখ থাকে।মেরুদণ্ডী প্রাণীদের যৌগিক চোখ নেই।
অসংগঠিত স্নায়ুতন্ত্র থাকে।সংগঠিত স্নায়ুতন্ত্র থাকে।
প্রাণী প্রজাতির 97% অমেরুদণ্ডী প্রাণী।প্রাণী প্রজাতির 3% মেরুদণ্ডী প্রাণী।

153. শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর :

শৈবালছত্রাক
স্বভোজী (অটোট্রফিক)।পরভোজী (হেটেরোট্রফিক)।
ক্লোরোফিল থাকে।ক্লোরোফিল থাকে না।

170. ছকের সাহায্যে উদ্ভিদ রাজ্যের শ্রেণিবিভাগ দেখাও।'
উত্তর : উদ্ভিদ রাজ্যের শ্রেণিবিভাগ:

বিভাগউদাহরণ
থ্যালোফাইটাশৈবাল
ব্রায়োফাইটামস
টেরিডোফাইটাফার্ন
জিমনোস্পার্মসাইকাস
অ্যাঞ্জিওস্পার্মআম

165. একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর :

একবীজপত্রী উদ্ভিদদ্বিবীজপত্রী উদ্ভিদ
একটি বীজপত্র থাকে।দুটি বীজপত্র থাকে।
গুচ্ছমূল দেখা যায়।প্রধানমূল দেখা যায়।
শিরাগুলো সমান্তরাল।শিরাগুলো জালিকাকার।

অধ্যায় 10 জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ টীকা লেখ মান - 2/3

189. টাকা লেখো (যে-কোনো দুটি): গুপ্তবীজী।
উত্তর : গুপ্তবীজী উদ্ভিদ: গুপ্তবীজী উদ্ভিদের বীজ ফলের ভেতরে আবৃত থাকে এবং এদের ফুল ও ফল দেখা যায়। এরা অধিকতর উন্নত ও স্থলজ উদ্ভিদ। গুপ্তবীজী উদ্ভিদের দেহ মূল, কান্ড, পাতা এবং ফুলে সুস্পষ্টভাবে বিভক্ত। এদের দুটি প্রধান শ্রেণি রয়েছে: 1. একবীজপত্রী উদ্ভিদ (যেমন: ধান, ঘাস) 2. দ্বিবীজপত্রী উদ্ভিদ (যেমন: আম, মটর)। গুপ্তবীজী উদ্ভিদের উদাহরণ: আম, ধান, জবা।

190. টীকা লেখ : জীববৈচিত্র্য সংরক্ষণ।
উত্তর : জীববৈচিত্র্য সংরক্ষণ এর অর্থ হলো প্রকৃতির বিভিন্ন জীব ও উদ্ভিদের রক্ষা করা। জীববৈচিত্র্য আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখে। এতে বিভিন্ন প্রজাতির প্রাণী, উদ্ভিদ, এবং অনুজীব অন্তর্ভুক্ত থাকে। মানুষের জন্য খাদ্য, ওষুধ, এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস জীববৈচিত্র্যের ওপর নির্ভরশীল। তবে দূষণ, বন ধ্বংস, এবং জলবায়ু পরিবর্তনের কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। তাই জীববৈচিত্র্য রক্ষার জন্য বন সংরক্ষণ এবং দূষণ কমানো জরুরি। জীববৈচিত্র্য রক্ষা করলে পৃথিবীকে আরও বাসযোগ্য করা সম্ভব।

About the Author

Teacher , Blogger, Edu-Video Creator, Web & Android App Developer, Work under Social Audit WB Govt.

Post a Comment

Please Comment , Your Comment is Very Important to Us.

All Chapter Contents

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.